Gold Price Today: ফের ঊর্ধ্বমুখী সোনা, দেখে নিন আপনার শহরে ১০ গ্রামের দাম
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দেখে নিন এদিন ১০ গ্রাম সোনার দাম কত হল-
সপ্তাহের প্রথম দিন দিল্লির সরাফা বাজারে দাম বেড়েছে সোনার ৷ ২৭ সেপ্টেম্বর ২০২১ সোনার দাম বাড়লেও রেকর্ড দাম থেকে এখনও প্রায় ১১০০০ টাকা সস্তায় মিলছে সোনালী ধাতু ৷ সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও ৷ শুক্রবার সরাফা বাজারে সোনার দাম ৪৫,০৭৫ টাকায় বন্ধ হয়েছিল ৷ রুপোর দাম বন্ধ হয়েছিল ৫৮,৭৫৫ টাকায় ৷ আন্তর্জাতিক বাজারে এদিন সোনার দাম বেড়েছে ৷ তবে রুপোর দামে সেরকম বিশেষ বদল দেখা যায়নি ৷
advertisement
advertisement
advertisement