PM Kisan: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা সম্বন্ধে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি অবশ্যই জেনে নিন....

Last Updated:

PM Kisan: কোন কৃষকরা এই যোজনার সুবিধা পেয়ে থাকন ?

#নয়াদিল্লি: কেন্দ্র সরকার খুব শীঘ্রই পিএম কিষান সম্মান নিধি যোজনার ১১তম কিস্তির (PM Kisan Samman Nidhi)পেমেন্ট করতে চলেছে ৷ তবে নতুন নিয়ম অনুযায়ী, আগামী কিস্তির জন্য সমস্ত সুবিধাভোগীদের অ্যাকাউন্টের কেওয়াইসি করা বাধ্যতামূলক ৷ কৃষকদের অ্যাকাউন্টের কেওয়াইসি না করা থাকলে শীঘ্রই তা করিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷ না হলে আটকে যেতে পারে টাকা ৷ এই যোজনায় কৃষকদের অ্যাকাউন্টে প্রতি চার মাস অন্তর টাকা পাঠিয়ে থাকে কেন্দ্র সরকার ৷
কী এই পিএম কিষান যোজনা?
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় দেশের ছোট ও সীমান্ত কৃষকদের আর্থিক সাহায্য করে থাকে কেন্দ্র সরকার ৷ এখনও পর্যন্ত কৃষকদের অ্যাকাউন্টে দশম কিস্তির টাকা চলে এসেছে ৷ মোট ১২ কোটি কৃষকরা এই যোজনার সঙ্গে যুক্ত রয়েছেন ৷ এই যোজনায় কৃষকদের বছরে ৬০০০ টাকার সাহায্য করা হয় ৷ তিনটি কিস্তিতে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়ে থাকে ৷
advertisement
advertisement
কোন কৃষকরা এই যোজনার সুবিধা পেয়ে থাকন ?
কৃষক পরিবারের কোনও সদস্য ট্যাক্স জমা দিয়ে থাকলে এই যোজনার সুবিধা পাবেন না ৷ পরিবারের সদস্য হিসবে এখানে স্বামী-স্ত্রী ও সন্তানকে ধরা হবে ৷ এই যোজনার সুবিধা পাওয়ার জন্য নিজের নামে কৃষি যোগ্য জমি থাকা বাধ্যতামূলক ৷ বাবা বা দাদুর নামে থাকা জমি থাকলে যোজনার সুবিধা মিলবে না ৷
advertisement
একই জমির জন্য স্বামী-স্ত্রী দু’জনেই কী লাভ নিতে পারবেন ?
স্বামী-স্ত্রীর মধ্যে যে কোনও একজন এই যোজনার লাভ নিলে অপরজন এই যোজনার বেনিফিট পাবেন না ৷ কোনও কৃষি মালিক সরকারি চাকরি করলে তিনি এই যোজনার সুবিধা পাবেন না ৷ রেজিস্টার্ড চিকিৎসক, ইঞ্জিনিয়র, আইনজীবী, সিএ-দের এই যোজনার বাইরে রাখা হয়েছে ৷ কোনও কৃষক যদি বছরে ১০ হাজার টাকা পেনশন পেয়ে থাকেন তাহলে তিনি এই যোজনার সুবিধা নিতে পারবেন না ৷
advertisement
কোন নম্বরে ফোন করে সমস্ত তথ্য পেয়ে যাবেন ?
  • পিএম কিষান সম্মান যোজনার ল্যান্ডলাইন নম্বর 011—23381092, 23382401
  • পিএম কিষান যোজনার টোল ফ্রি নম্বর- 18001155266
  • পিএম কিষান যোজনার হেল্পলাইন নম্বর- 155261, 0120-6025109
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা সম্বন্ধে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি অবশ্যই জেনে নিন....
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement