Suzuki Motor: গুজরাতে বৈদ্যুতিক গাড়ির কারখানা বানাবে সুজুকি, ১.৪ বিলিয়ন ডলারের বিনিয়োগ!

Last Updated:

Suzuki Motor: বৈদ্যুতিক গাড়ির কারখানা নির্মানে ৭৬ বিলিয়ন এবং ব্যাটারি প্ল্যান্টে ৩১ বিলিয়ন টাকা ঢালা হবে।

গুজরাতে বৈদ্যুতিক গাড়ির কারখানা বানাবে সুজুকি
গুজরাতে বৈদ্যুতিক গাড়ির কারখানা বানাবে সুজুকি
#আহমেদাবাদ: জাপান থেকে মোটা অঙ্কের লগ্নি এল ভারতে। বৈদ্যুতিক গাড়ি এবং তাতে ব্যবহৃত ব্যাটারি উৎপাদনের জন্য গুজরাতে দুটি কারখানা খুলতে চলেছে মারুতি সুজুকি (Suzuki Motor)। আগামী ৫ বছরে এই দুটি প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। ভারত সফরে এসে দু’দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠক করেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা (Fumio Kishida)। সেখানেই গুজরাত সরকার এবং মারুতি সুজুকির সঙ্গে এই নিয়ে চুক্তি সাক্ষরিত হয়।
সুজুকির তরফে জানানো হয়েছে, ২০২৬ সালের মধ্যে বৈদ্যুতিক গাড়ির কারখানা নির্মানে ৭৬ বিলিয়ন এবং ব্যাটারি প্ল্যান্টে ৩১ বিলিয়ন টাকা ঢালা হবে। ক্রমবর্ধমান অপরিশোধিত তেলের দাম এবং ক্রমবর্ধমান বায়ু দূষণ বিবেচনা করে, সুজুকি মোটরের এই কৌশল শুধুমাত্র পরিবেশগত দৃষ্টিকোণ থেকে নয়, ভারতীয় গাড়ির বাজারের জন্যও উপকারী প্রমাণিত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
advertisement
বৈদ্যুতিক গাড়ির দাম কমবে: কোম্পানির এই পদক্ষেপের ফলে দেশীয় বাজারে ইলেকট্রিক গাড়ির দাম কমবে বলে আশা করা হচ্ছে। মারুতি সুজুকি এখনও পর্যন্ত বৈদ্যুতিক গাড়ি তৈরি করেনি। গুজরাতের কারখানার মাধ্যমেই ইভি-র দুনিয়ায় পা রাখছে তারা। মারুতি সুজুকির মতো কোম্পানির প্রবেশের ফলে বৈদ্যুতিন গাড়ির দাম আরও সস্তা হবে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা। কারণ গুজরাতে কারখানা হওয়ায় গাড়ির মূলত ক্রেতা হবেন এদেশের মানুষ। দামের ব্যাপারে এই দেশের ক্রেতাদের ক্রয় ক্ষমতার কথা সুজুকি মাথায় রাখবে বলেই মনে করা হচ্ছে।
advertisement
সুজুকি একটি বিবৃতিতে বলেছে, ‘আমরা ভারতে (গুজরাতে) বিদ্যুৎচালিত গাড়ি ও ব্যাটারি উৎপাদনের লক্ষ্যে ১০৪.৪ বিলিয়ন রুপি বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছি। আত্মনির্ভর ভারতের অংশীদার হতে আমরা আগামীতেও লগ্নি অব্যাহত রাখব’। এই প্রসঙ্গে সুজুকির ডিরেক্টর এবং প্রেসিডেন্ট তোশিহিরো সুজুকির বক্তব্য, ‘ছোট গাড়িকে কার্বন নিউট্রাল বা কার্বন নিঃসরণহীন করাই আমাদের লক্ষ্য’।
advertisement
রিসাইক্লিং ইউনিটও স্থাপন করা হবে: সুজুকি মোটর কর্পোরেশনের আরেকটি কোম্পানি হল মারুতি সুজুকি টয়োটসু ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। ২০২৫ সালের মধ্যে যানবাহন পুনর্ব্যবহারযোগ্য ইউনিট নির্মাণে ৪৫ কোটি টাকা বিনিয়োগ করছে তারা। ২০১৯ সালের নভেম্বরের আগেই মারুতি সুজুকি এবং টয়োটা গ্রুপ যৌথ উদ্যোগ উত্তর প্রদেশের নয়ডায় এই কারখানা স্থাপনের ঘোষণা করে। সেখানে বাতিল হওয়া গাড়ির যন্ত্রাংশ পুনর্ব্যাবহারের কারখানা গড়া হবে। প্রসঙ্গত, দু’দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে বৈদ্যুতিক গাড়ি ও তার ব্যাটারি ছাড়াও চার্জিং স্টেশন, সৌরশক্তি, সাইবার নিরাপত্তা, নগরোন্নয়ন, প্রভৃতি ক্ষেত্রে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ভারত ও জাপান।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Suzuki Motor: গুজরাতে বৈদ্যুতিক গাড়ির কারখানা বানাবে সুজুকি, ১.৪ বিলিয়ন ডলারের বিনিয়োগ!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement