How To Change Mutilated Notes: কাঁটা-ছেঁড়া নোট থাকলে কী করতে হবে ? দেখে নিন এখানে

Last Updated:

How To Change Mutilated Notes: তবে বেশ কিছু ক্ষেত্রে নোট বদলানো হয় না ৷ রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, অনেকটা পুরে যাওয়া নোট, টুকরো টুকরো হয়ে কাটা নোট বদলানো যায় না ৷

#নয়াদিল্লি: পুরনো, কাঁটা-ছেঁড়া নোট কম বেশি সকলের কাছেই থাকে ৷ বাজারে বা দোকানে কেউই সেই নোট নিতে রাজি হয় না ৷ ফলে স্বাভাবিক ভাবেই টাকাটা নষ্ট বলেই মনে হয় ৷ আপনার কাছেও এরকম নোট থাকলে টেনশন নেওয়ার দরকার নেই ৷ ব্যাঙ্কে গিয়ে সহজেই নোট (How To Change Mutilated Notes) বদলে নিতে পারবেন পুরনো বা কাঁটা ছেঁড়া নোট ৷
আপনার কাছে ছেঁড়া নোটের যতটা অংশ থাকবে সেই হিসেবে টাকা দেবে ৷ দেখে নিন ব্যাঙ্কে গিয়ে কীভাবে নোট বদলাবেন - RBI-এর নিয়ম অনুযায়ী, প্রত্যেক ব্যাঙ্ককে পুরনো, কাঁটা ও ছেঁড়া নোট বদলাতে হবে যদি না সেগুলি নকল বা জাল হয় ৷ আপনি নিকটবর্তী ব্যাঙ্কের শাখায় গিয়ে সহজেই নোট বদলে (How To Change Mutilated Notes) নিতে পারবেন ৷ এর জন্য কোনও চার্জ নেওয়া হয় না ৷ পাশাপাশি এর জন্য সেই ব্যাঙ্কের গ্রাহক হতে হবে এমনটা বাধ্যতামূলক নয় ৷ আপনার নিকটবর্তী যে কোনও ব্যাঙ্কের শাখায় গিয়ে নোট বদলাতে পারবেন ৷
advertisement
advertisement
ব্যাঙ্কের তরফে চেক করা হবে নোটের কন্ডিশন
পুরনো নোট বদলানোর (How To Change Mutilated Notes)  বিষয়টি পুরোপুরি নির্ভর করে ব্যাঙ্কের উপরে ৷ ব্যাঙ্ক চাইলে পুরনো নোট বদলে দেবে না হলে না ৷ এর জন্য গ্রাহকরা ব্যাঙ্কের উপর জোর করতে পারবেন না ৷ নোট জাল না হলে এবং মোটামুটি ঠিকঠাক থাকলে সাধারনত ব্যাঙ্ক নোট বদলে দিয়ে থাকে ৷
advertisement
তবে বেশ কিছু ক্ষেত্রে নোট বদলানো হয় না ৷ রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, অনেকটা পুরে যাওয়া নোট, টুকরো টুকরো হয়ে কাটা নোট বদলানো যায় না ৷ এই ধরনের নোট আরবিআই-এর ইস্যু অফিসে জমা করা যেতে পারে ৷
আরবিআই -এর নিয়ম অনুযায়ী, ১ থেকে ২০ টাকার নোটে অর্ধেক টাকা দেওয়ার ব্যবস্থা নেই ৷ এই ক্ষেত্রে পুরো টাকা দেওয়া হয় ৷ ৫০ থেকে ২০০০ টাকার নোটে অর্ধেক টাকা দেওয়ার প্রভিশন রয়েছে ৷ নোটের অবস্থার উপর নির্ভর করে টাকা দেওয়া হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
How To Change Mutilated Notes: কাঁটা-ছেঁড়া নোট থাকলে কী করতে হবে ? দেখে নিন এখানে
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement