ED Raid in I-PAC: প্রশান্ত কিশোরের সাথে শুরু...IIT-র প্রাক্তনী! কে এই প্রতীক জৈন? ED তল্লাশির মাঝেই যাঁর বাড়িতে ছুটে গেলেন মমতা

Last Updated:
অতীতে, নরেন্দ্র মোদি, রাহুল গান্ধি থেকে শুরু করে নীতীশ কুমার, অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধব ঠাকরের হয়েও ভোটকুশলী হিসাবে কাজ করেছে এই সংস্থা৷ রাজ্যস্তরে আইপ্যাক অন্ধ্রপ্রদেশে ওয়াই.এস. জগন্মোহন রেড্ডি (YSRCP) এবং তামিলনাড়ুতে এম.কে. স্ট্যালিন (DMK)-এর হয়ে কাজ করে তাদের ক্ষমতায় আসতে বড় ভূমিকা নিয়েছিল।
1/9
বৃহস্পতিবার সকালে এই প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে অভিযান চালায় ইডি৷ অভিযান চলে তাঁর সংস্থা আইপ্যাকের সল্টলেক সেক্টর ফাইভের দফতরেও৷ বেলা ১২টার সময় এই লাউডন স্ট্রিটের বাড়িতে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ কথা বলেন প্রতীকের সঙ্গে৷ জানান, তিনি তাঁর পাশে রয়েছেন৷ সল্টলেকের অফিসের নীচে দাঁড়িয়ে মমতা বলেন, ‘‘প্রতীক যতক্ষণ না আসছেন আমি এখানেই আছি৷’’ কে এই প্রতীক জৈন? কেন তিনি মুখ্যমন্ত্রীর কাছে এতটা গুরুত্বপূর্ণ৷
বৃহস্পতিবার সকালে এই প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে অভিযান চালায় ইডি৷ অভিযান চলে তাঁর সংস্থা আইপ্যাকের সল্টলেক সেক্টর ফাইভের দফতরেও৷ বেলা ১২টার সময় এই লাউডন স্ট্রিটের বাড়িতে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ কথা বলেন প্রতীকের সঙ্গে৷ জানান, তিনি তাঁর পাশে রয়েছেন৷ সল্টলেকের অফিসের নীচে দাঁড়িয়ে মমতা বলেন, ‘‘প্রতীক যতক্ষণ না আসছেন আমি এখানেই আছি৷’’ কে এই প্রতীক জৈন? কেন তিনি মুখ্যমন্ত্রীর কাছে এতটা গুরুত্বপূর্ণ৷
advertisement
2/9
২০১২ সালের বম্বে পাসআউট প্রতীক জৈন বম্বে IIT থেকে মেটালার্জিকাল এনজিনিয়ারিং এবং ম্যাটেরিয়াল সায়েন্স বিষয়ে স্নাতক৷ তারপরে দু’টি বেসরকারি সংস্থায় স্ট্র্যাটেজিস্ট হিসাবে কাজ৷ তারপরেই ভোটকুশলীর ভূমিকায়৷
২০১২ সালের বম্বে পাসআউট প্রতীক জৈন বম্বে IIT থেকে মেটালার্জিকাল এনজিনিয়ারিং এবং ম্যাটেরিয়াল সায়েন্স বিষয়ে স্নাতক৷ তারপরে দু’টি বেসরকারি সংস্থায় স্ট্র্যাটেজিস্ট হিসাবে কাজ৷ তারপরেই ভোটকুশলীর ভূমিকায়৷
advertisement
3/9
প্রতীক জৈন হলেন ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি, অর্থাৎ, I-PAC-এর বর্তমান কো-ফাউন্ডার এবং বর্তমানে ডিরেক্টর৷ গত, ১০ বছর ১০ মাস ধরে এই সংস্থার সঙ্গেই যুক্ত তিনি৷ ২০১৫ সালের এপ্রিল মাসে ভোটকুশলী প্রশান্ত কিশোর (PK) এবং প্রতীক জৈন একত্রে একদল তরুণ পেশাদারদের সঙ্গে নিয়ে I-PAC-এর যাত্রা শুরু করেন৷
প্রতীক জৈন হলেন ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি, অর্থাৎ, I-PAC-এর বর্তমান কো-ফাউন্ডার এবং বর্তমানে ডিরেক্টর৷ গত, ১০ বছর ১০ মাস ধরে এই সংস্থার সঙ্গেই যুক্ত তিনি৷ ২০১৫ সালের এপ্রিল মাসে ভোটকুশলী প্রশান্ত কিশোর (PK) এবং প্রতীক জৈন একত্রে একদল তরুণ পেশাদারদের সঙ্গে নিয়ে I-PAC-এর যাত্রা শুরু করেন৷
advertisement
4/9
ভারতীয় রাজনীতির ক্ষেত্রে এক অত্যন্ত পরিচিত নাম I-PAC৷ বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে পেশাদারগত ভাবে গবেষণা এবং স্ট্র্যাটেজি প্রণয়ন যে করা যায়, তা প্রথম প্রকাশ্যে আসে আইপ্যাকের কাজের সূত্রেই৷ এর আগে ভারতী রাজনীতিতে নির্বাচনী প্রক্রিয়া ছিল গোটাটাই পার্টির দলীয় নেতাকর্মী কেন্দ্রিক৷ বিষয়টিতে পশ্চিমি ধআঁচে ‘স্ট্র্যাটেজিস্ট’-এর ছোঁয়া আনে এই আইপ্যাক৷
ভারতীয় রাজনীতির ক্ষেত্রে এক অত্যন্ত পরিচিত নাম I-PAC৷ বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে পেশাদারগত ভাবে গবেষণা এবং স্ট্র্যাটেজি প্রণয়ন যে করা যায়, তা প্রথম প্রকাশ্যে আসে আইপ্যাকের কাজের সূত্রেই৷ এর আগে ভারতীয় রাজনীতিতে নির্বাচনী প্রক্রিয়া ছিল গোটাটাই সংশ্লিষ্ট পার্টির দলীয় নেতাকর্মী কেন্দ্রিক৷ নির্বাচনী ক্ষেত্রে পশ্চিমি ধাঁচে ‘স্ট্র্যাটেজিস্ট’-এর ছোঁয়া ভারতীয় রাজনীতিতে আনে এই আইপ্যাক৷
advertisement
5/9
অতীতে, নরেন্দ্র মোদি, রাহুল গান্ধি থেকে শুরু করে নীতীশ কুমার, অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধব ঠাকরের হয়েও ভোটকুশলী হিসাবে কাজ করেছে এই সংস্থা৷ রাজ্যস্তরে আইপ্যাক অন্ধ্রপ্রদেশে ওয়াই.এস. জগন্মোহন রেড্ডি (YSRCP) এবং তামিলনাড়ুতে এম.কে. স্ট্যালিন (DMK)-এর হয়ে কাজ করে তাদের ক্ষমতায় আসতে বড় ভূমিকা নিয়েছিল।
অতীতে, নরেন্দ্র মোদি, রাহুল গান্ধি থেকে শুরু করে নীতীশ কুমার, অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধব ঠাকরের হয়েও ভোটকুশলী হিসাবে কাজ করেছে এই সংস্থা৷ রাজ্যস্তরে আইপ্যাক অন্ধ্রপ্রদেশে ওয়াই.এস. জগন্মোহন রেড্ডি (YSRCP) এবং তামিলনাড়ুতে এম.কে. স্ট্যালিন (DMK)-এর হয়ে কাজ করে তাদের ক্ষমতায় আসতে বড় ভূমিকা নিয়েছিল।
advertisement
6/9
আইপ্যাকের আগেও Citizens for Accountable Governance (CAG) নামে প্রশান্ত কিশোরের নেতৃত্বাধীন টিমের সঙ্গেই ছিলেন বম্বে আইআইটি পাসআউট প্রতীক জৈন৷ সেই সময়, ২০১৪ সালে নরেন্দ্র মোদির ‘চায়ে পে চর্চা’ এবং ‘থ্রি-ডি র‍্যালি’-র মতো আইকনিক প্রচারের পরিকল্পনা করেছিল তাঁদের সংস্থা। এমনকি, কংগ্রেসের সঙ্গেও কাজের ইতিহাস রয়েছে তাঁদের।
আইপ্যাকের আগেও Citizens for Accountable Governance (CAG) নামে প্রশান্ত কিশোরের নেতৃত্বাধীন টিমের সঙ্গেই ছিলেন বম্বে আইআইটি পাসআউট প্রতীক জৈন৷ সেই সময়, ২০১৪ সালে নরেন্দ্র মোদির ‘চায়ে পে চর্চা’ এবং ‘থ্রি-ডি র‍্যালি’-র মতো আইকনিক প্রচারের পরিকল্পনা করেছিল তাঁদের সংস্থা। এমনকি, কংগ্রেসের সঙ্গেও কাজের ইতিহাস রয়েছে তাঁদের।
advertisement
7/9
২০১৯ সালে বাংলায় পদ্ম শিবিরের ব্যাপক উত্থানের মাঝেই তৃণমূলের হাত ধরতে দেখা যায় আইপ্যাককে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ‘বাংলার মেয়ে’, ‘বাংলার গর্ব মমতা’, স্লোগান থেকে শুরু করে ‘দুয়ারে সরকার’, ‘দিদিকে বলো’র মতো প্রকল্পও এই আইপ্যাকেরই মস্তিষ্কপ্রসূত৷
২০১৯ সালে বাংলায় পদ্ম শিবিরের ব্যাপক উত্থানের মাঝেই তৃণমূলের হাত ধরতে দেখা যায় আইপ্যাককে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ‘বাংলার মেয়ে’, ‘বাংলার গর্ব মমতা’, স্লোগান থেকে শুরু করে ‘দুয়ারে সরকার’, ‘দিদিকে বলো’র মতো প্রকল্পও এই আইপ্যাকেরই মস্তিষ্কপ্রসূত৷
advertisement
8/9
২০১৯ সালে বাংলায় পদ্ম শিবিরের ব্যাপক উত্থানের মাঝেই তৃণমূলের হাত ধরতে দেখা যায় আইপ্যাককে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ‘বাংলার মেয়ে’, ‘বাংলার গর্ব মমতা’, স্লোগান থেকে শুরু করে ‘দুয়ারে সরকার’, ‘দিদিকে বলো’র মতো প্রকল্পও এই আইপ্যাকেরই মস্তিষ্কপ্রসূত৷
২০১৯ সালে বাংলায় পদ্ম শিবিরের ব্যাপক উত্থানের মাঝেই তৃণমূলের হাত ধরতে দেখা যায় আইপ্যাককে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ‘বাংলার মেয়ে’, ‘বাংলার গর্ব মমতা’, স্লোগান থেকে শুরু করে ‘দুয়ারে সরকার’, ‘দিদিকে বলো’র মতো প্রকল্পও এই আইপ্যাকেরই মস্তিষ্কপ্রসূত৷
advertisement
9/9
প্রশান্ত কিশোর নিজে রাজনৈতিক ময়দানে সক্রিয় হওয়ার পরে আইপ্যাক থেকে সরে যান৷ ফলে বর্তমানে ভোট স্ট্র্যাটেজিস্ট সংস্থার সম্পূর্ণ দায়িত্বই বর্তমানে প্রতীক জৈন সামলান৷ ২০২৬-এর নির্বাচনের আগেও রাজ্যজুড়ে গবেষণা চালানো থেকে শুরু করে প্রার্থী নির্বাচন, স্ট্র্যাটেজি নির্মাণ বিভিন্ন বিষয়ে কাজ করছিল আইপ্যাক৷
প্রশান্ত কিশোর নিজে রাজনৈতিক ময়দানে সক্রিয় হওয়ার পরে আইপ্যাক থেকে সরে যান৷ ফলে বর্তমানে ভোট স্ট্র্যাটেজিস্ট সংস্থার সম্পূর্ণ দায়িত্বই বর্তমানে প্রতীক জৈন সামলান৷ ২০২৬-এর নির্বাচনের আগেও রাজ্যজুড়ে গবেষণা চালানো থেকে শুরু করে প্রার্থী নির্বাচন, স্ট্র্যাটেজি নির্মাণ বিভিন্ন বিষয়ে কাজ করছিল আইপ্যাক৷
advertisement
advertisement
advertisement