Gold Price Today : ৫ দিনে ৩,৫০০ টাকা সস্তা হল সোনা, দেখে নিন ১০ গ্রামের লেটেস্ট দাম
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Gold Price Today : ক্রুডের দামও ১০০ ডলার প্রতি ব্যারেলের আসপাশে এসে গিয়েছে ৷ এর জেরে বিনিয়োগকারীরা সোনার বদলে বাজারে টাকা ইনভেস্ট করা শুরু করে দিয়েছে ৷
#নয়াদিল্লি: বিশ্ব বাজারে সোনার দামে পতন দেখা যাওয়ায় দেশের বাজারেও মঙ্গলবার দাম কমল সোনালি ধাতুর ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন সোনার দাম ৩২৫ টাকা কমেছে ৷ গত ৫ দিনে সোনার দাম প্রায় ৩৫০০ টাকা কমেছে ৷ (Gold Price Down) ৷
এমসিএক্সে এদিন সকাল ৯.১০ মিনিটে সোনার দাম ৩২৫ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৫১,৯৯৯ টাকা হয়ে গিয়েছে ৷ গত কয়েকদিনে সোনার দামে লাগাতার পতন দেখা গিয়েছে ৷ এমসিএক্সে রুপোর দাম ৫৬১ টাকা কমে প্রতি কিলোতে ৬৮,২৮৩ টাকায় বিক্রি হচ্ছে ৷ গত সপ্তাহে এমসিএক্সে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫৫,৬০০ টাকা হয়ে গিয়েছিল ৷ এই হিসেব অনুযায়ী, মাত্র ৫ দিনে ৩৫০০ টাকা দাম কমেছে সোনার ৷
advertisement
advertisement
বিশ্ব বাজারে দাম কমেছে সোনার-
গ্লোবাল মার্কেটে মঙ্গলবার সকালে সোনা ও রুপোর দামে পতন দেখা গিয়েছে ৷ রুপোর দাম প্রায় ০.৭ ডলার কমে প্রতি আউন্সে ২৫.১১ ডলার হয়ে গিয়েছিল ৷ একই ভাবে সোনার বর্তমান দাম প্রতি আউন্সে ১৯৫১.০৯ ডলার হয়ে গিয়েছে ৷ গত সপ্তাহে গ্লোবাল মার্কেটে সোনার দাম প্রতি আউন্সে ২০৭০ ডলার পেরিয়ে গিয়েছিল ৷
advertisement
এই জন্য সস্তা হয়ে গিয়েছে সোনা
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা বাড়তে থাকার জেরে সোনা-রুপোর দাম গ্লোবাল মার্কেটে কমজোর হয়ে গিয়েছে ৷ ক্রুডের দামও ১০০ ডলার প্রতি ব্যারেলের আসপাশে এসে গিয়েছে ৷ এর জেরে বিনিয়োগকারীরা সোনার বদলে বাজারে টাকা ইনভেস্ট করা শুরু করে দিয়েছে ৷ অন্যদিকে, মার্কিন ফেড রিজার্ভের মঙ্গলবার থেকে শুরু হওয়া বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা রয়েছে ৷ এর জেরে সোনা ও রুপোর দামে লাগাতার পতন দেখা গিয়েছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 15, 2022 5:56 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today : ৫ দিনে ৩,৫০০ টাকা সস্তা হল সোনা, দেখে নিন ১০ গ্রামের লেটেস্ট দাম