মুম্বই: শেয়ার বাজারে বিরাট পতন ! লাগাতার পাঁচ দিন ধরে ধস নেমে চলেছে শেয়ার মার্কেটে ৷ বিরাট পতন শেয়ার বাজারে ৷ পতন হয়েছে নিফটিতেও ৷ এক ধাক্কায় যা অনেকটাই (Share Market Crash) ৷
বৃহস্পতিবার বাজার খুলতেই একের পর এক বড় সংস্থার শেয়ার পড়তে শুরু করে ৷ আজ, সপ্তাহের চতুর্থ দিনে শেয়ার বাজারের সূচক ছিল লাল রেখার অনেকটা নীচে। সেনসেক্স গিয়ে ঠেকে ৫২,৯৩৯০.৩১ পয়েন্টে। এদিকে নিফটিও ২.২২ শতাংশ বা ৩৫৯.১০ পয়েন্ট পড়ে যায়। নিফটি গিয়ে ঠেকে ১৫,৮০৮.০০ পয়েন্টে।
রিজার্ভ ব্যাঙ্ক রেপোরেট বাড়ানোর পর থেকেই শেয়ারবাজারে একের পর এক ধস নামতে শুরু করেছে। গত এক সপ্তাহ ধরে শেয়ার বাজারের অবস্থা খারাপ। মন্দা যাচ্ছে নিফটিও। বৃহস্পতিবার বাজার খুলতেই একের পর এক বড় বড় সংস্থার শেয়ার কমতে শুরু করে।
আরও পড়ুন-রানওয়েতে চাকা পিছলে বিপত্তি ! ভয়াবহ আগুন চিনের বিমানে, দেখুন ভিডিও
এদিকে ভারতীয় মুদ্রার পতনও অব্যাহত। আজ, বৃহস্পতিবার ভারতীয় টাকার মূল্য রেকর্ড কমেছে ৷ শেয়ার বাজারে বন্ড এবং স্টকগুলিও ক্রমেই দর খোয়াচ্ছে। বৃহস্পতিবার ০.৫ শতাংশ পতন হয়ে এক ডলারের দাম গিয়ে ঠেকে ৭৭ টাকা ৬৩১৩ পয়সায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Share Market, Share Market News