EMI Hike: মাথায় হাত! অগাস্ট থেকে বাড়তে পারে আপনার লোনের EMI, কী ভাবছে আরবিআই

Last Updated:

EMI Hike: এখন যদি আরবিআই রেপো রেট এবং রিভার্স রেপো রেট বাড়িয়ে দেয় তাহলে লোনের ইএমআইও বাড়বে। অর্থাৎ গ্রাহককে আগের থেকে আরও বেশি টাকা গুণতে হবে।

EMI Hike: rbi may shift focus to inflation and start hiking policy rates- Photo-Representative
EMI Hike: rbi may shift focus to inflation and start hiking policy rates- Photo-Representative
#নয়াদিল্লি: অর্থনীতির চাকা এখনও পুরোপুরি সচল হয়নি। তবে করোনা পরবর্তী সময়ে বৃদ্ধির হারের বদলে মুদ্রাস্ফীতি আটকানোকেই পাখির চোখ করেছে আরবিআই। এর সরাসরি প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের উপর। বিশেষজ্ঞরা মনে করছেন, অগাস্ট মাসে রেপো রেট এবং রিভার্স রেপো রেট বাড়াতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। উল্লেখ্য, ২০২০ সালের মে মাসে শেষবার রেপো রেট এবং রিভার্স রেপো রেট পরিবর্তন করেছিল আরবিআই। তারপর থেকে তা অপরিবর্তিত রয়েছে।
এখন যদি আরবিআই রেপো রেট এবং রিভার্স রেপো রেট বাড়িয়ে দেয় তাহলে লোনের ইএমআইও বাড়বে। অর্থাৎ গ্রাহককে আগের থেকে আরও বেশি টাকা গুণতে হবে। প্রসঙ্গত, বর্তমানে রেপো রেট ৪ শতাংশে ধরে রাখা হয়েছে। পাশাপাশি, রিভার্স রেপো রেটও ৩.৩৫ শতাংশে বজায় রাখা হয়েছে। এ ছাড়া নগদ সংরক্ষণের অনুপাতও ৪ শতাংশে বহাল রাখা হয়েছে। এতে প্রান্তিক স্থায়ী সুবিধা হার রাখা হয়েছে ৪.২৫ শতাংশ এবং ব্যাঙ্ক রেটও রাখা হয়েছে ৪.২৫ শতাংশ। অন্য দিকে, রিজার্ভ অনুপাতের ক্ষেত্রে, ক্যাশ রিজার্ভ রেশিও রাখা হয়েছে ৪ শতাংশ এবং এসএলআর রাখা হয়েছে ১৮ শতাংশে।
advertisement
 it will affect your home and auto emi it will affect your home and auto emi
advertisement
বিশেষজ্ঞরা বলছেন, অগাস্ট থেকে পলিসি রেট বাড়াতে পারে কেন্দ্রীয় ব্যাঙ্ক। আরবিআই স্পষ্টভাবে জানিয়েছেন, অপরিবর্তিত রেট ৩ বছরে পড়ল। এবার অবস্থান বদলানোর সময় এসেছে। প্রবৃদ্ধির বদলে এবার মূল্যস্ফীতির দিকে নজর দিতে হবে। গত তিন ত্রৈমাসিকে খুচরো মূল্যস্ফীতির হার আরবিআই-এর উর্ধ্বসীমা ৬ শতাংশের উপরে ছিল। এই পরিস্থিতিতে নয়া অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের শেষে অর্থাৎ অগাস্ট থেকে পলিসি রেট বাড়তে পারে।
advertisement
শিল্পসংস্থা ফিকি-র সভাপতি সঞ্জীব মেহতা বলছেন, ‘টানা ১১ মাস পলিসি রেট পরিবর্তন না করার মতো উদারপন্থা অবলম্বন করেছে আরবিআই। এটাকে স্বাগত জানানো উচিত। মুদ্রাস্ফীতি যাতে আরবিআই-এর লক্ষ্যসীমার মধ্যে থাকে সেটাও দেখতে হবে। আগামী সময়ে কেন্দ্রীয় ব্যাঙ্ক পলিসি রেটের বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেবে’।
advertisement
একই কথা বলছেন অ্যাসোচেম-এর মহাসচিব দীপক সুদ। তাঁর মতে, ‘কেন্দ্রীয় ব্যাঙ্ক দেশীয় অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব কমানোর জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি যাতে রুদ্ধ না হয়ে যায় সেজন্য বিভিন্ন আর্থিক মাধ্যম ব্যবহার করছে। একই সময়ে, বৈশ্বিক স্তরে ক্রমাগত ক্রমবর্ধমান অপরিশোধিত তেল এবং পণ্যের দাম ভারতীয় অর্থনীতিতে খুব বেশি প্রভাব ফেলবে না’।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
EMI Hike: মাথায় হাত! অগাস্ট থেকে বাড়তে পারে আপনার লোনের EMI, কী ভাবছে আরবিআই
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement