আরডি-তে ৮ শতাংশ হারে সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, জানুন বিস্তারিত!

Last Updated:

Recurring Deposit: রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে বিনিয়োগকারী কিস্তিতে টাকা জমা করেন। ম্যাচিওরিটির নির্দিষ্ট সময়ে সুদ-সহ টাকা ফেরত পান।

#নয়াদিল্লি: করোনার কোপে বিশ্বব্যাপী অর্থনীতিও বিপর্যস্ত! সাধারণ মানুষের শুধু পকেটেই নয়, সঞ্চয়েও টান পড়েছে। এই পরিস্থিতিতে দেশের মোট জনসংখ্যার একটা বড় অংশ সুনিশ্চিত ও সুরক্ষিত আয়ের উৎস হিসাবে ফিক্সড ও রেকারিং ডিপোজিটের উপর ভরসা করছেন। রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে বিনিয়োগকারী কিস্তিতে টাকা জমা করেন। ম্যাচিওরিটির নির্দিষ্ট সময়ে সুদ-সহ টাকা ফেরত পান।
দেশের প্রায় প্রতিটি প্রথম সারির ব্যাঙ্কেই রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে। এছাড়া অনেকেই পোস্ট অফিস এবং স্মল ফিনান্স ব্যাঙ্কেও আরডি অ্যাকাউন্ট খোলেন। এই স্মল ফিনান্স ব্যাঙ্কগুলিতে সাধারণত রেকারিং ডিপোজিটে বেশি হারে সুদ মেলে। প্রায় ৮ শতাংশ। বেশিরভাগ স্মল ফিনান্স ব্যাঙ্কে আরডি করার নূন্যতম মেয়াদ ৬ মাস। সর্বোচ্চ মেয়াদ ১০ বছর। ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ১০০ টাকা।
advertisement
advertisement
যেমন নর্থ ইস্ট স্মল ফিনান্স ব্যাঙ্ক। সাধারণ আমানতকারীদের জন্য ২ বছরের মেয়াদে রেকারিং ডিপোজিটে ৭.৫০ শতাংশ হারে সুদ মিলছে। তিন, চার বা পাঁচ বছর মেয়াদের আরডি-র ক্ষেত্রেও এখানে ৭.৫০ শতাংশ সুদের হারে রিটার্ন মিলবে। তবে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বেশি। অর্থাৎ তাঁরা প্রায় ৮ শতাংশ হারে রিটার্ন পাবেন।
advertisement
একজন বিনিয়োগকারী নর্থ ইস্ট স্মল ফিনান্স ব্যাঙ্কে ন্যূনতম ৩ মাসের মেয়াদের জন্য একটি পুনরাবৃত্ত রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারেন। ব্যাঙ্কটি ৩ মাস মেয়াদের আরডি বিনিয়োগের উপর ৪.২৫ শতাংশ সুদের হার অফার করে৷ ৬ মাসের মেয়াদ হলে রেকারিং ডিপোজিটে ৪.৫০ শতাংশ হারে সুদ মিলবে। আবার ৯ মাসের মেয়াদ হলে সুদ মিলবে ৫.৫০ শতাংশ হারে। তবে প্রবীণ নাগরিকরা প্রতি ক্ষেত্রেই ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পাবেন।
advertisement
নর্থ ইস্ট স্মল ফিনান্স ব্যাঙ্কের সদর দফতর গুয়াহাটিতে। এখানে ৭৭৭ দিনের ফিক্সড ডিপোজিট করলে ৭ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। প্রবীণ নাগরিকরা একই এফডি-তে ৭.৫০ শতাংশ হারে রিটার্ন পাবেন। ২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও একই হারে সুদ পাওয়া যাবে। তবে প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিটে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে বেঙ্গালুরুর জন স্মল ফিনান্স ব্যাঙ্ক। ২ থেকে ৩ বছর মেয়াদের এফডি-তে ৮ শতাংশ হারে সুদ দিচ্ছে তারা। ৩৬ মাস থেকে ৬০ মাসের আরডি-তে জন স্মল ফিনান্স ব্যাঙ্কে ৭.২৫ শতাংশ হারে সুদ মেলে। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এটি ৭.৫০ শতাংশ । এটি ২০২১ সালের ১১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আরডি-তে ৮ শতাংশ হারে সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, জানুন বিস্তারিত!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement