প্রধানমন্ত্রী আবাস যোজনা কী? প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য কী করতে হবে.....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদন করতে গেলে কয়েকটি শর্ত রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই শর্তগুলি--
#কলকাতা: নিজের একটা বাড়ি চাই-- এই স্বপ্ন প্রত্যেক মানুষই মনে মনে লালন করেন। বিশেষ করে, যাঁদের মাথার উপর ছাদ নেই বা যাঁরা ভাড়া বাড়িতে থাকেন, তাঁরা কল্পনা করেন, এক দিন-না-এক দিন তাঁদেরও নিজের একটা বাড়ি হবে। সে ছোটই হোক বা বড়! ভারতবাসীর সেই স্বপ্ন পূরণ করতেই কেন্দ্রীয় সরকারের উদ্যোগ-- প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পিএমএওয়াই প্রকল্প। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষজনকে এই প্রকল্পের আওতায় বাড়ি তৈরিতে সাহায্য করে কেন্দ্র। আপাতত ২০২২ সালের ৩১ মার্চের মধ্যে ২ কোটি বাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
প্রত্যেক দেশবাসী যাতে মাথার উপর ছাদ পান, তার জন্য ১৯৯০-এর দশক থেকেই নানা প্রকল্প চালু করেছে কেন্দ্র। উদাহরণ হিসেবে বলা হয়, ১৯৯০ সালে ইন্দিরা আবাস যোজনা বা ২০০৯ সালে রাজীব আবাস যোজনার কথা। ২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ২০১৫ সালের ১ জুন থেকে শুরু হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পিএমএওয়াই। এই প্রকল্পের আওতায় ভারতের গ্রাম এবং শহরের যে কোনও দুঃস্থ নাগরিক যদি প্রথম বারের জন্য বাড়ি কেনে বা তৈরি করতে যায়, তা হলে লোনের উপর ২.৬৭ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেয় কেন্দ্র। পাশাপাশি লোন শোধ করার জন্য ২০ বছরের লম্বা সময় দেওয়া হয়, যাতে তাঁদের উপরে বাড়তি চাপ না-পড়ে।
advertisement
advertisement
বছরে যাঁদের ৩ লক্ষ টাকা বা তার কম আয়, তাঁদের ইডব্লিউএস বা অর্থনৈতিক ভাবে দুর্বল বিভাগ হিসেবে ধরা হয়। আর বছরে যাঁরা ৬ লক্ষ টাকা বা তার কম আয় করেন, তাঁদের নিম্ন আয় গোষ্ঠী বা এলআইজি ক্যাটেগরিতে ধরা হয়। এই দুই ক্যাটেগরির মানুষই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ৬ লক্ষ টাকার লোনে ৬.৫০ শতাংশ সুদে ভর্তুকির সুবিধা পেতে পারেন। যাঁদের বার্ষিক আয় ৬ থেকে ১২ লক্ষ টাকা, তাঁদের ২০ বছরের জন্য ৯ লক্ষ টাকা লোনের সুদে ৪ শতাংশ সাবসিডি বা ভর্তুকি দিচ্ছে কেন্দ্র। হোম লোনের সুদ প্রায় ৯ শতাংশ৷ কিন্তু যে হেতু কেন্দ্র ৪ শতাংশ ভর্তুকি দিচ্ছে, তাই এই প্রকল্পের আওতায় গ্রাহককে বাকি মাত্র ৫ শতাংশ মেটাতে হয়।
advertisement
তবে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদন করতে গেলে কয়েকটি শর্ত রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই শর্তগুলি--
advertisement
advertisement
advertisement
advertisement
যাঁরা অর্থের অভাবে নিজের বাড়ি তৈরি করতে পারছেন না, তাঁরাও এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন। এই প্রকল্পের আরও একটি সুবিধে হল, বাড়ি মেরামতির জন্য ৩ শতাংশ সুদের হারে লোন পাওয়ার বন্দোবস্ত রয়েছে। এ জন্য অনলাইনেই আবেদন করা যায়।
Location :
First Published :
January 22, 2022 10:49 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
প্রধানমন্ত্রী আবাস যোজনা কী? প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য কী করতে হবে.....