আপনিও কী Fixed Deposit করতে চাইছেন? তাহলে জেনে নিন কোথায় মিলছে সবচেয়ে বেশি সুদ
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Fixed Deposits: দেখে নিন একনজরে বর্তমানে কোন বেসরকারি ব্যাঙ্ক কত শতাংশ সুদ দেওয়া দিচ্ছে এফডি-তে ৷
#নয়াদিল্লি: সেভিংসের পাশাপাশি ইনভেস্টমেন্টের জন্য ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) অত্যন্ত জনপ্রিয় ৷ এখানে ইনভেস্ট করা সবচেয়ে সুরক্ষিত বলে মনে করা হয় ৷ স্বাভাবিক ভাবেই যাঁরা বেশি রিস্ক নিতে অনিচ্ছুক তাঁদের জন্য এফডি সবচেয়ে ভাল অপশন ৷ তবে বিভিন্ন ব্যাঙ্কে এফডি-তে আলাদা আলাদা সুদ দেওয়া হয়ে থাকে ৷ তাই ইনভেস্ট করার আগে অবশ্যই জেনে রাখা উচিৎ কোথায় সবচেয়ে বেশি সুদ পাওয়া যাবে ৷ সরকারি ব্যাঙ্কের পাশাপাশি বেসরকারি ব্যাঙ্কগুলিতেও এফডি-র উপরে ভাল সুদ দেওয়া হয়ে থাকে ৷ দেখে নিন একনজরে বর্তমানে কোন বেসরকারি ব্যাঙ্ক কত শতাংশ সুদ দেওয়া দিচ্ছে এফডি-তে ৷
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে গত এক বছরে রেপো রেটে কোনও পরিবর্তন করা হয়নি ৷ বর্তমানে রেপো রেট প্রায় ৪ শতাংশের কাছাকাছি রয়েছে ৷ এর মূল কারণ হচ্ছে ব্যাঙ্কগুলি এফডির (Fixed Deposit) দাম কম করে দিয়েছে ৷ এফডি-তে যে সুদ পাওয়া যায় তার উপরে কর দিতে হয় ৷
advertisement
advertisement
দেখে নিন বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার
এফডি-তে ইনভেস্ট (Fixed Deposit) করার পরিকল্পনা থাকলে এই ১০টি বেসরকারি ব্যাঙ্কের বিষয়ে জেনে রাখুন যাঁরা বর্তমানে বেশি সুদ দিচ্ছে ৷ এই সুদ ১ কোটি টাকার কম এফডি এবং ৫ বছরের জন্য এফডি-র ক্ষেত্রে প্রযোজ্য ৷ প্রবীণ নাগরিকদের ৫০ বেসিস পয়েন্ট সুদ দেওয়া হয় ৷
advertisement
কোন ব্যাঙ্ক কত শতাংশ সুদ দিচ্ছে
1 ডিবিএস ব্যাঙ্ক – 5.70-6.50 শতাংশ
2 ইন্ডসঅ্যান্ড ব্যাঙ্ক – 5.50-6.50 শতাংশ
3 আরবিএল ব্যাঙ্ক– 5.40-6.50 শতাংশ
4 ইয়েস ব্যাঙ্ক – 5.25-6.50 শতাংশ
5 TNSC ব্যাঙ্ক – 5.75-6.00 শতাংশ
6 IDFS ফার্স্ট ব্যাঙ্ক – 5.25-6.00 শতাংশ
7 Karur Vysya Bank – 4.25-6.00 শতাংশ
8 অ্যাক্সিস ব্যাঙ্ক – 4.40-5.75 শতাংশ
advertisement
9 সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক – 4.50-5.65 শতাংশ
FD করার আগে যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে
১. কত দিনের এফডি
২. সুদের হার
৩. ট্যাক্স
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 28, 2021 4:38 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আপনিও কী Fixed Deposit করতে চাইছেন? তাহলে জেনে নিন কোথায় মিলছে সবচেয়ে বেশি সুদ