#নয়াদিল্লি: পুরনো, কাঁটা-ছেঁড়া নোট কম বেশি সকলের কাছেই থাকে ৷ বাজারে বা দোকানে কেউই সেই নোট নিতে রাজি হয় না ৷ ফলে স্বাভাবিক ভাবেই টাকাটা নষ্ট বলেই মনে হয় ৷ আপনার কাছেও এরকম নোট থাকলে টেনশন নেওয়ার দরকার নেই ৷ ব্যাঙ্কে গিয়ে সহজেই নোট (How To Change Mutilated Notes) বদলে নিতে পারবেন পুরনো বা কাঁটা ছেঁড়া নোট ৷
আপনার কাছে ছেঁড়া নোটের যতটা অংশ থাকবে সেই হিসেবে টাকা দেবে ৷ দেখে নিন ব্যাঙ্কে গিয়ে কীভাবে নোট বদলাবেন - RBI-এর নিয়ম অনুযায়ী, প্রত্যেক ব্যাঙ্ককে পুরনো, কাঁটা ও ছেঁড়া নোট বদলাতে হবে যদি না সেগুলি নকল বা জাল হয় ৷ আপনি নিকটবর্তী ব্যাঙ্কের শাখায় গিয়ে সহজেই নোট বদলে (How To Change Mutilated Notes) নিতে পারবেন ৷ এর জন্য কোনও চার্জ নেওয়া হয় না ৷ পাশাপাশি এর জন্য সেই ব্যাঙ্কের গ্রাহক হতে হবে এমনটা বাধ্যতামূলক নয় ৷ আপনার নিকটবর্তী যে কোনও ব্যাঙ্কের শাখায় গিয়ে নোট বদলাতে পারবেন ৷
ব্যাঙ্কের তরফে চেক করা হবে নোটের কন্ডিশন পুরনো নোট বদলানোর (How To Change Mutilated Notes) বিষয়টি পুরোপুরি নির্ভর করে ব্যাঙ্কের উপরে ৷ ব্যাঙ্ক চাইলে পুরনো নোট বদলে দেবে না হলে না ৷ এর জন্য গ্রাহকরা ব্যাঙ্কের উপর জোর করতে পারবেন না ৷ নোট জাল না হলে এবং মোটামুটি ঠিকঠাক থাকলে সাধারনত ব্যাঙ্ক নোট বদলে দিয়ে থাকে ৷
তবে বেশ কিছু ক্ষেত্রে নোট বদলানো হয় না ৷ রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, অনেকটা পুরে যাওয়া নোট, টুকরো টুকরো হয়ে কাটা নোট বদলানো যায় না ৷ এই ধরনের নোট আরবিআই-এর ইস্যু অফিসে জমা করা যেতে পারে ৷
আরবিআই -এর নিয়ম অনুযায়ী, ১ থেকে ২০ টাকার নোটে অর্ধেক টাকা দেওয়ার ব্যবস্থা নেই ৷ এই ক্ষেত্রে পুরো টাকা দেওয়া হয় ৷ ৫০ থেকে ২০০০ টাকার নোটে অর্ধেক টাকা দেওয়ার প্রভিশন রয়েছে ৷ নোটের অবস্থার উপর নির্ভর করে টাকা দেওয়া হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Currency