#নয়াদিল্লি: কোনওরকমে রিস্ক ছাড়া ইনভেস্টমেন্টের কথা ভাবছেন ? তাহলে আপনার জন্য পোস্ট অফিসের এই স্কিমের থেকে আর ভাল কোনও বিকল্প হয় না ৷ এখানে আপনার টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি পেয়ে যাবেন গ্যারেন্টিড রিটার্ন ৷ পোস্ট অফিসের একাধিক স্মল সেভিংস স্কিম রয়েছে যেখানে অল্প টাকা ইনভেস্ট করে মোটা টাকা রিটার্ন পাওয়া যায় ৷ এরকমই একটি স্কিম হচ্ছে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট (Post office scheme) ৷
কী এই RD স্কিম ?
এই স্কিমে খুবই সামান্য টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন ৷ এখানে আপনার টাকা পুরোপুরি সুরক্ষিত থাকবে ৷ প্রতি মাসে মাত্র ১০০ টাকা করে এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন ৷ অধিকতম টাকা ইনভেস্ট করার কোনও লিমিট নেই ৷
দেখে নিন কত টাকা সুদ মিলবে ?
পোস্ট অফিসে (Post office scheme) আরডি অ্যাকাউন্ট ৫ বছরের জন্য খুলতে হয় ৷ এর চেয়ে কম সময়ের জন্য রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট পোস্ট অফিসে খোলা যাবে না ৷ বর্তমানে আরডি স্কিমে ৫.৮ শতাংশ সুদ দেওয়া হচ্ছে ৷ প্রত্যেক ত্রৈমাসিকে কেন্দ্র সরকারের তরফে স্মল সেভিংস স্কিমে সুদের হার বদলানো হয় ৷
১০ হাজার টাকা ইনভেস্ট করে পেয়ে যাবেন ১৬ লক্ষ টাকা
১০ বছরের জন্য প্রতি মাসে আরডি স্কিমে ১০ হাজার টাকা করে ইনভেস্ট করলে ম্যাচিউরিটিতে ১৬,২৬,৪৭৬ টাকা হয়ে যাবে ৷
সময়ে আরডি অ্যাকাউন্টে (Post office scheme) টাকা জমা না করলে পেনাল্টি দিতে হবে ৷ টাকা জমা দিকে দেরি করলে প্রতি মাসে ১ শতাংশ করে জরিমানা দিতে হবে ৷ লাগাতার ৪টি কিস্তির টাকা না দিলে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে ৷ অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলেও আগামী দু’মাসের মধ্যে সেটি ফের অ্যাক্টিভ করা যাবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Post Office Schemes