শীঘ্রই বাজারে আসতে পারে মারুতি সুজুকির প্রথম ইলেকট্রিক গাড়ি; শুরু হয়েছে জোর জল্পনা!

Last Updated:

এমনিতে বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছে যে, মারুতি সুজুকি ভারতের বাজারে যে ইলেকট্রিক গাড়িটি লঞ্চ করতে চলেছে, তা বেশ সাশ্রয়ী মূল্যেরই হবে।

#কলকাতা: পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে, ফলে মানুষ বর্তমানে ইলেকট্রিক গাড়ির দিকেই ঝুঁকছে। আর সেই কথা মাথায় রেখে বিভিন্ন গাড়ি প্রস্তুতকারী সংস্থাও বাজারে আনছে ইলেকট্রিক গাড়ি (Electric Vehicle)। শোনা যাচ্ছে, ভারতের সবথেকে বড় গাড়ি প্রস্তুতকারী সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki) গাড়ির বাজারে আনতে চলেছে তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি। সম্প্রতি তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে।
সংস্থার ৪১-তম বার্ষিক সাধারণ সভায় মারুতি সুজুকি ইন্ডিয়ার চেয়ারম্যান আরসী ভার্গব বলেছেন যে, আসন্ন ইলেকট্রিক গাড়িটি আপার সেগমেন্টে লঞ্চ করা হবে। এমনিতে বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছে যে, মারুতি সুজুকি ভারতের বাজারে যে ইলেকট্রিক গাড়িটি লঞ্চ করতে চলেছে, তা বেশ সাশ্রয়ী মূল্যেরই হবে। বাজারে জোর গুঞ্জন ছিল, এই গাড়ির দাম ৭.৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকার মধ্যে হতে পারে।
advertisement
advertisement
তবে আরসী ভার্গব মানিকন্ট্রোল-কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, মারুতি সুজুকি সংস্থার ইলেকট্রিক গাড়িটির দাম ১০ লক্ষ টাকার বেশিই হবে। গুজরাতের সুজুকি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে সেই গাড়ি উৎপাদন করা হবে। আর আশা করা হচ্ছে যে, ২০২৪-২৫ সালের মধ্যেই ভারতের বাজারে লঞ্চ করা হবে এই গাড়িটি।
advertisement
২ বছরে লঞ্চ হতে চলেছে ইলেকট্রিক গাড়ি:
মারুতি সুজুকি ইলেকট্রিক গাড়িটির দামের বিষয়ে নির্দিষ্ট করে কিছু না-জানালেও, আরসী ভার্গবের কথাতেই স্পষ্ট যে, ভারতে এই গাড়ির দাম ১০ লক্ষ টাকার নিচে কখনওই হবে না। সব থেকে বড় কথা হল, তাঁর সাক্ষাৎকার এমন একটা সময় সামনে এল, যে সময়টায় টাটা মোটরস এবং মাহিন্দ্রার মতো গাড়ি নির্মাতা সংস্থা নিজেদের বিভিন্ন ধরনের গাড়ি বাজারে লঞ্চ করে চলেছে। এ-ছাড়াও এমজি অটো, হুন্ডাই ইন্ডিয়া এবং কিয়া ইন্ডিয়ার মতো অন্যান্য কোম্পানিও ভারতের বাজারে তাদের ইলেকট্রিক গাড়ি লঞ্চ করার পরিকল্পনা করে চলেছে। রিপোর্ট অনুযায়ী, আগামী ২ বছরের মধ্যে ভারতে প্রায় ২৫টি ইলেকট্রিক গাড়ি লঞ্চ করা হতে পারে।
advertisement
ভারতেই তৈরি হবে ইলেকট্রিক গাড়ির ব্যাটারিও:
শেয়ার হোল্ডারদের করা প্রশ্নের উত্তরে ভার্গব বলেন, ভারতের বাজারে ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তা এবং গ্রাহকদের স্বীকৃতি আশা করছি আমরা। আর এর জন্য অত্যন্ত যত্ন সহকারে এই গাড়ি ডিজাইন এবং তৈরি করা হচ্ছে। এর পাশাপাশি, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির উপরেও কাজ করা হচ্ছে। আর ব্যাটারির মাধ্যমেই গাড়ির স্বদেশীকরণের উপরও আরও জোর দেওয়া হবে। এর জন্য সুজুকি মোটর ইতিমধ্যেই গুজরাতে ব্যাটারির একটি প্ল্যান্ট স্থাপন করেছে। মারুতি সুজুকির মূল সংস্থা সুজুকি মোটর কর্পোরেশন বা এসএমসি (SMC) ইলেকট্রিক গাড়ির জন্য ই-অ্যাডভান্স কেমিস্ট্রি সেল ব্যাটারি নির্মাণ করার জন্য গুজরাতে একটি প্ল্যান্ট খুলতে চলেছে আগামী দিনে। এমনকী এর জন্য তারা ইতিমধ্যেই ৭,৩০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। গত ২৮ অগাস্ট এই প্ল্যান্টের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
শীঘ্রই বাজারে আসতে পারে মারুতি সুজুকির প্রথম ইলেকট্রিক গাড়ি; শুরু হয়েছে জোর জল্পনা!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement