Abhishek Banerjee: ‘১০-০ গোলে হারবে,’ I-PAC কাণ্ডে প্রথমবার সরাসরি মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! তাহেরপুর থেকে ছুঁড়লেন চ্যালেঞ্জ

Last Updated:

অভিষেকের মন্তব্য, ‘‘আমাকে অনেকবার ইডি, সিবিআই ডেকেছে। আমার পরিবারের কাউকে ছাড়েনি। গলা কেটে দিলেও মাথা নীচু হবে না। এই শিরদাঁড়া বিক্রি নেই।’’

News18
News18
কলকাতা: তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের (I-PAC) সল্টলেকের অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডির তল্লাশির ঘটনার জেরে বৃহস্পতিবার থেকেই সরগরম রাজ্য রাজনীতি৷ এদিন ইডির তল্লাশির মাঝেই প্রতীকের বাড়িতে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তারপর সোজা চলে এসেছিলেন সেক্টর ফাইভে সংস্থার অফিসে৷ ‘নথি চুরির’ অভিযোগ এনে মমতা বলেছিলেন ‘এটা ক্রাইম’৷ কিন্তু, গতকাল মালদহে সভা করলেও এ নিয়ে সরাসরি একটাও শব্দ খরচ করতে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ অবশেষে, শুক্রবার এ বিষয়ে মৌন ভাঙলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড
advertisement
এদিন মতুয়াগড় তাহেরপুরের সভামঞ্চ থেকে অভিষেক বলেন, ‘‘আইপ্যাক বলে একটা সংস্থা আছে। যারা আমাদের হয়ে কাজ করছে। SIR-এ সাধারণ মানুষের হয়ে কাজ করছে। কেন করবে? তাই কাল আই প্যাকের অফিসে ইডি পাঠিয়েছে। তোমাদের কাছে সব আছে। আমাদের কাছে মানুষ আছে। ১০-০ গোলে হারবে।’’
advertisement
advertisement
অভিষেকের মন্তব্য, ‘‘আমাকে অনেকবার ইডি, সিবিআই ডেকেছে। আমার পরিবারের কাউকে ছাড়েনি। গলা কেটে দিলেও মাথা নীচু হবে না। এই শিরদাঁড়া বিক্রি নেই।’’
advertisement
প্রসঙ্গত, শুক্রবার সোশ্যাল মিডিয়াতেও ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন অভিষেক৷ যদিও, সেখানেও সরাসরি আইপ্যাক কাণ্ডের কোনও উল্লেখ করেননি তৃণমূল সাংসদ৷ এদিন X হ্যান্ডলে একটি পোস্টে তিনি লেখেন, ‘ গণতন্ত্র শাস্তির মুখে। পুরস্কৃত অপরাধীরা। নির্বাচনে কারসাজি। ধর্ষকদের জামিন দেওয়া হয়। আর প্রতিবাদীদের পাঠানো হয় জেলে। এটাই বিজেপির নতুন ইন্ডিয়া।’
advertisement
গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে তৃণমূলের ভোটকুশলী সংস্থা I-PAC -এর কর্ণধার প্রতীক জৈন এবং I-PAC -এর অফিসে হানা দেয় ইডি৷ বেলা ১২টা নাগাদ পুলিশ কমিশনার ও ডিসি সাউথকে সঙ্গে নিয়েই প্রতীকের লাউডন স্ট্রিটের বাড়িতেহাজির হন মমতাবেরিয়ে আসেন একটি সবুজ ফাইল হাতে৷ অভিযোগ তোলেন, ‘‘ওরা আমার দলের সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করছিল! প্রার্থী তালিকা হাতানোর চেষ্টা করেছিল৷ আমি সেগুলো নিয়ে এসেছি। ওই জঘন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! উনি দেশকে নিয়ন্ত্রণ করতে পারেন না! আমার দলের নথিপত্র বাজেয়াপ্ত করাচ্ছেন! আমি প্রতীককে ফোন করেছিলাম। ও আমার দলের ইনচার্জওরা হার্ডডিস্ক, ফোন সব নিয়ে নিচ্ছিল।’’
advertisement
পরে I-PAC –এর অফিসেও যান মমতা৷ প্রতীক সেখানে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন৷ প্রতীক জৈন পৌঁছলে তিনি বেরিয়ে যান৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: ‘১০-০ গোলে হারবে,’ I-PAC কাণ্ডে প্রথমবার সরাসরি মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! তাহেরপুর থেকে ছুঁড়লেন চ্যালেঞ্জ
Next Article
advertisement
IPAC Case Hearing Update: এজলাসে তুমুল হইহট্টগোল- চিৎকার, উঠে গেলেন বিচারপতি! হাইকোর্টে বেনজির ঘটনা, পিছিয়ে গেল আইপ্যাক কাণ্ডে জোড়া মামলার শুনানি
এজলাসে তুমুল হইহট্টগোল, উঠে গেলেন বিচারপতি!হাইকোর্টে পিছোল IPAC কাণ্ডে জোড়া মামলার শুনানি
  • কলকাতা হাইকোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি৷

  • ইডি, তৃণমূলের মামলা ঘিরে এজলাসে তুমুল হইহট্টগোল৷

  • উঠে গেলেন বিচারপতি, পরবর্তী শুনানি ১৪ জানুয়ারি৷

VIEW MORE
advertisement
advertisement