Gold Price Today: ফের ঊর্ধ্বমুখী সোনা, দেখে নিন আপনার শহরে ১০ গ্রামের দাম

Last Updated:
দেখে নিন এদিন ১০ গ্রাম সোনার দাম কত হল-
1/4
সপ্তাহের প্রথম দিন দিল্লির সরাফা বাজারে দাম বেড়েছে সোনার ৷ ২৭ সেপ্টেম্বর ২০২১ সোনার দাম বাড়লেও রেকর্ড দাম থেকে এখনও প্রায় ১১০০০ টাকা সস্তায় মিলছে সোনালী ধাতু ৷ সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও ৷ শুক্রবার সরাফা বাজারে সোনার দাম ৪৫,০৭৫ টাকায় বন্ধ হয়েছিল ৷ রুপোর দাম বন্ধ হয়েছিল ৫৮,৭৫৫ টাকায় ৷ আন্তর্জাতিক বাজারে এদিন সোনার দাম বেড়েছে ৷ তবে রুপোর দামে সেরকম বিশেষ বদল দেখা যায়নি ৷
সপ্তাহের প্রথম দিন দিল্লির সরাফা বাজারে দাম বেড়েছে সোনার ৷ ২৭ সেপ্টেম্বর ২০২১ সোনার দাম বাড়লেও রেকর্ড দাম থেকে এখনও প্রায় ১১০০০ টাকা সস্তায় মিলছে সোনালী ধাতু ৷ সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও ৷ শুক্রবার সরাফা বাজারে সোনার দাম ৪৫,০৭৫ টাকায় বন্ধ হয়েছিল ৷ রুপোর দাম বন্ধ হয়েছিল ৫৮,৭৫৫ টাকায় ৷ আন্তর্জাতিক বাজারে এদিন সোনার দাম বেড়েছে ৷ তবে রুপোর দামে সেরকম বিশেষ বদল দেখা যায়নি ৷
advertisement
2/4
 সোনার নতুন দাম- দিল্লির সরাফা বাজারে সোমবার সোনার দাম কেবল ৩৫ টাকা প্রতি ১০ গ্রামে বেড়েছে ৷ দিল্লিতে ৯৯.৯ গ্রাম শুদ্ধতার সোনার দাম এদিন প্রতি ১০ গ্রামে ৪৫,১১০ টাকায় বন্ধ হয়েছে ৷ বর্তমানে সোনা কিনলে বা সোনায় ইনভেস্ট করলে চলতি বছরের শেষে মোটা টাকা লাভ করতে পারবেন বিনিয়োগকারীরা ৷
সোনার নতুন দাম- দিল্লির সরাফা বাজারে সোমবার সোনার দাম কেবল ৩৫ টাকা প্রতি ১০ গ্রামে বেড়েছে ৷ দিল্লিতে ৯৯.৯ গ্রাম শুদ্ধতার সোনার দাম এদিন প্রতি ১০ গ্রামে ৪৫,১১০ টাকায় বন্ধ হয়েছে ৷ বর্তমানে সোনা কিনলে বা সোনায় ইনভেস্ট করলে চলতি বছরের শেষে মোটা টাকা লাভ করতে পারবেন বিনিয়োগকারীরা ৷
advertisement
3/4
বর্তমানে সোনা রেকর্ড দাম থেকে প্রায় ১১,০৯০ টাকা সস্তা রয়েছে ৷ অগাস্ট ২০২০-তে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫৬,২০০ টাকা হয়ে গিয়েছিল যা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড ৷ এদিন আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১৭৫৫ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে ৷
বর্তমানে সোনা রেকর্ড দাম থেকে প্রায় ১১,০৯০ টাকা সস্তা রয়েছে ৷ অগাস্ট ২০২০-তে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫৬,২০০ টাকা হয়ে গিয়েছিল যা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড ৷ এদিন আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১৭৫৫ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে ৷
advertisement
4/4
রুপোর নতুন দাম-  সোনার পাশাপাশি এদিন দাম বেড়েছে রুপোরও ৷ সোমবার দিল্লিতে রুপোর দাম ৩৮৩ টাকা বেড়ে প্রতি কিলোগ্রামে ৫৯,১৩৮ টাকা হয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে রুপোর দামে বিশেষ কোনও বদল দেখা যায়নি ৷ এদিন রুপোর দাম ছিল ২২.৬০ ডলার প্রতি আউন্স ৷
রুপোর নতুন দাম- সোনার পাশাপাশি এদিন দাম বেড়েছে রুপোরও ৷ সোমবার দিল্লিতে রুপোর দাম ৩৮৩ টাকা বেড়ে প্রতি কিলোগ্রামে ৫৯,১৩৮ টাকা হয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে রুপোর দামে বিশেষ কোনও বদল দেখা যায়নি ৷ এদিন রুপোর দাম ছিল ২২.৬০ ডলার প্রতি আউন্স ৷
advertisement
advertisement
advertisement