রয়েছে বড়সড় চমক, নিজেদের ব্যবসা বাড়ানোর পরিকল্পনা ঘোষণা S.M Group-এর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
S.M Group announced business expansion plan: এই সাংবাদিক সম্মেলনে ব্যবসা বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করার পাশাপাশি এস এম গ্রুপ লঞ্চ করেছে তাদের নতুন টিএমটি বার গোবিন্দা (GOVVINDA)।
#কলকাতা: এস এম গ্রুপ (S.M Group) নিজেদের ব্যবসা বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করল। সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এস এম গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মনীষ খেমকা (Manish Khemka)। এ ছাড়াও এস এম গ্রুপের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার অন্যান্য সদস্যরাও (S.M. Group announced business expansion plan)।
শুধু তা-ই নয়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এম গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য ভাইস প্রেসিডেন্ট বিজনেস ডেভেলপমেন্ট নীল মনি সিং (Neel Mani Singh), ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং ও সেলস বিক্রমজিৎ সিং (Vikramjeet Singh), জিএম মার্কেটিং ও সেলস অরিন্দম প্রামাণিক (Arindam Pramanik)। এই সাংবাদিক সম্মেলনে ব্যবসা বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করার পাশাপাশি এস এম গ্রুপ লঞ্চ করেছে তাদের নতুন টিএমটি বার গোবিন্দা (GOVVINDA)।
advertisement
advertisement

বর্তমানে এস এম গ্রুপ হল খনিজ ও আকরিকের অন্যতম প্রধান রফতানিকারক ও আমদানিকারক সংস্থা। শুধু তা-ই নয়, এই সংস্থা স্টিলও উৎপাদন করে। এস এম গ্রুপের কর্পোরেট অফিস রয়েছে কলকাতায়, এবং এই সংস্থার প্লান্ট রয়েছে ঝাড়খণ্ডের জামশেদপুরে। এস এম গ্রুপ তাদের ব্যবসা শুরু করেছিল রফতানি ও মাইনিং দিয়ে। ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে এস এম গ্রুপের ব্যবসা ছড়িয়ে পড়েছে। বর্তমানে এই সংস্থার ব্যবসার মধ্যে রয়েছে ডিআরআই ইউনিট, এসএমএস ইউনিট, কাস্টিং মিল, অটোমেটেড রোলিং মিল, পাওয়ার প্লান্ট ইত্যাদি। এস এম গ্রুপ পেয়েছে আইএসও (ISO)-৯০০১, ১৪০০১ এবং ওএইচএসএএস (OHSAS)১৮০০১ সার্টিফিকেট।
advertisement
এস এম গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মনীষ খেমকা জানিয়েছেন যে, বর্তমানে তাঁদের সংস্থা প্রতিদিন প্রায় ৬০০ টন স্পঞ্জ আয়রন উৎপাদন করে থাকে। ধীরে ধীরে উৎপাদনের পরিমাণ বাড়ানো হবে। এপ্রিল মাসের মধ্যে প্রায় ১২০০ টন এবং ডিসেম্বর মাসের মধ্যে প্রায় ১৮০০ টন স্পঞ্জ আয়রন উৎপাদন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
advertisement
সেই সঙ্গে তিনি এ-ও বলেন যে, “ভবিষ্যতে পুরুলিয়া ও ঝাড়খণ্ডে প্লান্ট খোলার পরিকল্পনা রয়েছে আমাদের। এর জন্য আমরা উপযুক্ত জমি খুঁজে চলেছি যেখানে জল এবং রেলের সুবিধা পাওয়া যাবে। বর্তমানে আমাদের সংস্থাতে প্রায় ১০০০ জন কর্মী রয়েছেন। কিন্তু ভবিষ্যতে এই কর্মীর সংখ্যা প্রায় ৪০০০ করার পরিকল্পনা রয়েছে। নতুন টিএমটি বার গোবিন্দার হাত ধরে আমাদের সংস্থার নতুন সফর শুরু হয়েছে। ভবিষ্যতে এই টিএমটি বার-এর ব্যবসার উপরেও আমাদের নজর থাকবে। এখানেই শেষ নয়, আয়রন ও স্টিল ইন্ডাস্ট্রির উপরেও আমাদের নজর রয়েছে। আমাদের লক্ষ্য হল, প্রিমিয়াম গ্লোবাল বিজনেস।”
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 29, 2022 10:27 AM IST