HDFC ও স্টেট ব্যাঙ্কের পর এবার এই ব্যাঙ্কও সুদের হার বাড়াল ফিক্সড ডিপোজিটে
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
নতুন সুদের হার ১৪ মার্চ ২০২২ থেকে লাগু করে দেওয়া হয়েছে ৷
#নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক ও অ্যাক্সিস ব্যাঙ্কের পর এবার ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করল ৷ IndusInd Bank এর নতুন সুদের হার ১৪ মার্চ ২০২২ থেকে লাগু করে দেওয়া হয়েছে ৷
প্রি ম্যাচিউর উইথড্রয়েল ও নন উইথড্রয়েল, দুটি ক্যাটাগরির জন্য ৫ কোটি বা তার বেশি টাকার এফডি-র সুদের হার বদল করেছে IndusInd Bank ৷ ৬১ মাসের বেশি এবং ১০ বছরের জন্য ১০ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকার মধ্যে জমা টাকায় ৪.৯ শতাংশ সুদ মিলবে ৷ ৬১ মাসের উপর এবং ১০ বছরের জন্য ৫ কোটি থেকে ৫.৫ কোটি টাকা এবং ৫.৭৫ কোটি থেকে ১০ কোটি টাকা জন্য এবার থেকে এ৪.৮ শতাংশ সুদ দেবে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ৷
advertisement
advertisement
১ বছর থেকে ১০ বছর পর্যন্ত ৫.৫০ কোটি থেকে ৫.৭৫ কোটি টাকার ফিক্সড ডিপোজিটে ৪.২৫ শতাংশ সুদ দিচ্ছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ৷ ৭ দিন থেকে ১ বছরের কম এফডি-তে মিলবে ৩.১-৩.৫ শতাংশ সুদ ৷ ৫.৫ কোটি টাকা থেকে ১০ কোটি টাকার এফডি ছাড়া ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ১ বছরের বেশি এবং ৬১ মাসের কম এফডিতে ৪.৭ শতাংশ থেকে ৪.৮৫ শতাংশ সুদ দিচ্ছে ৷ ৭ দিন থেকে ১ বছরের কম সময়ের এফডি-তে মিলবে ৩.১ শতাংশ থেকে ৪.৭৫ শতাংশ সুদ ৷ নন উইথড্রয়েস এফডি-র জন্য ৫ কোটি টাকা থেকে শুরু হয়ে ১০০ কোটি টাকা পর্যন্ত মিলবে ৩.১ শতাংশ থেকে ৫ শতাংশ সুদের হার ৷
advertisement
সময়ের আগে উইথড্রয়েলের ক্ষেত্রে কী হবে
টাকা জমা দেওয়ার ৭ দিনের মধ্যে এবং ম্যাচিউরিটির আগে টাকা তুলে নিলে ব্যাঙ্কের তরফে কোনও সুদ দেওয়া হবে না ৷ সময়ের আগে টাকা তুললে ব্যাঙ্কের তরফে ১ শতাংশ পেনাল্টি নেওয়া হয় ৷ নন উইথড্রয়েল টার্মের ক্ষেত্রে ম্যাচিউরিটির আগে টাকা তোলার সুবিধা মিলবে না ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 15, 2022 2:26 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
HDFC ও স্টেট ব্যাঙ্কের পর এবার এই ব্যাঙ্কও সুদের হার বাড়াল ফিক্সড ডিপোজিটে