আপনিও কি ব্যাঙ্কে FD করিয়েছেন ? তাহলে অবশ্যই জেনে নিন এই বিষয়টি....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
এফডি-তে ইনভেস্ট করার কী কী সুবিধা রয়েছে ?
#নয়াদিল্লি: নিরাপদ, নিশ্চিত বিনিয়োগের কথা ভাবলে প্রথমেই মাথায় আসবে যে সেভিংস স্কিমের কথা সেটা হল ফিক্সড ডিপোজিট। এর মাধ্যমে বিনিয়োগের (Investment) প্রধান সুবিধাই হল, নির্দিষ্ট সময়সীমা পার করলে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ হাতে আসবে। আর তাতে ঝুঁকিও থাকবে না। তাই ইক্যুইটি-তে বিনিয়োগ করার থেকে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করা ভীষণই নিরাপদ। কারণ এই ধরনের ডিপোজিট মার্কেটের সঙ্গে যুক্ত নয় আর নির্দিষ্ট পরিমাণ অর্থও হাতে এসে যায়।
ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) কী?
ফিক্সড ডিপোজিট (FD) নাম থেকেই বোঝা যায় যে, এই ধরনের বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদ নির্দিষ্ট করা থাকে। সেই সঙ্গে এর থেকে প্রাপ্ত সুদের অঙ্কও নির্দিষ্ট থাকে। বিনিয়োগের প্রথমেই শুধুমাত্র অর্থরাশি জমা করতে হয়। আর বিনিয়োগের মেয়াদ বা সময়সীমা হয়, মূলত ৭ দিন থেকে ১০ বছর, আবার কিছু কিছু ক্ষেত্রে তা ২০ বছরও হতে পারে। ফিক্সড ডিপোজিটের জন্য আলাদা করে অ্যাকাউন্ট খুলতে হবে, এর কোনও মানে নেই। কারণ বিনিয়োগকারীর সেভিংস অ্যাকাউন্টের সঙ্গেই ফিক্সড ডিপোজিট যুক্ত থাকতে পারে।
advertisement
advertisement
এফডি দু’ধরনের হয়ে থাকে -
সাধারনত এফডি দু’ধরনের হয়ে থাকে ৷ প্রথম কিউমুলেটিভ এফডি এবং নন-কিউমুলেটিভ এফডি ৷ এখানে ত্রৈমাসিক বার্ষিক হিসেবে সুদ পাওয়া যায় ৷ আপনি চাইলে রেগুলার ইন্টারভালেও সুদের লাভ নিতে পারবেন ৷
advertisement
এফডি-তে ইনভেস্ট করার কী কী সুবিধা রয়েছে ?
- বিনিয়োগের সবচেয়ে সুরক্ষিত বিকল্প হিসেবে মনে করা হয় ফিক্সড ডিপোজিটকে
- এখানে জমা করা মূল টাকার উপরে কোনও রিস্ক নেই ৷ পাশাপাশি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সুদও পাবেন
- এফডি-তে সেভিংস স্কিমের থেকে বেশি সুদ পাওয়া যায় ৷ প্রবীণ নাগরিকদের সবচেয়ে বেশি সুদ দেওয়া হয় এফডি-তে
- ফিক্সড ডিপোজিটে কেবল একবার ইনভেস্ট করতে হয় ৷ একবার ইনভেস্ট করার পর আরও বেশি টাকা বিনিয়োগ করতে চাইলে নতুন এফডি খুলতে হবে
- একটি নির্দিষ্ট সময়ের জন্য এফডি-তে ইনভেস্ট করতে হয় ৷ তবে দরকার পড়লে ম্যাচিউরিটির আগে আপনি এফডি থেকে টাকা তুলে নিতে পারবেন ৷ তবে সে ক্ষেত্রে সুদের উপরে লোকসান হবে এবং আপনাতে কিছু পেনাল্টিও দিতে হবে ৷
advertisement
এফডি-তে ট্যাক্স কাটার নিয়ম
ফিক্সড ডিপোজিটে ০ থেকে ৩০ শতাংশ ট্যাক্স কাটা হয় ৷ এটা অবশ্য বিনিয়োগকারীর ইনকাম ট্যাক্স স্ল্যাবের হিসেবে কাটা হয় ৷ এক বছরে ১০ হাজারের বেশি আয় করলে এফডি-তে ১০ শতাংশ ট্যাক্স দিতে হয় ৷ এর জন্য আপনাকে প্যান কার্ডের কপি জমা দিতে হবে ৷ প্যান কার্ড জমা না দিলে ২০ শতাংশ টিডিএস কাটা হবে ৷ ট্যাক্স যাতে কাটা না হয় তার জন্য ব্যাঙ্কে ফর্ম ১৫এ সাবমিট করতে হবে ৷ এটা তাদের জন্য লাগু করা হয় যারা কোনও ইনকাম ট্যাক্স স্ল্যাবের মধ্যে পড়ে না ৷ ট্যাক্স যাতে না কাটা হয় তার জন্য প্রবীণ নাগরিকদের 15H জমা দিতে হবে ৷
Location :
First Published :
January 25, 2022 11:42 AM IST