PM Kisan : শীঘ্রই অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা, তবে এই কৃষকরা পাবেন না ১১তম কিস্তির টাকা

Last Updated:

PM Kisan: সূত্রের খবর অনুযায়ী, প্রত্যেক অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে ১ এপ্রিল থেকে ৩১ জুলাইয়ের মধ্যে চলে আসে ৷

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan) অনুযায়ী ১১তম কিস্তির টাকা শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে ৷ কেন্দ্র সরকারের তরফে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে ৷ কিন্তু বেশ কিছু কৃষকরা রয়েছেন যাঁরা ই-কেওয়াইসি না করার কারণে এবারের কিস্তির টাকা পাবেন না ৷
সূত্রের খবর অনুযায়ী, প্রত্যেক অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে ১ এপ্রিল থেকে ৩১ জুলাইয়ের মধ্যে চলে আসে ৷ এখনও পর্যন্ত কৃষকরা দশটি কিস্তির টাকা পেয়ে গিয়েছে ৷ প্রত্যেক কিস্তিতে ২০০০ টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে থাকে ৷ যোজনার সঙ্গে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, বর্তমানে কৃষকদের ডকুমেন্ট যাচাইয়ের কাজ চলছে এবং তাঁদের ডেটা লক করা হচ্ছে ৷
advertisement
advertisement
১৫ এপ্রিল থেকে অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা-
জানা গিয়েছে, একাধিক জেলায় ১৪ এপ্রিল ডেটা লক করে দেওয়া হতে পারে ৷ এরপরই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে ৷ যে কৃষকদের সমস্ত ডকুমেন্টস সঠিক থাকবে এবং ভেরিফিকেশন হয়ে গিয়েছে তাঁদের অ্যাকাউন্টে ১৫ এপ্রিল বা ১৫ মে থেকে টাকা পাঠানো শুরু হয়ে যাবে ৷ গত বছরও ১৫ মে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছিল ৷
advertisement
কোন কৃষকরা পাবেন না আগামী কিস্তির টাকা-
সরকারের তরফে জানুয়ারি মাসে দশম কিস্তির টাকা দেওয়ার সময় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল আগামী কিস্তির জন্য ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক ৷ যে কৃষকরা এখনও ই-কেওয়াইসি করানো নেই তাঁরা আগামী কিস্তির টাকা পাবেন না ৷ ওটিপি-র মাধ্যমে অনলাইন ই-কেওয়াইসি-র সুবিধা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এখন ই-কেওয়াইসি করানোর জন্য কৃষকদের কমন সার্ভিস সেন্টারে যেতে হবে ৷
advertisement
২২ মে পর্যন্ত করানো যাবে ই-কেওয়াইসি
পিএম কিষান যোজনার সুবিধা নেওয়ার জন্য ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক ৷ এর জন্য একটি নির্দিষ্ট সময় সীমা দেওয়া হয়েছে ৷ ২২ মে পর্যন্ত কৃষকরা ই-কেওয়াইসি করাতে পারবেন ৷ এই সময়ের মধ্যে ই-কেওয়াইসি না করালে যোজনা থেকে বের করে দেওয়া হবে ৷ অর্থাৎ আগামী দিনে এই যোজনার আর সুবিধা নেওয়া যাবে না ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan : শীঘ্রই অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা, তবে এই কৃষকরা পাবেন না ১১তম কিস্তির টাকা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement