বাড়িতে বসে ৬০ হাজার টাকা আয় করার সুযোগ দিচ্ছে SBI, করতে হবে শুধু এই কাজ.....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কীভাবে করবেন এটিএম ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন (How To Apply For SBI ATM Franchise)
#নয়াদিল্লি: আপনিও কী বাড়িতে বসে ব্যবসা শুরু (How to start business)করার পরিকল্পনা করছেন বা বাড়তি উপার্জন (Earn money) করার বিষয়ে চিন্তা ভাবনা করছেন ? তাহলে আপনার জন্য রয়েছে দারুন একটি বিজনেস আইডিয়া (Business Idea) ৷ এর মাধ্যমে বাড়িতে বসেই প্রতি মাসে ৬০ হাজার টাকা আয় করতে পারবেন ৷ দুর্দান্ত এই সুযোগ নিয়ে এসেছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)৷ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম ফ্র্যাঞ্চাইজি (SBI ATM Franchise) নিয়ে এই টাকা আয় করতে পারবেন৷
সাধারণত এটিএম লাগানোর দায়িত্ব ব্যাঙ্কের তরফে অন্য সংস্থাকে দেওয়া হয়ে থাকে ৷ বেশ কিছু সংস্থাকে এটিএম লাগানোর কনট্র্যাক্ট দিয়ে থাকে ব্যাঙ্ক ৷ দেখে নিন আপনি কী ভাবে এটিএম-এর ফ্র্যাঞ্চাইজি নিয়ে মোটা টাকা আয় করতে পারবেন ৷
advertisement
advertisement
SBI ATM ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য কী কী শর্ত রয়েছে -
- আপনার কাছে ৫০-৮০ স্কোয়্যার ফুটের জায়গা থাকতে হবে
- দ্বিতীয় এটিএম থেকে ন্যূনতম ১০০ মিটারের দূরত্ব থাকতে হবে
- এই স্পেস গ্রাউন্ড ফ্লোরে এবং গুড ভিজিবিলিটি জায়গায় হতে হবে
- ২৪ ঘণ্টা পাওয়ার সাপ্লাই থাকতে হবে এবং ১ কিলোওয়াট বিদ্যুতের কানেকশন লাগবে
- এই এটিএম থেকে প্রতিদিন প্রায় ৩০০ ট্রানজাকশন হতে হবে
- এটিএম-এর জায়গায় কংক্রিটের ছাদ থাকতে হবে
advertisement
ডকুমেন্ট লিস্ট
১. আইডি প্রুফ- Aadhaar Card , Pan Card , Voter Card
২. অ্যাড্রেস প্রুফ- রেশন কার্ড, ইলেক্ট্রিসিটি বিল
৩. ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও পাসবুক
৪. ফটোগ্রাফ, ই-মেল আইডি, ফোন নম্বর
advertisement
৫. জিএসটি নম্বর
৬. ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস
কীভাবে করবেন এটিএম ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন (How To Apply For SBI ATM Franchise)
এসবিআই এটিএম-এর ফ্র্যাঞ্চাইজি বেশ কিছু সংস্থা দিয়ে থাকে ৷ অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন ৷ দেশের বেশির ভাগ এটিএম লাগানোর কন্ট্র্যাক্ট দেওয়া হয়ে থাকে Tata Indicash, Muthoot ATM ও India One ATM ৷ এই সমস্ত সংস্থার ওয়েবসাইটে অনলাইনে লগইন করে এটিএমের জন্য আবেদন করতে পারবেন ৷
advertisement
অফিশিয়াল ওয়েবাসাইট
Tata Indicash – www.indicash.co.in
Muthoot ATM – www.muthootatm.com/suggest-atm.html
India One ATM – india1atm.in/rent-your-space
কত টাকা ইনভেস্ট করতে হবে
Tata Indicash সবচেয়ে বড় এবং পুরনো সংস্থা ৷ এই সংস্থা ২ লক্ষ টাকার সিকিউরিটি ডিপোজিটে ফ্র্যাঞ্চাইজি দিয়ে থাকে যেটা রিফান্ডেবল ৷ এছাড়া ৩ লক্ষ টাকার ওয়ার্কিং ক্যাপিটল হিসেবে জমা করতে হবে ৷ এই হিসেব অনুযায়ী, মোট ৫ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে ৷
advertisement
কত টাকা আয় করবেন ?
প্রত্যেক ক্যাশ ট্রানজাকশনে ৮ টাকা এবং নন ক্যাশ ট্রানজাকশনে ২ টাকা মিলবে ৷ বছরে রিটার্ন অন ইনভেস্টমেন্ট ৩৩-৫০ শতাংশ পাওয়া যায় ৷ যদি এটিএম-এর মাধ্যমে প্রতিদিন ২৫০টি ট্রানজাকশন হয় তার মধ্যে ৬৫ শতাংশ ক্যাশ ট্রানজাকশন ও ৩৫ শতাংশ নন-ক্যাশ ট্রানজাকশন হয় তাহলে মাসে আয় প্রায় ৪৫ হাজার টাকা আয় করতে পারবেন ৷ দিনে ৫০০ ট্রানজাকশন হলে প্রায় ৮৮-৯০ হাজার কমিশন মিলবে ৷
Location :
First Published :
January 25, 2022 7:53 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাড়িতে বসে ৬০ হাজার টাকা আয় করার সুযোগ দিচ্ছে SBI, করতে হবে শুধু এই কাজ.....