RBI-এর কোপের মুখে দেশের ৮টি ব্যাঙ্ক, আপনার অ্যাকাউন্ট নেই তো এই ব্যাঙ্কে ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কোন ব্যাঙ্কের উপরে জরিমানা লাগানো হয়েছে ?
#নয়াদিল্লি: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India -RBI) মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, মণিপুর, গুজরাট, হিমাচল ও উত্তর প্রদেশের ৮টি কো-অপারেটিভ ব্যাঙ্কের উপরে ১২ লক্ষ টাকার বেশি জরিমানা ধার্য করা হয়েছে ৷ নিয়ম ভঙ্গের জেরে এই ব্যাঙ্কগুলি জরিমানার কোপের মুখে পড়তে হয়েছে ৮টি সহকারী ব্যাঙ্ককে ৷
পশ্চিমবঙ্গের বারাসতের নবপল্লী সহকারী ব্যাঙ্কের (Nabapalli Cooperative Bank) উপরে সবচেয়ে বেশি অর্থাৎ ৪ লাখ টাকার জরিমানা ধার্য করেছে রিজার্ভ ব্যাঙ্ক ৷ এর আগে আরবিআই চিনা সংস্থাগুলির সঙ্গে ডেটা ভাগ করে নেওয়ার জন্য ফিনটেক সংস্থা পেটিএম-এর বিরুদ্ধে তদন্ত করেছিল এবং ১১ মার্চ একটি নির্দেশে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের উপর (Paytm Payments Bank) নতুন গ্রাহক যুক্ত করার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে ৷
advertisement
advertisement
কোন ব্যাঙ্কের উপরে জরিমানা লাগানো হয়েছে ?
রিজার্ভ ব্যাঙ্কের তরফে যে ব্যাঙ্কগুলির জরিমানা লাগানো হয়েছে তার মধ্যে মধ্যপ্রদেশের জেলা সহকারী কেন্দ্রীয় ব্যাঙ্ক মর্যাদিত (Jila Sahakari Kendriya Bank Maryadit), মণিপুরের মণিপুর মহিলা সহকারী ব্যাঙ্ক (Manipur Women’s Cooperative Bank), উত্তরপ্রদেশে ইউনাইটেড ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক (United India Co-operative Bank), হিমাচল প্রদেশের বঘাট আর্বান কো-অপারেটিভ ব্যাঙ্ক (Baghat Urban Co-operative Bank) ও গুজরাটের নবনির্মাণ সহকারী ব্যাঙ্ক (Navnirman Co-operative Bank) সামিল রয়েছে ৷ এই ব্যাঙ্কগুলির উপর বেশিরভাগ ১ লক্ষ টাকার জরিমানা লাগানো হয়েছে ৷
advertisement
সবচেয়ে কম জরিমানা লাগানো হয়েছে Faiz Mercantile Co-operative Bank ৷ ব্যাঙ্কের এক ডিরেক্টরের আত্মীয়কে নিয়মের বিরুদ্ধে ঋণ দেওয়ার জন্য ব্যাঙ্ককে ২৫০০০ টাকা জরিমানা দিতে হবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 15, 2022 9:02 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RBI-এর কোপের মুখে দেশের ৮টি ব্যাঙ্ক, আপনার অ্যাকাউন্ট নেই তো এই ব্যাঙ্কে ?