#নয়াদিল্লি: চাকুরিজীবীদের জন্য সংস্থার তরফে স্যালারি অ্যাকাউন্ট (Salary Account) খুলে দেওয়া হয় ৷ রেগুলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অনেকটাই আলাদা হয় স্যালারি অ্যাকাউন্ট ৷ এই অ্যাকাউন্ট থাকলে একাধিক বিশেষ পরিষেবা দেওয়া হয় অ্যাকাউন্ট হোল্ডারদের ৷ কিন্তু বেশির ভাগ গ্রাহকরাই এই সুবিধার বিষয়ে জানেন না ৷ এসবিআই স্যালারি অ্যাকাউন্টে কর্পোরেট, হাসপাতাল, হোটেলের কর্মচারীদের একাধিক সুবিধা দেওয়া হয়ে থাকে ৷
স্যালারি অ্যাকাউন্ট (Salary Account) খুলে যাওয়ার পর আপনাকে একটি অ্যাকাউন্ট নম্বর দেওয়া হবে ৷ কর্পোরেট ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে স্যালারি অ্যাকাউন্টে বেতন ক্রেডিট করা হবে সংস্থার তরফে ৷ কর্মচারীরা দেশের যে কোনও ব্রাঞ্চে স্যালারি অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷
স্টেট ব্যাঙ্কের স্যালারি অ্যাকাউন্টের সুবিধা
১. জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ২. ফ্রি আনলিমিটেড ট্রানজাকশন যে কোনও ব্যাঙ্কের এটিএমের থেকে করতে পারবেন ৩. ফ্রি এটিএম কাম ডেবিট কার্ড ৪. জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডারের জন্য এটিএম কার্ড ৫. ফ্রি মাল্টিসিটি চেক ৬. লকারে চার্জে ২৫ শতাংশের ছাড় ৭. ফ্রি ড্রাফ্ট, এসএমএস অ্যালার্ট, অনলাইন NEFT/RTGS ৮. ২ মাসের স্যালারির উপরে ওভারড্রাফ্টের সুবিধা
দেখে নিন আর কী কী বিশেষ পরিষেবা মিলবে (Salary Account)
১. ব্যাঙ্কের তরফে ডেডিকেটেড ওয়েলথ ম্যানেজার দেওয়া হয়ে থাকে যদি আপনার কাছে প্রচুর টাকা থাকে ৷ ওয়েলথ স্যালারি অ্যাকাউন্ট খুলে এই সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ ব্যাঙ্ক সংক্রান্ত সমস্ত কাজ এই ম্যানেজার দেখে দেবেন ৷
২. ক্রেডিট কার্ড, ফ্রি ইন্টারনেট ট্রানজাকশন, ওভারড্রাফ্ট, সস্তায় লোন, চেক, পে অর্ডার, ডিমান্ড ড্রাফ্টের সুবিধা দেওয়া হয়ে থাকে ৷
৩. এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে সহজেই স্যালারি অ্যাকাউন্ট ট্রান্সফার করা যাবে ৷ এর জন্য বেশ কিছু শর্ত রয়েছে ৷
৪. সেফ ডিপোজিট লকার, সোয়াইপ ইন, সুপার সেভার ফেসিলিটি, ফ্রি পাসবুক ও ফ্রি ইমেল স্টেটমেন্টের মতো সুবিধা দিয়ে থাকে ব্যাঙ্ক ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Salary Account