Tata-Haldiram's: শেয়ার কিনতে চাইছে টাটা; ১০ বিলিয়ন ডলার দর হাঁকল জনপ্রিয় স্ন্যাকস প্রস্তুতকারী সংস্থা হলদিরামস
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে টাটা গ্রুপের কনজিউমার ডিভিশন। কারণ দেশের সবথেকে জনপ্রিয় স্ন্যাক ফুড জায়ান্ট হলদিরামস-এর একটা ৫১ শতাংশ শেয়ার কিনে নিতে আগ্রহী তারা।
মুম্বই: বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে টাটা গ্রুপের কনজিউমার ডিভিশন। কারণ দেশের সবথেকে জনপ্রিয় স্ন্যাক ফুড জায়ান্ট হলদিরামস-এর একটা ৫১ শতাংশ শেয়ার কিনে নিতে আগ্রহী তারা। প্রস্তাবিত এই চুক্তি চূড়ান্ত হলে দেশের স্ন্যাক ফুড ইন্ডাস্ট্রিতে বড়সড় বদল এসে যাবে।
তবে বিষয়টির গোপন সূত্র সংবাদমাধ্যমের কাছে জানিয়েছে যে, হলদিরামস-এর প্রস্তাবিত ১০ বিলিয়ন ডলারের বড় পরিমাণ অর্থের জন্য এখন ঝাঁপিয়ে পড়েছে টাটা। হলদিরামস-এর নাম এখন ঘরে ঘরে। সময়ের সঙ্গে সঙ্গে তা জনপ্রিয়তা লাভ করেছে। এদিকে আবার নিজেদের সংস্থার ১০ শতাংশ শেয়ার বিক্রি করার জন্য বাইন ক্যাপিটাল-সহ বেসরকারি ইক্যুইটি ফার্মগুলির সঙ্গে আলাপ-আলোচনা করছে হলদিরামস।
advertisement
এই আলাপ-আলোচনা সফল হলে প্রতিযোগিতামূলক ভারতীয় কনজিউমার বাজারে পেপসি এবং মুকেশ আম্বানির রিলায়েন্স রিটেলের সঙ্গে সরাসরি ভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে এই সংস্থা। সংবাদমাধ্যম সূত্রে খবর, টাটা কনজিউমার প্রডাক্টস হল একটি সমষ্টির অন্যতম অঙ্গ। আর এর সঙ্গেই ব্রিটেনের চায়ের সংস্থা টেটলি এবং স্টারবাকস ইন ইন্ডিয়ার পার্টনারশিপ রয়েছে। বর্তমানে হলদিরামস-এর শেয়ার কেনার জন্য রীতিমতো দর কষাকষি করছে তারা।
advertisement
advertisement
সূত্র মারফত জানা গিয়েছে যে, ৫১ শতাংশেরও বেশি পরিমাণ শেয়ার অধিগ্রহণের বিষয়ে আগ্রহ প্রদর্শন করেছে টাটা। এমনকী, এই প্রসঙ্গে হলদিরামস-এর কাছে এও জানিয়েছে যে, মূল্যায়নের চাহিদা যথেষ্ট উপরের দিকেই রয়েছে। সেই সঙ্গে ওই সূত্র থেকে আরও জানা গিয়েছে যে, সম্ভাব্য এই অধিগ্রহণ টাটা-র জন্য দুর্দান্ত একটা সুযোগ। কারণ এত দিন টাটা (কনজিউমার)-কে চায়ের কোম্পানি হিসেবেই গণ্য করা হত। আর কনজিউমার ক্ষেত্রে হলদিরামস অত্যন্ত বড় একটি নাম। আর তাদের একটা বিশাল মার্কেট শেয়ারও রয়েছে।
advertisement
যদিও এটাই প্রথম নয় যে, এই পারিবারিক ব্যবসায় কোনও সংস্থা আগ্রহ দেখিয়েছে। এর আগেও বিভিন্ন সংস্থা হলদিরামস-এর বিষয়ে আগ্রহ দেখিয়েছিল। যেমন – ২০১৯ সালে হলদিরামস-এর শেয়ার কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছিল মার্কিন সংস্থা কেলগস। সিরিয়াল ক্যাটাগরির বাইরেও নিজেদের ব্যবসা সম্প্রসারণ করতে চেয়েছিল তারা। কথা হলেও বিষয়টা আর বাস্তবায়িত হয়নি। আর একটি রিপোর্টে এ-ও জানা গিয়েছিল যে, বেসরকারি ইক্যুইটি ফার্ম জেনারেল অ্যাটলান্টিক এই ফুড ব্র্যান্ডের ১০ শতাংশ শেয়ার কিনতে চায়।
advertisement
প্রসঙ্গত হলদিরামস-এর প্রথম দোকানটি প্রতিষ্ঠা করা হয়েছিল ১৯৩৭ সালে। ভুজিয়া স্ন্যাকসের জন্য প্রসিদ্ধ হয়ে ওঠে এই সংস্থা। সারা দেশে হলদিরামস-এর বিভিন্ন ছোট-বড় দোকানে এই ভুজিয়া পাওয়া যায় মাত্র ১০ টাকায়। এখানেই শেষ নয়, দেশের বাইরে সিঙ্গাপুর এবং আমেরিকার মতো জায়গাতেও হলদিরামস-এর স্ন্যাকস জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে এই সংস্থার প্রায় ১৫০ রেস্তোরাঁ রয়েছে। যেখানে স্থানীয় খাবারের পাশাপাশি মিষ্টি এবং পশ্চিমি খাবারও পাওয়া যায়।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 09, 2023 9:43 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Tata-Haldiram's: শেয়ার কিনতে চাইছে টাটা; ১০ বিলিয়ন ডলার দর হাঁকল জনপ্রিয় স্ন্যাকস প্রস্তুতকারী সংস্থা হলদিরামস