IIM Indore Placement: ১১৪০০০০০! IIM ছাত্রের নতুন চাকরির বেতন, গুণতে গুণতে ক্লান্ত হয়ে যাবেন
- Published by:Raima Chakraborty
- local18
Last Updated:
IIM Indore Placement: ইতিমধ্যেই ইন্দোর আইআইএম-এর কাছে অফার লেটার এসেছে ওই ছাত্রের জন্য।
ইন্দোর: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের সবচেয়ে প্রতিশ্রুতিশীল ছাত্রদের দারুণ সব চাকরির কথা এর আগেও শোনা গিয়েছে। সম্প্রতি আইআইএম ইন্দোরের এক ছাত্র ১.১৪ কোটি টাকার বার্ষিক প্যাকেজ-সহ একটি চাকরি পেয়েছেন। ইতিমধ্যেই ইন্দোর আইআইএম-এর কাছে অফার লেটার এসেছে ওই ছাত্রের জন্য। বিষয়টি জানাজানি হতেই ইন্দোরে শিরোনামে হয়েছে।
IIM ইন্দোরে এমবিএ কোর্সের সবচেয়ে প্রতিশ্রুতিশীল ছাত্রকে ১.১৪ কোটি টাকার বার্ষিক চাকরির এই অফারটি দেওয়া হয়েছে। ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর হিমাংশু রাই বলেন, 'চমৎকার স্থান অর্জনের জন্য অংশগ্রহণকারীদের অভিনন্দন জানাই এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।' তিনি আরও বলেন, 'আইআইএম ইন্দোরে আমরা সবসময়ই আমাদের শিল্প-সংযোগকে শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞ, শিক্ষার্থীদের বিশ্বমানের ব্যবস্থাপনায় শিক্ষা প্রদান করে। প্রতিকূল সময়ের মধ্যে আমাদের ছাত্রদের দ্বারা অর্জিত অসামান্য প্লেসমেন্টই এর প্রমাণ।'
advertisement
advertisement
আরও পড়ুন: দেশজুড়ে বাড়ছে করোনা, পর্যালোচনা বৈঠকে বড় সিদ্ধান্ত উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর! জানুন
জানা গিয়েছে, এই সেশনের শেষ প্লেসমেন্টের সময়, ১৬০ টিরও বেশি দেশি এবং বিদেশি কোম্পানি আইআইএম ইন্দোরের ৫৬৮ জন ছাত্রকে গড়ে ৩০.২১ লক্ষ টাকা বেতনের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে দুই বছরের পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম (পিজিপি) এবং পাঁচ বছরের ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট (আইপিএম)। প্রতি বছর IIM ইন্দোর থেকে বিপুল সংখ্যক প্রতিশ্রুতিশীল শিক্ষার্থী পাশ করেন। এই কারণে, কোম্পানিগুলি এখানে প্লেসমেন্টের জন্য আসে এবং প্রতিশ্রুতিশীল শিক্ষার্থীদের আরও ভাল কাজের অফার দেয়। এবারও তার অন্যথা হয়নি।
advertisement
অভিলাশ মিশ্র
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2023 1:09 PM IST