ফের লেন্ডিং রেট বাড়াল SBI, ফলে গ্রাহকদের উপর আরও বাড়তে পারে সুদের বোঝা

Last Updated:

SBI Lending Rates: কোন ক্ষেত্রে কত টাকা বাড়বে ইএমআই, সেই হিসেবে ব্যাঙ্ক এখনও দেয়নি।

#কলকাতা: গত কয়েক মাস ধরে টানা বাড়ছে মূল্যবৃদ্ধির হার। তার সঙ্গেই পাল্লা দিয়ে আরও একবার লেন্ডিং রেট বাড়াল এসবিআই। এপ্রিল-মে মাসে এসবিআই-এর লেন্ডিং রেট বেড়েছিল ১০ বেসিস পয়েন্ট। সম্প্রতি (১৪ জুলাই) মার্জিনাল কস্ট লেন্ডিং রেট আরও দশ পয়েন্ট বাড়িয়েছে এসবিআই। অর্থাৎ চলতি মাস থেকেই বাড়ি-গাড়ি যাবতীয় ঋণের ক্ষেত্রে পরিশোধযোগ্য অর্থের অঙ্কটা বাড়বে। কোন ক্ষেত্রে কত টাকা বাড়বে ইএমআই, সেই হিসেবে ব্যাঙ্ক এখনও দেয়নি। তবে পুরনো সব ক্ষেত্রেই গুনতে হবে আরো বেশি টাকা। নতুন করে ঋণ নিলেও বাড়বে সুদের বোঝা।
উল্লেখ্য এপ্রিল মাস থেকেই লেন্ডিং রেট বাড়িয়ে চলেছে এসবিআই। মে মাসে রেপো রেট ৪০ বিসিএস পয়েন্ট বাড়ায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফলে সুদের বোঝা বাড়ে গ্রাহকদের ওপর। শুধু এসবিআই নয় সাম্প্রতিককালে ব্যাঙ্ক অফ বরোদা, এইচডিএফসি ব্যাঙ্ক লেন্ডিং রেট বাড়িয়েছে। আর্থিক বিশেষজ্ঞদের মতে ব্যাঙ্কগুলি মূল্যবৃদ্ধির হার নিয়ন্ত্রণে রাখতেই লেন্ডিং রেট বাড়াচ্ছে। এসবিআই-এর ক্ষেত্রে এই ব্যবস্থা কার্যকরী হয়েছে ১৫ জুলাই থেকেই।
advertisement
advertisement
নতুন ব্যবস্থায়
  • ছয় মাসের ক্ষেত্রে, যেখানে দিতে হত — ৭,৩৫ শতাংশ; এখন সেখানে দিতে হচ্ছে — ৭.৪৫ শতাংশ।
  • এক বছরের ক্ষেত্রে, যেখানে দিতে হত — ৭,৪০ শতাংশ; এখন সেখানে দিতে হচ্ছে — ৭.৫০ শতাংশ।
  • দুই বছরের ক্ষেত্রে, যেখানে দিতে হত — ৭,৬০ শতাংশ; এখন সেখানে দিতে হচ্ছে — ৭.৭০ শতাংশ।
  • তিন বছরের ক্ষেত্রে, ৭.৭ শতাংশ বেড়ে হচ্ছে ৭.৮ শতাংশ।
advertisement
অবশ্য আর্থিক মহল মনে করিয়ে দিচ্ছে এসবিআই-এর লেন্ডিং রেট এখনও বেসকারি ব্যাঙ্কের থেকে কম। যেমন ধরা যাক এইচডিএফসি ব্যাঙ্কের কথা। এখানে পরিবর্ধিত লেন্ডিং রেটের ফলে গ্রাহককে ঋণের ক্ষেত্রে অনেকটাই বেশি সুদ গুণতে হয়।
advertisement
এইচডিএফসি লেন্ডিং রেট
  • এক রাতের ক্ষেত্রে: পুরনো রেট — ৭.১৫ শতাংশ; নতুন রেট — ৭.৫০ শতাংশ প্রতিমাসে
  • একমাসের ক্ষেত্রে, যেখানে দিতে হত — ৭,২০ শতাংশ; এখন সেখানে দিতে হচ্ছে — ৭.৫৫ শতাংশ।
  • তিনমাসের ক্ষেত্রে, যেখানে দিতে হত — ৭,২৫ শতাংশ; এখন সেখানে দিতে হচ্ছে — ৭.৬০ শতাংশ।
  • ছয় মাসের ক্ষেত্রে, যেখানে দিতে হত — ৭,৩৫ শতাংশ; এখন সেখানে দিতে হচ্ছে — ৭.৭০ শতাংশ।
  • এক বছরের ক্ষেত্রে, যেখানে দিতে হত — ৭,৫০ শতাংশ; এখন সেখানে দিতে হচ্ছে — ৭.৮৫ শতাংশ।
  • দুই বছরের ক্ষেত্রে, যেখানে দিতে হত — ৭,৬০ শতাংশ; এখন সেখানে দিতে হচ্ছে — ৭.৯৫ শতাংশ।
  • তিন বছরের ক্ষেত্রে, যেখানে দিতে হত — ৭,৭০ শতাংশ; এখন সেখানে দিতে হচ্ছে — ৮.০৫ শতাংশ।
advertisement
উল্লেখ্য বেসিস পয়েন্ট মানে এক শতাংশের ১০০ ভাগের এক ভাগ। অন্যভাবে বললে ১০০ বেসিস পয়েন্ট মানে ১ শতাংশ। অর্থাৎ এসবিআই গ্রাহকদের ক্ষেত্রে লোন ইএমআই-এর পরিমাণ .১০ বাড়তে পারে শতাংশ।
উল্লেখ্য অর্থনীতি নিয়ে মাথাব্যথার আরও কারণ রয়েছে। সোমবারই একসময় ডলার ৮০ টাকায় পৌছেছে। অর্থমন্ত্রকের দাবি অশোধিত তেলের চড়া দাম,রুশ ইউক্রেন যুদ্ধই এর কারণ। এছাড়া ক্রমাগত ভারতীয় বাজার থেকে পুঁজি সরিয়েছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। ঘটনার নির্যাস, একদিকে ঋণের বোঝা বাড়ছে অন্য দিকে টাকার পতনের ফলে পেট্রল ডিজেল মহার্ঘ্য হওয়ার সম্ভাবনা। মনে করা হচ্ছে বাদল অধিবেশনে বিরোধিরা সুর চড়াবে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ফের লেন্ডিং রেট বাড়াল SBI, ফলে গ্রাহকদের উপর আরও বাড়তে পারে সুদের বোঝা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement