PM Kisan : শীঘ্রই অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা, তবে এই কৃষকরা পাবেন না ১১তম কিস্তির টাকা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PM Kisan: সূত্রের খবর অনুযায়ী, প্রত্যেক অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে ১ এপ্রিল থেকে ৩১ জুলাইয়ের মধ্যে চলে আসে ৷
#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan) অনুযায়ী ১১তম কিস্তির টাকা শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে ৷ কেন্দ্র সরকারের তরফে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে ৷ কিন্তু বেশ কিছু কৃষকরা রয়েছেন যাঁরা ই-কেওয়াইসি না করার কারণে এবারের কিস্তির টাকা পাবেন না ৷
সূত্রের খবর অনুযায়ী, প্রত্যেক অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে ১ এপ্রিল থেকে ৩১ জুলাইয়ের মধ্যে চলে আসে ৷ এখনও পর্যন্ত কৃষকরা দশটি কিস্তির টাকা পেয়ে গিয়েছে ৷ প্রত্যেক কিস্তিতে ২০০০ টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে থাকে ৷ যোজনার সঙ্গে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, বর্তমানে কৃষকদের ডকুমেন্ট যাচাইয়ের কাজ চলছে এবং তাঁদের ডেটা লক করা হচ্ছে ৷
advertisement
advertisement
১৫ এপ্রিল থেকে অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা-
জানা গিয়েছে, একাধিক জেলায় ১৪ এপ্রিল ডেটা লক করে দেওয়া হতে পারে ৷ এরপরই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে ৷ যে কৃষকদের সমস্ত ডকুমেন্টস সঠিক থাকবে এবং ভেরিফিকেশন হয়ে গিয়েছে তাঁদের অ্যাকাউন্টে ১৫ এপ্রিল বা ১৫ মে থেকে টাকা পাঠানো শুরু হয়ে যাবে ৷ গত বছরও ১৫ মে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছিল ৷
advertisement
কোন কৃষকরা পাবেন না আগামী কিস্তির টাকা-
সরকারের তরফে জানুয়ারি মাসে দশম কিস্তির টাকা দেওয়ার সময় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল আগামী কিস্তির জন্য ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক ৷ যে কৃষকরা এখনও ই-কেওয়াইসি করানো নেই তাঁরা আগামী কিস্তির টাকা পাবেন না ৷ ওটিপি-র মাধ্যমে অনলাইন ই-কেওয়াইসি-র সুবিধা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এখন ই-কেওয়াইসি করানোর জন্য কৃষকদের কমন সার্ভিস সেন্টারে যেতে হবে ৷
advertisement
২২ মে পর্যন্ত করানো যাবে ই-কেওয়াইসি
পিএম কিষান যোজনার সুবিধা নেওয়ার জন্য ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক ৷ এর জন্য একটি নির্দিষ্ট সময় সীমা দেওয়া হয়েছে ৷ ২২ মে পর্যন্ত কৃষকরা ই-কেওয়াইসি করাতে পারবেন ৷ এই সময়ের মধ্যে ই-কেওয়াইসি না করালে যোজনা থেকে বের করে দেওয়া হবে ৷ অর্থাৎ আগামী দিনে এই যোজনার আর সুবিধা নেওয়া যাবে না ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 13, 2022 11:29 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan : শীঘ্রই অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা, তবে এই কৃষকরা পাবেন না ১১তম কিস্তির টাকা