দুবাই: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) বান্ধবী বলে কথা ৷ বার্থ দে সেলিব্রেশনে কিছু না কিছু চমক তো থাকবেই ৷ জিওর্জিনা রদ্রিগেজের জন্মদিন ধুমধাম ভাবেই পালন করা হল দুবাইতে ৷ সেই পার্টিতে ছিল প্রচুর চমক (Cristiano Ronaldo illuminates Burj Khalifa on girlfriend Georgina Rodriguez's birthday) ৷
বান্ধবীর জন্য বুর্জ খালিফায় (Burj Khalifa) লেজার শো-এর ব্যবস্থা করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ লেজার শো-এ রাঙিয়ে দিলেন বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং ৷ যে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি ৷
আরও পড়ুন-‘‘আমি দুঃখিত...’’, ‘ব্রা ও ভগবান’ নিয়ে বিতর্কে ক্ষমা চাইলেন শ্বেতা তিওয়ারি
নেটফ্লিক্সে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে জিওর্জিনা রদ্রিগেজের ওয়েব সিরিজ ‘ আই অ্যাম জিওর্জিনা’ ৷ সেই ছবিই ভেসে ওঠে বুর্জ খালিফায় ৷ ওয়েব সিরিজের বেশ কিছু দৃশ্য দেখানো হয় বুর্জ খালিফায় ৷ সবমিলিয়ে একেবারে জমজমাট আয়োজন ৷ সারা বিশ্বে ছড়িয়ে থাকা রোনাল্ডোর কোটি কোটি ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন জিওর্জিনাকে ৷ রোনাল্ডো নিজেও ইনস্টাগ্রামে শেয়ার করেন বান্ধবীর জন্মদিন সেলিব্রেশনের ভিডিও ৷
View this post on Instagram
ইনস্টাগ্রামে করা পোস্টে রোনাল্ডো লিখেছেন, ‘অনেক শুভেচ্ছা, আমার ভালোবাসা।’
আরও পড়ুন-Viral Video: ডালের প্যাকেটে মিলল মরা ইঁদুর ! হিমাচল প্রদেশের সিরমৌরের ঘটনা
বুর্জ খালিফায় কিছু বাণিজ্যিক প্রচার বা বিজ্ঞাপন হিসেবে দিতে চাইলে তার খরচ প্রচুর ৷ তা কারোরই অজানা নয় ৷ কিন্তু সেই খরচ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো ধনী ফুটবলারের কাছে কিছুই নয় ৷ তাই বান্ধবীর জন্য খরচ করে ফেললেন ৫০,০০০ পাউন্ড ৷ ভারতীয় মুদ্রায় যা ৫০ লক্ষের কিছু বেশি ৷ যা রোনাল্ডোর দৈনিক আয়-ই বলা যেতে পারে ৷ বুর্জ খালিফায়ে লেজার শো-র পর ব্যবস্থা ছিল গ্র্যান্ড ডিনারেরও ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Christiano Ronaldo