PM Kisan: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা সম্বন্ধে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি অবশ্যই জেনে নিন....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PM Kisan: কোন কৃষকরা এই যোজনার সুবিধা পেয়ে থাকন ?
#নয়াদিল্লি: কেন্দ্র সরকার খুব শীঘ্রই পিএম কিষান সম্মান নিধি যোজনার ১১তম কিস্তির (PM Kisan Samman Nidhi)পেমেন্ট করতে চলেছে ৷ তবে নতুন নিয়ম অনুযায়ী, আগামী কিস্তির জন্য সমস্ত সুবিধাভোগীদের অ্যাকাউন্টের কেওয়াইসি করা বাধ্যতামূলক ৷ কৃষকদের অ্যাকাউন্টের কেওয়াইসি না করা থাকলে শীঘ্রই তা করিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷ না হলে আটকে যেতে পারে টাকা ৷ এই যোজনায় কৃষকদের অ্যাকাউন্টে প্রতি চার মাস অন্তর টাকা পাঠিয়ে থাকে কেন্দ্র সরকার ৷
কী এই পিএম কিষান যোজনা?
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় দেশের ছোট ও সীমান্ত কৃষকদের আর্থিক সাহায্য করে থাকে কেন্দ্র সরকার ৷ এখনও পর্যন্ত কৃষকদের অ্যাকাউন্টে দশম কিস্তির টাকা চলে এসেছে ৷ মোট ১২ কোটি কৃষকরা এই যোজনার সঙ্গে যুক্ত রয়েছেন ৷ এই যোজনায় কৃষকদের বছরে ৬০০০ টাকার সাহায্য করা হয় ৷ তিনটি কিস্তিতে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়ে থাকে ৷
advertisement
advertisement
কোন কৃষকরা এই যোজনার সুবিধা পেয়ে থাকন ?
কৃষক পরিবারের কোনও সদস্য ট্যাক্স জমা দিয়ে থাকলে এই যোজনার সুবিধা পাবেন না ৷ পরিবারের সদস্য হিসবে এখানে স্বামী-স্ত্রী ও সন্তানকে ধরা হবে ৷ এই যোজনার সুবিধা পাওয়ার জন্য নিজের নামে কৃষি যোগ্য জমি থাকা বাধ্যতামূলক ৷ বাবা বা দাদুর নামে থাকা জমি থাকলে যোজনার সুবিধা মিলবে না ৷
advertisement
একই জমির জন্য স্বামী-স্ত্রী দু’জনেই কী লাভ নিতে পারবেন ?
স্বামী-স্ত্রীর মধ্যে যে কোনও একজন এই যোজনার লাভ নিলে অপরজন এই যোজনার বেনিফিট পাবেন না ৷ কোনও কৃষি মালিক সরকারি চাকরি করলে তিনি এই যোজনার সুবিধা পাবেন না ৷ রেজিস্টার্ড চিকিৎসক, ইঞ্জিনিয়র, আইনজীবী, সিএ-দের এই যোজনার বাইরে রাখা হয়েছে ৷ কোনও কৃষক যদি বছরে ১০ হাজার টাকা পেনশন পেয়ে থাকেন তাহলে তিনি এই যোজনার সুবিধা নিতে পারবেন না ৷
advertisement
কোন নম্বরে ফোন করে সমস্ত তথ্য পেয়ে যাবেন ?
- পিএম কিষান সম্মান যোজনার ল্যান্ডলাইন নম্বর 011—23381092, 23382401
- পিএম কিষান যোজনার টোল ফ্রি নম্বর- 18001155266
- পিএম কিষান যোজনার হেল্পলাইন নম্বর- 155261, 0120-6025109
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 15, 2022 9:48 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা সম্বন্ধে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি অবশ্যই জেনে নিন....