Shweta Tiwari: ‘‘আমি দুঃখিত...’’, ‘ব্রা ও ভগবান’ নিয়ে বিতর্কে ক্ষমা চাইলেন শ্বেতা তিওয়ারি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Shweta Tiwari issues an apology: শ্বেতা বলেছেন, যা ঘটেছে সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং দুঃখজনক ৷ তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যাই করা হয়েছে ৷
মুম্বই: ঈশ্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে অভিনেত্রী শ্বেতা তিওয়ারি (Shweta Tiwari) ৷ তাঁর ‘ব্রা’ মন্তব্যের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ এই বিতর্কিত মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ৷ কিন্তু শ্বেতা এর জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন ৷ বলেছেন, কোনও ধর্ম বা মানুষের ভাবাবেগে আঘাত করার তাঁর কোনও অভিপ্রায় ছিল না ৷ যা ঘটেছে সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং দুঃখজনক ৷ তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যাই করা হয়েছে (Shweta Tiwari issues an apology) ৷
আরও পড়ুন-Shweta Tiwari Viral Video: ‘ভগবান আমার ব্রা-এর মাপ নিচ্ছেন...’ শ্বেতার মন্তব্যে জোর বিতর্ক
সম্প্রতি একটি ওয়েব সিরিজে কাজ করেছেন শ্বেতা (Shweta Tiwari)। আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে তাঁর ওয়েব সিরিজ, যার নাম হল “শো স্টপার”। সেই কারণে মধ্যপ্রদেশের ভোপাল শহরে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই এক বিতর্কিত মন্তব্য করে বসেন অভিনেত্রী। এই ওয়েব সিরিজে শ্বেতার সঙ্গে কাজ করেছেন সৌরভ রাজ জৈন (Sourabh Raaj Jain)। সৌরভ এর আগে ‘মহাভারত’ ধারাবাহিকে শ্রীকৃষ্ণের চরিত্রে কাজ করে খ্যাতি লাভ করেছেন। শো স্টপার ওয়েব সিরিজে তিনি একজন অন্তর্বাস নির্মাতার চরিত্রে অভিনয় করেছেন। শ্বেতা ঠাট্টার ছলে বলেন যে এবার স্বয়ং ভগবান আমার অন্তর্বাসের মাপ নেবেন (Shweta Tiwari Viral Video)। ব্যস এরপরেই শ্বেতার ওই মন্তব্যের ভিডিও ভাইরাল হয়ে যায় সর্বত্র ৷ তাঁর বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করা হয় ৷
advertisement
advertisement
শ্বেতা তিওয়ারি নিজের বিবৃতিতে জানিয়েছেন, ‘‘ আমার এক মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে ৷ ভালোভাবে শুনলেই বোঝা যাবে ওই কথা আমি কেন বলেছি ৷ এখানে ‘ভগবান’ কথার অর্থ কী ৷ মিডিয়ার সঙ্গে কথা বলার সময় একটা উদাহরণ দেওয়ার জন্যই ওই কথা আমি বলেছিলাম ৷ কিন্তু তার সম্পূর্ণ অন্য অর্থ বের করা হয় ৷ যা অত্যন্ত দুঃখজনক ৷ আমি নিজেই ঈশ্বরে বিশ্বাসী ৷ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনওভাবেই কাউকে আঘাত দেওয়ার ইচ্ছা আমার ছিল না ৷ তাও আমি এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ৷ ’’
advertisement
শ্বেতার এই মন্তব্য ভালো মনে গ্রহণ করেননি অনেকেই। মধ্যপ্রদেশে এই মন্তব্যের তীব্র সমালোচনা করে তাঁর ছবি পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়। সেই রাজ্যের মন্ত্রী নরোত্তম মিশ্র (Narottam Mishra) এখন বিষয়টির তত্ত্বাবধান করছেন। তিনি শ্বেতার এই মন্তব্য নিয়ে পর্যালোচনা করার পর একটি রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় পুলিশকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 29, 2022 8:40 AM IST