PM Kisan: এই দিন আসতে চলেছে যোজনার ১১ তম কিস্তির টাকা, শীঘ্রই চেক করে নিন স্টেট্যাস

Last Updated:

PM KIsan: এই ভাবে চেক করে নিন নিজের স্টেট্যাস-

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার দশম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ১ জানুয়ারি ২০২২ ট্রান্সফার করে দিয়েছে সরকার ৷ এই যোজনায় দেশের কৃষক পরিবারদের বছর ৬০০০ টাকা আর্থিক সাহায্য করা হয় ৷ বছরে তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় ৷ সুবিধাভোগীদের অ্যাকাউন্টে সরাসরি এই টাকা ট্রান্সফার করা হয়ে থাকে ৷ দশম কিস্তির টাকা মাসের প্রথম সপ্তাহেই ট্রান্সফার করা হয়েছিল ৷ এই হিসেব অনুযায়ী অনুমান করা হচ্ছে একাদশ কিস্তির টাকা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে ৷ এর জন্য প্রথমে চেক করে নিন আপনার স্টেট্যাস ৷
এই ভাবে চেক করে নিন নিজের স্টেট্যাস
প্রথমে পিএম কিষান যোজনার https://pmkisan.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে ৷
advertisement
এখানে উপরের ডান দিকে Farmers Corner অপশন দেখতে পাবেন ৷
এরপর Beneficiary Status এ ক্লিক করতেই খুলে যাবে নতুন পেজ ৷
advertisement
নতুন পেজে আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর যে কোনও একটি বিকল্প সিলেক্ট করতে হবে ৷ এই তিনটে নম্বরের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে কিনা চেক করে নিতে পারবেন ৷
advertisement
যে অপশন সিলেক্ট করেছেন তার নম্বর দিয়ে Get Data অপশনে ক্লিক করুন ৷
এখানে ক্লিক করতেই সমস্ত ট্রানজাকশনের তথ্য পেয়ে যাবেন ৷ অর্থাৎ কোন কিস্তির কত টাকা আপনার অ্যাকাউন্টে কবে ক্রেডিট হয়েছে ৷
advertisement
নম্বম এবং অষ্টম কিস্তির টাকার সমস্ত তথ্য এখানে পেয়ে যাবেন ৷
যদি FTO is generated and Payment confirmation is pending লেখা আসে তাহলে বুঝবেন আপনার টাকা প্রসেস হচ্ছে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: এই দিন আসতে চলেছে যোজনার ১১ তম কিস্তির টাকা, শীঘ্রই চেক করে নিন স্টেট্যাস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement