LPG Cylinder: হোলিতে বিপুল সস্তায় মিলতে চলেছে রান্নার গ্যাস সিলিন্ডার, দেখে নিন কত টাকা দিতে হবে

Last Updated:

LPG Cylinder: বেশিরভাগ শহরেই ১৫ কিলোগ্রামের সিলিন্ডারের দাম ৯৫০ টাকার বেশি ৷

#নয়াদিল্লি: হোলি উপলক্ষ্যে গ্রাহকদের বিশেষ উপহার দিচ্ছে সরকারি তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) ৷ মাত্র ৬৩৪ টাকায় রান্নার গ্যাস বিক্রি করছে সংস্থা ৷ মুদ্রাস্ফীতির এই সময় IOCL গ্রাহকদের জন্য ছোট গ্যাস সিলিন্ডার নিয়ে এসেছে ৷ যেখানে সাধারণত গ্যাসের ওজন ১৪ কিলোগ্রাম হয়, এই ছোট সিলিন্ডারের ওজন ১০ কিলোগ্রাম হয় ৷ নাম কম্পোজিট সিলিন্ডার ৷ সংস্থার তরফে এর ডিজাইনও বদলে দেওয়া হয়েছে ৷
বাইরে থেকেই দেখতে পাবেন কতটা গ্যাস ভর্তি রয়েছে -
সংস্থার তরফে ট্যুইট করে নতুন গ্যাস সিলিন্ডার সম্বন্ধে জানানো হয়েছে ৷ ১০ কিলোর গ্যাস সিলিন্ডারের বিশেষত্ব হল বাইরে থেকে দেখে সহজেই বোঝা যাবে এতে কতটা গ্যাস ভর্তি রয়েছে ৷ ছোট পরিবারের জন্য এই গ্যাস সিলিন্ডারটি অত্যন্ত সুবিধাজনক ও লাভজনক ৷ বেশিরভাগ শহরেই ১৫ কিলোগ্রামের সিলিন্ডারের দাম ৯৫০ টাকার বেশি ৷
advertisement
advertisement
সংস্থার দাবি নতুন সিলিন্ডার পুরনোর থেকে বেশি নিরাপদ ও সুরক্ষিত ৷ এই সিলিন্ডারে না তো জং লাগবে না ব্লাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ গ্যাস শেষ হওয়ার আগেই জেনে যাবেন ৷ ফলে হঠাৎ গ্যাস শেষ হয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হবে না ৷ গ্যাস সিলিন্ডার ওজনে হাল্কা হলেও বেশ মজবুত হবে ৷ এর ওজন বর্তমান গ্যাস সিলিন্ডার থেকে প্রায় ৫০ শতাংশ কম ৷
advertisement
যোগী সরকার হোলিতে উত্তরপ্রদেশে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার বিলি করতে চলেছে ৷ বিজেপির তরফে তাদের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল যে দ্বিতীয়বার ক্ষমতায় এলে হোলি ও দীপাবলিতে উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের বিনামূল্যে গ্যাস দেওয়া হবে ৷ বর্তমানে উত্তরপ্রদেশে উজ্জ্বলা যোজনার ১.৬৫ কোটি সুবিধাভোগী রয়েছে ৷ এঁদের সকলে বিনামূল্যে গ্যাস দেওয়ার জন্য সরকারের উপরে বাড়তি ৩ হাজার কোটি টাকার বোঝা চাপতে চলেছে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LPG Cylinder: হোলিতে বিপুল সস্তায় মিলতে চলেছে রান্নার গ্যাস সিলিন্ডার, দেখে নিন কত টাকা দিতে হবে
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement