ED Raid in I-PAC: প্রশান্ত কিশোরের সাথে শুরু...IIT-র প্রাক্তনী! কে এই প্রতীক জৈন? ED তল্লাশির মাঝেই যাঁর বাড়িতে ছুটে গেলেন মমতা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
অতীতে, নরেন্দ্র মোদি, রাহুল গান্ধি থেকে শুরু করে নীতীশ কুমার, অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধব ঠাকরের হয়েও ভোটকুশলী হিসাবে কাজ করেছে এই সংস্থা৷ রাজ্যস্তরে আইপ্যাক অন্ধ্রপ্রদেশে ওয়াই.এস. জগন্মোহন রেড্ডি (YSRCP) এবং তামিলনাড়ুতে এম.কে. স্ট্যালিন (DMK)-এর হয়ে কাজ করে তাদের ক্ষমতায় আসতে বড় ভূমিকা নিয়েছিল।
বৃহস্পতিবার সকালে এই প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে অভিযান চালায় ইডি৷ অভিযান চলে তাঁর সংস্থা আইপ্যাকের সল্টলেক সেক্টর ফাইভের দফতরেও৷ বেলা ১২টার সময় এই লাউডন স্ট্রিটের বাড়িতে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ কথা বলেন প্রতীকের সঙ্গে৷ জানান, তিনি তাঁর পাশে রয়েছেন৷ সল্টলেকের অফিসের নীচে দাঁড়িয়ে মমতা বলেন, ‘‘প্রতীক যতক্ষণ না আসছেন আমি এখানেই আছি৷’’ কে এই প্রতীক জৈন? কেন তিনি মুখ্যমন্ত্রীর কাছে এতটা গুরুত্বপূর্ণ৷
advertisement
advertisement
প্রতীক জৈন হলেন ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি, অর্থাৎ, I-PAC-এর বর্তমান কো-ফাউন্ডার এবং বর্তমানে ডিরেক্টর৷ গত, ১০ বছর ১০ মাস ধরে এই সংস্থার সঙ্গেই যুক্ত তিনি৷ ২০১৫ সালের এপ্রিল মাসে ভোটকুশলী প্রশান্ত কিশোর (PK) এবং প্রতীক জৈন একত্রে একদল তরুণ পেশাদারদের সঙ্গে নিয়ে I-PAC-এর যাত্রা শুরু করেন৷
advertisement
ভারতীয় রাজনীতির ক্ষেত্রে এক অত্যন্ত পরিচিত নাম I-PAC৷ বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে পেশাদারগত ভাবে গবেষণা এবং স্ট্র্যাটেজি প্রণয়ন যে করা যায়, তা প্রথম প্রকাশ্যে আসে আইপ্যাকের কাজের সূত্রেই৷ এর আগে ভারতীয় রাজনীতিতে নির্বাচনী প্রক্রিয়া ছিল গোটাটাই সংশ্লিষ্ট পার্টির দলীয় নেতাকর্মী কেন্দ্রিক৷ নির্বাচনী ক্ষেত্রে পশ্চিমি ধাঁচে ‘স্ট্র্যাটেজিস্ট’-এর ছোঁয়া ভারতীয় রাজনীতিতে আনে এই আইপ্যাক৷
advertisement
অতীতে, নরেন্দ্র মোদি, রাহুল গান্ধি থেকে শুরু করে নীতীশ কুমার, অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধব ঠাকরের হয়েও ভোটকুশলী হিসাবে কাজ করেছে এই সংস্থা৷ রাজ্যস্তরে আইপ্যাক অন্ধ্রপ্রদেশে ওয়াই.এস. জগন্মোহন রেড্ডি (YSRCP) এবং তামিলনাড়ুতে এম.কে. স্ট্যালিন (DMK)-এর হয়ে কাজ করে তাদের ক্ষমতায় আসতে বড় ভূমিকা নিয়েছিল।
advertisement
আইপ্যাকের আগেও Citizens for Accountable Governance (CAG) নামে প্রশান্ত কিশোরের নেতৃত্বাধীন টিমের সঙ্গেই ছিলেন বম্বে আইআইটি পাসআউট প্রতীক জৈন৷ সেই সময়, ২০১৪ সালে নরেন্দ্র মোদির ‘চায়ে পে চর্চা’ এবং ‘থ্রি-ডি র‍্যালি’-র মতো আইকনিক প্রচারের পরিকল্পনা করেছিল তাঁদের সংস্থা। এমনকি, কংগ্রেসের সঙ্গেও কাজের ইতিহাস রয়েছে তাঁদের।
advertisement
advertisement
advertisement
প্রশান্ত কিশোর নিজে রাজনৈতিক ময়দানে সক্রিয় হওয়ার পরে আইপ্যাক থেকে সরে যান৷ ফলে বর্তমানে ভোট স্ট্র্যাটেজিস্ট সংস্থার সম্পূর্ণ দায়িত্বই বর্তমানে প্রতীক জৈন সামলান৷ ২০২৬-এর নির্বাচনের আগেও রাজ্যজুড়ে গবেষণা চালানো থেকে শুরু করে প্রার্থী নির্বাচন, স্ট্র্যাটেজি নির্মাণ বিভিন্ন বিষয়ে কাজ করছিল আইপ্যাক৷









