Multibagger Stocks: ৬ মাসে ১৭৬.৭০ শতাংশ রিটার্ন, মন্দার বাজারেও বড়লোক করে দিয়েছে এই মাল্টিব্যাগার স্টক!

Last Updated:

Multibagger Stocks: বাজারের এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই কিছু স্টক কিন্তু চোখ ধাঁধানো রিটার্ন দিচ্ছে।

#নয়াদিল্লি: শেয়ার বাজারে রক্তক্ষরণ অব্যাহত। বুধবার বিএসই সেনসেক্স এবং নিফটি গ্রিন জোনে খুললেও কিছুক্ষণ পরেই রেড জোনে চলে যায়। পুঁজিবাজারে এই সাম্প্রতিক দরপতন বিনিয়োগকারীদের বড় ধাক্কা দিয়েছে সন্দেহ নেই। গত এক মাসে ৮ শতাংশ পতন হয়েছে নিফটির। বিএসই সেনসেক্সের পতন হয়েছে ৭.৮০ শতাংশ। বাজারের এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই কিছু স্টক কিন্তু চোখ ধাঁধানো রিটার্ন দিচ্ছে।
এর মধ্যে অন্যতম চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশনের শেয়ার। মন্দার বাজারেও বিনিয়োগকারীদের লাভের মুখ দেখাচ্ছে এই কোম্পানি। মাত্র ১ মাসে চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশনের শেয়ার দর ৬০ শতাংশ বেড়েছে। অভিজ্ঞ বিনিয়োগকারী ডলি খান্নাও চেন্নাই পেট্রোলিয়ামের শেয়ারে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করেছেন। উল্লেখ্য, ডলি মিড ক্যাপ এবং স্মল ক্যাপের কম জনপ্রিয় মাল্টিব্যাগার স্টকগুলিতে বিনিয়োগের জন্য পরিচিত। চলতি বছরের ২৮ এপ্রিল শেয়ার প্রতি ২৬৩.১৫ টাকায় সিপিসিএল-এর ১০ লক্ষ শেয়ার কেনেন তিনি।
advertisement
advertisement
এক মাসে বিশাল লাফ: ১১ এপ্রিল ২০২২-এ চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশনের শেয়ারের দাম ছিল ১৭৭.৮৫ টাকা। ঠিক এক মাস পর অর্থাৎ ১১ মে বুধবার ইন্ট্রাডে-তে কোম্পানির শেয়ার ২৮৯.৮৫ টাকায় পৌঁছেছে। যদিও এদিন কোম্পানির শেয়ারের দর কিছুটা পড়েছে। তবে স্টকটি গত ৬ মাসে বিনিয়োগকারীদের ১৭৬.৭০ শতাংশ মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। একইভাবে গত এক বছরে ১৩২ শতাংশ বেড়েছে এই শেয়ার। ২০২২ সালে এখনও পর্যন্ত এই স্টক থেকে প্রচুর টাকা মুনাফা পেয়েছেন বিনিয়োগকারীরা। লাভ হয়েছে ১৬৬ শতাংশ। প্রসঙ্গত, ৫২ সপ্তাহে চেন্নাই পেট্রোলিয়ামের শেয়ারের সর্বনিম্ন দর ছিল ৯৪.৬৫ টাকা। সর্বোচ্চ দর পৌঁছেছিল ৩২১.৯০ টাকায়।
advertisement
কোম্পানির শিকড় মজবুত: সিপিসিএল হল ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের সহযোগী সংস্থা। এতে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের ৫১.৯ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। মার্চ ২০২২-এর ত্রৈমাসিকে কোম্পানির চমৎকার আয় হয়েছে। এই সময়ের মধ্যে অর্থাৎ একই ত্রৈমাসিকে কোম্পানির নিট বিক্রি বেড়েছে ৮৮ শতাংশ। টাকার দিক থেকে দেখলে যা প্রায় ১৬৪.১ বিলিয়ন বেড়েছে। যা এককথায় অতুলনীয়।
advertisement
গত বছরের একই প্রান্তিকে ৮৭.৪ বিলিয়ন ডলারের বিক্রিবাটা করেছিল কোম্পানি। ২০২২-এর মার্চে চেন্নাই পেট্রোলিয়ামের ইপিএস বেড়ে হয়েছে ৬৮.৮ টাকা। যা ২০২১ সালের মার্চ মাসে ১৫.৬ টাকা ছিল। এই কোম্পানি নিয়ে দেশীয় বিনিয়োগকারীরা তো বটেই বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহও অটুট। গত তিন প্রান্তিক ধরে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ক্রমাগত এই কোম্পানিতে তাঁদের অংশীদারিত্ব বাড়িয়ে চলেছেন। যা থেকে আগামীদিনে এই কোম্পানির আরও বিস্তারের ইঙ্গিত পাওয়া যায়।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Multibagger Stocks: ৬ মাসে ১৭৬.৭০ শতাংশ রিটার্ন, মন্দার বাজারেও বড়লোক করে দিয়েছে এই মাল্টিব্যাগার স্টক!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement