Train Cancelled: ট্রেন বাতিল হলে কী ভাবে ফেরত পাবেন টিকিটের টাকা, জেনে নিন ....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Train Cancelled: কীভাবে জানবেন কোনও ট্রেন বাতিল করা হয়েছে ?
#নয়াদিল্লি: শীতকালে খারাপ আবহাওয়া ও কুয়াশার জেরে একাধিক ট্রেন বাতিল করতে বাধ্য হয়ে থাকে ভারতীয় রেল ৷ বৃহস্পতিবার প্রায় ৪০০-র বেশি ট্রেন বাতিল করা হয়েছিল এবং বেশ কিছু ট্রেনের রুটও বদল করা হয়েছিল ৷ এছাড়াও অনেক সময় লাইন মেইনটেনেন্সের কারণেও বাতিল করতে হয় ট্রেন ৷
রেলের তরফে ট্রেন বাতিল করা হলে অটোমেটিক রিফান্ড হয়ে যায় টাকা
আপনার কাছে ই-টিকিট থাকলে ট্রেন বাতিল হলে টিকিট ক্যান্সেল করার দরকার পড়ে না ৷ ট্রেন বাতিল হলে টিকিটের টাকা নিজে থেকেই আপনার অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যায় ৷ এই ক্ষেত্রে টিকিট ডিপোজিট রিসিপ্ট অর্থাৎ টিডিআর ফাইল করারও দরকার পড়ে না ৷
advertisement
advertisement
আপনার ট্রেন লেট থাকলে পেয়ে যাবেন পুরো টাকা -
আপনার ট্রেন ৩ ঘণ্টার বেশি লেট থাকলে এবং আপনি যাত্রা না করলে ট্রেন ছাড়ার আগে টিডিআর ফাইল করতে হয় ৷ টিডিআর ফাইল করার জন্য আইআরসিটিসি-র ওয়েবসাইটে বা মোবাইল অ্যাপে লগইন করতে হবে ৷ এরপর My Account এ গিয়ে My Transaction অপশন সিলেক্ট করতে হবে ৷ এরপর File TDR এ ক্লিক করত হবে ৷
advertisement
এই ভাবে কাউন্টার টিকিট অনলাইনে ক্যান্সেল করতে পারবেন
কাউন্টার টিকিট অনলাইনে ক্যানসেল করার জন্য https://www.operations.irctc.co.in/ctcan/SystemTktCanLogin.jsf লিঙ্কে ক্লিক করতে হবে ৷ এখানে নিজের পিএনআর নম্বর, ট্রেন নম্বর ও ক্যাপচা অপশন দেওয়ার পর ক্যান্সেলেশন রুল বক্সে ক্লিক করতে হবে ৷ এরপর সাবমিট বটনে ক্লিক করতে হবে৷ এবারে বুকিংয়ের সময়ে ফর্মে যে নম্বর দিয়েছেন তাতে ওটিপি আসবে ৷ ওটিপি দেওয়ার পর সাবমিট বটনে ক্লিক করতে হবে ৷ ওটিপি দেওয়ার পর পিএনআর সংক্রান্ত ডিটেল দেখতে পাবেন ৷ পিএনআর ভেরিফাই করার পর ক্যানসেল টিকিটের অপশনে ক্লিক করতে হবে ৷ এরপরে রিফান্ডের টাকা পেজে দেখা যাবে ৷ সঙ্গে বুকিং ফর্মে দেওয়া নম্বরে কনফার্মেশন মেসেজ চলে আসবে, যেখানে পিএনআর ও রিফান্ড সংক্রান্ত তথ্য দেওয়া থাকবে ৷
advertisement
কীভাবে জানবেন কোনও ট্রেন বাতিল করা হয়েছে ?
যাত্রীদের সুবিধার্থে বাতিল হওয়া ট্রেনের লিস্ট ভারতীয় রেলের ওয়েবসাইটে দেওয়া থাকে ৷ পাশাপাশি NTES app এ এই বিষয়ে জানতে পারবেন ৷ যে কোনও ট্রেনের স্টেট্যাস জানার জন্য https://enquiry.indianrail.gov.in/mntes ওয়েবসাইটে যেতে হবে ৷ ট্রেনের নম্বর দিয়ে স্টেট্যাস জানতে পারবেন সহজেই ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 22, 2022 10:16 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Train Cancelled: ট্রেন বাতিল হলে কী ভাবে ফেরত পাবেন টিকিটের টাকা, জেনে নিন ....