Post office scheme: এই স্কিমে মাত্র ১০ হাজার টাকা করে ইনভেস্ট করলে ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ১৬ লক্ষ টাকা

Last Updated:

দেখে নিন এই আরডি স্কিমে কত টাকা সুদ মিলবে ?

#নয়াদিল্লি: কোনওরকমে রিস্ক ছাড়া ইনভেস্টমেন্টের কথা ভাবছেন ? তাহলে আপনার জন্য পোস্ট অফিসের এই স্কিমের থেকে আর ভাল কোনও বিকল্প হয় না ৷ এখানে আপনার টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি পেয়ে যাবেন গ্যারেন্টিড রিটার্ন ৷ পোস্ট অফিসের একাধিক স্মল সেভিংস স্কিম রয়েছে যেখানে অল্প টাকা ইনভেস্ট করে মোটা টাকা রিটার্ন পাওয়া যায় ৷ এরকমই একটি স্কিম হচ্ছে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট (Post office scheme) ৷
কী এই RD স্কিম ?
এই স্কিমে খুবই সামান্য টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন ৷ এখানে আপনার টাকা পুরোপুরি সুরক্ষিত থাকবে ৷ প্রতি মাসে মাত্র ১০০ টাকা করে এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন ৷ অধিকতম টাকা ইনভেস্ট করার কোনও লিমিট নেই ৷
advertisement
দেখে নিন কত টাকা সুদ মিলবে ?
পোস্ট অফিসে (Post office scheme) আরডি অ্যাকাউন্ট ৫ বছরের জন্য খুলতে হয় ৷ এর চেয়ে কম সময়ের জন্য রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট পোস্ট অফিসে খোলা যাবে না ৷ বর্তমানে আরডি স্কিমে ৫.৮ শতাংশ সুদ দেওয়া হচ্ছে ৷ প্রত্যেক ত্রৈমাসিকে কেন্দ্র সরকারের তরফে স্মল সেভিংস স্কিমে সুদের হার বদলানো হয় ৷
advertisement
১০ হাজার টাকা ইনভেস্ট করে পেয়ে যাবেন ১৬ লক্ষ টাকা
১০ বছরের জন্য প্রতি মাসে আরডি স্কিমে ১০ হাজার টাকা করে ইনভেস্ট করলে ম্যাচিউরিটিতে ১৬,২৬,৪৭৬ টাকা হয়ে যাবে ৷
সময়ে আরডি অ্যাকাউন্টে (Post office scheme) টাকা জমা না করলে পেনাল্টি দিতে হবে ৷ টাকা জমা দিকে দেরি করলে প্রতি মাসে ১ শতাংশ করে জরিমানা দিতে হবে ৷ লাগাতার ৪টি কিস্তির টাকা না দিলে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে ৷ অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলেও আগামী দু’মাসের মধ্যে সেটি ফের অ্যাক্টিভ করা যাবে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Post office scheme: এই স্কিমে মাত্র ১০ হাজার টাকা করে ইনভেস্ট করলে ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ১৬ লক্ষ টাকা
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement