আপনারও কী এলাহাবাদ ব্যাঙ্কে অ্যাকাউন্টে রয়েছে ? ১ অক্টোবরের আগে এই কাজ না করলে করতে পারবেন না লেনদেন
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
ব্যাঙ্ক গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে নিকটবর্তী শাখায় গিয়ে নয়া চেকবুকের আবেদন করার জন্য ৷
#নয়াদিল্লি: আপনার অ্যাকাউন্ট কী এলাহাবাদ ব্যাঙ্কে রয়েছে ? তাহলে শীঘ্রই পুরনো চেক বুক বদলে ফেলুন ৷ ১ অক্টোবর থেকে পুরনো চেক বুক বাতিল হয়ে যেতে চলেছে ৷ ব্যাঙ্ক মার্জারের জেরে অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি ও এমআইসিআর কোড বদলানোর জেরে ১ অক্টোবর ২০২১ থেকে ব্যাঙ্কিং সিস্টেম পুরনো চেক রিজেক্ট করে দেবে ৷ অর্থাৎ বাতিল হয়ে যেতে চলেছে পুরনো চেকবুক ৷ ব্যাঙ্ক গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে নিকটবর্তী শাখায় গিয়ে নয়া চেকবুকের আবেদন করার জন্য ৷
ব্যাঙ্কের ট্যুইট
ব্যাঙ্কের তরফে ট্যুইটে জানানো হয়েছে,‘জরুরি খবর! এলাহাবাদ ব্যাঙ্কের গ্রাহকদের পুরনো চেক আর ১ অক্টোবর ২০২১ থেকে বৈধ মানা হবে না ৷ গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে যাতে তাঁরা নিকটবর্তী শাখায় গিয়ে ইন্ডিয়ান ব্যাঙ্কের নতুন চেকবুকের জন্য আবেদন করে ৷’
advertisement
ইনভ্যালিড হয়ে যেতে চলেছে এই সব ব্যাঙ্কের চেকবুক
১ অক্টোবর থেকে এলাহাবাদ ব্যাঙ্ক (Allahabad Bank), ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কর্মাস (OBC) ও ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (United Bank of India) চেকবুক ও MICR কোড ইনভ্যালিড হয়ে যেতে চলেছে ৷
advertisement
দেখে নিন কোন কোন ব্যাঙ্কের সংযুক্তিকরণ হয়েছে
এলাহাবাদ ব্যাঙ্কের মার্জার ইন্ডিয়ান ব্যাঙ্কের (Indian Bank)সঙ্গে হয়ে গিয়েছে ৷ অন্যদিকে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্ক ইন্ডিয়ার মার্জার হয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে ৷
এই তিনটি ব্যাঙ্কের MICR কোড ও চেকবুক কেবল ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত বৈধ থাকবে ৷ ১ অক্টোবর থেকে ইনভ্যালিড হয়ে যেতে চলেছে পুরনো MICR কোড এবং চেকবুক ৷ ব্যাঙ্কিং পরিষেবা যাতে ব্যাহত না হয় তার জন্য গ্রাহকদের ১ অক্টোবরের আগে নতুন চেক বুক নিতে হবে ৷
advertisement
ব্যাঙ্কের নিকটবর্তী ব্রাঞ্চের পাশাপাশি ইন্টারনেট বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও নতুন চেকবুকের জন্য আবেদন জানাতে পারবেন গ্রাহকরা ৷ পিএনবি-র গ্রাহকরা এটিএম, ইন্টারনেট ব্যাঙ্কিং বা পিএনবি ওয়ান থেকে নতুন চেকবুকের জন্য আবেদন করতে পারবেন ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 26, 2021 9:01 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আপনারও কী এলাহাবাদ ব্যাঙ্কে অ্যাকাউন্টে রয়েছে ? ১ অক্টোবরের আগে এই কাজ না করলে করতে পারবেন না লেনদেন