হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
সামান্য টাকায় 'এই' ব্যবসা শুরু ২ ভাইয়ের, এখন মাসে দেড় লাখ আয়! আপনিও করতে পারেন

Success Story: সামান্য টাকায় 'এই' ব্যবসা শুরু ২ ভাইয়ের, এখন মাসে দেড় লাখ আয়! আপনিও করতে পারেন

বিহারের দুই ভাইয়োর কীর্তি

বিহারের দুই ভাইয়োর কীর্তি

Success Story: ঋণ নিয়ে ব্যবসা শুরু করে তাঁদের বার্ষিক টার্নওভার এখন ৩০ লাখ টাকা।

  • Local18
  • Last Updated :
  • Share this:

বেগুসরাই: সরকার প্রতিনিয়ত বিহারে আরও বেশি সংখ্যক মানুষকে ব্যবসা করার অনুপ্রেরণা দিচ্ছে। রাজ্য সরকারের উদ্দ্যেশ্য মানুষকে স্ব-কর্মসংস্থানের জন্য উদ্বুদ্ধ করা, যাতে তাঁরা অন্যদের জন্য কর্মসংস্থান তৈরি করতে পারেন। এমন পরিস্থিতিতে বেগুসরাই জেলার দুই ভাই মিলে কপি তৈরির শিল্প শুরু করেছেন। পাশাপাশি আশপাশের ৫০ জন বেকারের কর্মসংস্থানের কাজ করেছেন তাঁরা। এই দুই ভাই মুখ্যমন্ত্রীর তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি উদ্যোক্তা প্রকল্পের মাধ্যমে সাহায্য পেয়েছেন।

ঋণ নিয়ে ব্যবসা শুরু করে তাঁদের বার্ষিক টার্নওভার এখন ৩০ লাখ টাকা। বেগুসরাই জেলার বালিয়া ব্লকের বিবেক কুমার বিপি হাইস্কুল বেগুসরাই থেকে স্নাতক পাস করার পর বেকার বসেছিলেন। একই সময়ে ছোট ভাই কৃষ্ণ কুমারও বিএসসি পড়ছিলেন। এর পর বহু সময় দুই ভাই চাকরির সন্ধানে ঘুরে বেড়ান। তখন দুই ভাইই নিজেদের মধ্যে ব্যবসা শুরু করবেন। এরপর বেগুসরাইয়ে শিল্প দফতরের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা।

আরও পড়ুন: ১১৪০০০০০! IIM ছাত্রের নতুন চাকরির বেতন, গুণতে গুণতে ক্লান্ত হয়ে যাবেন

মুখ্যমন্ত্রী তপশিলি জাতি ও তপশিলি উপজাতি উদ্যোক্তা প্রকল্পের মাধ্যমে শিল্প দফতর থেকে ১০ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন দুই ভাই। এরপর পটনায় প্রশিক্ষণ নিয়ে শুরু হয় কপি তৈরির কাজ। বর্তমানে বছরে ৩০ লাখ টাকার টার্নওভার রয়েছে। তাঁরা জানিয়েছেন, প্রতি মাসে দেড় লক্ষ টাকা পর্যন্ত আয় হয় তাঁদের।

আরও পড়ুন: অনলাইনে ট্রেনের টিকিট বুকিং করুন আরও সহজে, জানুন IRCTC-র নতুন নিয়ম

শিল্প পরিচালনাকারী কৃষ্ণ কুমার বলেন, তাঁর কারখানায় তৈরি কপি বিক্রি হচ্ছে বেগুসরাই ও খাগরিয়া জেলায়। এমন পরিস্থিতিতে তাঁরা বছরে ৩০ লাখ টাকা টার্নওভার করছেন। সেই সঙ্গে মাসে এক থেকে দেড় লাখ টাকা আয়ও হয়। অন্যদিকে, কপি তৈরির কাজের সঙ্গে যুক্ত রাকেশ কুমার সাহ জানান, প্রতিদিন তিনি ৫০০ থেকে ৬০০ টাকা আয় করেন। বর্তমানে এ নির্মাণ কাজে পাঁচজন শ্রমিক কাজ করছেন।

নীরজ কুমার

Published by:Raima Chakraborty
First published:

Tags: Bihar, Business