#নয়াদিল্লি: সরকারি এবং কর্পোরেট ক্ষেত্রের ন্যাশনাল পেনশন সিস্টেমের (National Pension System) অ্যাকাউন্ট ধারকদের জন্য ই-নমিনেশন (E-nomination) প্রক্রিয়ায় বড়সড় বদল আনা হচ্ছে। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA)-র তরফেই প্রক্রিয়ায় এই পরিবর্তন আনার কথা ঘোষণা করা হয়েছে। তবে রিপোর্ট বলছে, এতে এনপিএস অ্যাকাউন্ট হোল্ডারদের যারপরনাই সুবিধাই হবে।
পিএফআরডিএ (PFRDA) জানিয়ে দিয়েছে যে, বিদ্যমান এনপিএস (NPS) অ্যাকাউন্ট ধারকরা এখন ই-নমিনেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে নিজেদের আইডি, পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে PRAN-এ গিয়ে জরুরি পরিবর্তন করতে পারবেন। এ-ছাড়াও গ্রাহক নিজেই সশরীরে উপস্থিত থেকে নমিনেশন পরিবর্তন করার আবেদন দাখিল করতে পারেন। কিন্তু এ-ক্ষেত্রে মাথায় রাখা জরুরি যে, এই আবেদন শুধুমাত্র সংশ্লিষ্ট নোডাল আধিকারিক অথবা পয়েন্ট অফ প্রেজেন্স (POPs)-এ দাখিল করা যাবে।
পিএফআরডিএ-র জারি করা ২৫ অগাস্টের বিজ্ঞপ্তি অনুযায়ী, যদি নোডাল অফিসার নমিনেশন আবেদন করার পর ৩০ দিনের মধ্যে কাজ না-করেন, তা-হলে সেটাকে সিআরএ সিস্টেমের জন্য অনুমোদন করে দেওয়া হবে। চলতি বছরের ১ অক্টোবর থেকে ই-নমিনেশন (e-nomination)-এর সংশোধিত প্রক্রিয়াটি চালু হয়ে যাবে।
আরও পড়ুন: ফের বাজার কাঁপানো খবর! কলকাতায় সোনার দাম ১২ হাজার সস্তা
প্রচুর সংখ্যক ই-নমিনেশন রিকোয়েস্ট পেন্ডিং হয়ে পড়ে রয়েছে
পিএফআরডিএ (PFRDA) জানিয়েছে যে, এনপিএস সাবস্ক্রাইবারদের জন্য ই-নমিনেশন পরিষেবা ২০২২ সালের ৩ সেপ্টেম্বর জারি করা নোটিফিকেশনের পরেই উপলব্ধ হবে। সরকারি অথবা কর্পোরেট ক্ষেত্রের অ্যাকাউন্ট ধারকদের PRAN-এ নমিনেশন পরিবর্তন করার জন্য নোডাল আধিকারিক অথবা কর্পোরেটের থেকে অনুমোদন পেতে হবে। এর ফলে দেখা যাচ্ছে যে, বিপুল সংখ্যক ই-নমিনেশন রিকোয়েস্ট পেন্ডিং হয়ে পড়ে রয়েছে। এই সকল আবেদন নোডাল অফিসার এবং কর্পোরেটের অনুমোদন পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে।
৩০ দিনের সময়সীমা
PFRDA স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, গ্রাহকদের সুবিধার জন্য তাঁদের নমিনেশন প্রক্রিয়ায় নিয়মের বড় পরিবর্তন করা হচ্ছে। এর মাধ্যমে গ্রাহক যদি এক বার নমিনেশন রিকোয়েস্ট শুরু করে দেয়, তা-হলে নোডাল অফিসকে তার ৩০ দিনের মধ্যেই সেই আবেদন স্বীকার কিংবা প্রত্যাখ্যান করে দিতে হবে। যদি এই মেয়াদের মধ্যে নোডাল অফিস সেই আবেদন যাচাই না-করে, তা-হলে সিআরএ সিস্টেমে সেই আবেদন মঞ্জুর করে দেওয়া হবে। নতুন নিয়ম বর্তমানে বিদ্যমান অ্যাকাউন্ট ধারকদের জন্যও কাজ করবে, অর্থাৎ যাঁদের আবেদন এখনও অফিসে পেন্ডিং পড়ে রয়েছে।
আরও পড়ুন: প্রতি তিন বছরে দ্বিগুণ হয় বিনিয়োগকারীদের টাকা! আশ্চর্যজনক এই মিউচুয়াল ফান্ড
নমিনি
PFRDA এর গাইডলাইন অনুযায়ী, এনপিএস অ্যাকাউন্ট খোলার সময় নমিনি সম্পর্কে জানতে চাওয়া হবে। যা অতি অবশ্যই পূরণ করতে হবে। এনপিএস-এর টিয়ার ১ এবং টিয়ার ২ খাতা খোলার জন্য অধিকতম ৩ জন নমিনি দেওয়া যেতে পারে। অ্যাকাউন্ট ধারকের মৃত্যুর পরে নমিনিদের সেই টাকা ফিরিয়ে দেওয়া হবে। অ্যাকাউন্ট ধারকদের এটাও নির্বাচন করতে হবে যে, ৩ জন নমিনির মধ্যে কে কত শতাংশ টাকা পাবেন। যা ১০০ শতাংশের মধ্যে থাকতে হবে।
নমিনেশনের জন্য প্রয়োজনীয় শুল্ক
PFRDA জানিয়েছে যে, কেউ যদি এনপিএস-এ অ্যাকাউন্ট খোলেন এবং PRAN-এ রেজিস্ট্রেশন করার সময় নমিনেশন করে থাকেন, তা-হলে কোনও ফি দিতে হয় না। কিন্তু সেই সময় নমিনেশন না-করে পরে নমিনেশনের জন্য রিকোয়েস্ট পাঠালে সার্ভিস চার্জ বা পরিষেবা চার্জ দিতে হয়। এর জন্য ২০ টাকা পরিষেবা কর হিসেবে দিতে হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।