Iran Unrest Protest: মুখ দিয়ে গল গল করে ঝরছে রক্ত! গণবিক্ষোভের ‘মুখ’ এখন এই বৃদ্ধা, আগুন জ্বলছে ইরানে
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ইরানের নির্বাসিত রাজকুমারের ডাকে গত বৃহস্পতিবার রাতে রাস্তায় বিক্ষোভে নেমেছিলেন ইরানের হাজার হাজার মানুষ৷ গতকাল সারা দেশজুড়ে ১০০০ মানুষকে গ্রেফতার করা হয়৷ ইল্লাম প্রদেশের একটি পৃথক ঘটনায় কমপক্ষে ৬ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে৷
ইরান: শাসকবিরোধী গণবিক্ষোভে কার্যত আগুন জ্বলছে ইরানে৷ খোঁজ পাওয়া যাচ্ছে না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেইয়ের৷ গতকাল ইসফাহানের ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং (IRIB) দফতরে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারী উন্মত্ত জনতা, যা আয়াতোল্লা খামেনেই নিয়ন্ত্রিত সরকারের কন্ট্রোলের অন্যতম প্রতীক বলে মনে করা হয়৷ অন্যদিকে, দক্ষিণ ইরানে অবস্থিত সেদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর শহর বন্দর আব্বাসেও বিক্ষোভ দেখিয়েছেন জনতা৷
advertisement
গণবিক্ষোভ নিয়ন্ত্রণ করতে দেশের অধিকাংশ এলাকাতেই ব্ল্যাক আউট ঘোষণা করে দিয়েছে ইরান প্রশাসন৷ পাশাপাশি, বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা৷ দেশে ঢুকতে পারছে না কোনও বিদেশি নম্বর থেকে ফোন কল-ও৷ এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক প্রবীণ বিক্ষোভকারী রক্তাক্ত মহিলার ভিডিও৷
advertisement
advertisement
সাদা চুল ছোট করে কাটা৷ মুখ ফেটে বেরচ্ছে রক্ত৷ পরনের পোশাকেও লেগে রয়েছে রক্ত৷ তা নিয়েই শ্লোগান দিতে দিতে নিরাপত্তা বাহিনীর দিকে এগোচ্ছেন মহিলা৷ হাতের মুঠি আকাশের দিকে দৃপ্ত ভঙ্গিতে তুলে তুলছেন শ্লোগান৷ বলছেন, ‘‘আমি ভয় পাই না৷ আমি গত ৪৭ বছর ধরে মরে পড়েছিলাম৷’’
advertisement
ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এক ইরানীয়-মার্কিন সাংবাদিক লেখে, ‘‘ইসলামিক রিপাবলিকের অধীনে থাকতে থাকতে ধ্বস্ত এক মহিলার মুখ থেকে বেরিয়ে আসছে এই কথা৷ ৪৭ বছর আগে, এই ইসলামিক রিপাবলিক আমাদের সব অধিকার কেড়ে নিয়েছিল এবং দেশকে হস্টেজে পরিণত করে৷ এখন আর তাঁদের হারানোর কিছু নেই৷ তাই তাঁরা বলছে৷ গোটা ইরান জাগছে৷’’
advertisement
THIS IS WHAT ACTUAL RESISTANCE LOOKS LIKE.
A woman marches, bloodied, in the streets of Iran protesting against the Islamic regime.
She claims she has nothing left to lose as she has been dead for 47 years, the time that’s passed since they took over. pic.twitter.com/pmphabwcgX
— Jaimee Michell (@JaimeeUSA) January 9, 2026
advertisement
ইরানের নির্বাসিত রাজকুমারের ডাকে গত বৃহস্পতিবার রাতে রাস্তায় বিক্ষোভে নেমেছিলেন ইরানের হাজার হাজার মানুষ৷ গতকাল সারা দেশজুড়ে ১০০০ মানুষকে গ্রেফতার করা হয়৷ ইল্লাম প্রদেশের একটি পৃথক ঘটনায় কমপক্ষে ৬ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে৷
advertisement
দেশের বেহাল অর্থনৈতিক অবস্থা, কারেন্সির ক্রমাগত অবক্ষয়, দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি নানা বিষয়ের বিরুদ্ধে গত ২৮ ডিসেম্বর থেকে রাস্তায় নেমেছে ইরানের সাধারণ মানুষ৷ এখন তো খোলাখুলিই রাস্তায় নেমে দেশের ইসলামিক রিপাবলিক সরকারের বদলের ডাক দিচ্ছেন ইরানের সাধারণ মানুষ৷
১৯৭৯ সালে ৪৭ বছর আগে ইসলামিক বিপ্লবের জেরে ইরানেপতন হয় পশ্চিমপন্থী শাহ মোহাম্মদ রেজা পহলভির সরকারের৷ প্রতিষ্ঠিত হয় সুপ্রিম নেতা
আয়াতোল্লা রুহোল্লাহ খামেনেইয়ের নেতৃত্বাধী ইসলামিক থিওক্র্যাসি৷ বর্তমানে ইরানের সুপ্রিম নেতা ইসলামিক রিপাবলিকের প্রতিষ্ঠাতা আয়াতোল্লা রুহোল্লাহ খামেইনির নাতি সইদ আলি হেসেইনি খামেনেই৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Jan 09, 2026 2:41 PM IST










