News Rules: ব্যাঙ্কে বড় অঙ্কের টাকা জমা থাকলে জেনে রাখুন এই নয়া নিয়ম, না হলে পড়তে হবে সমস্যায়

Last Updated:

New Rules: শুধু তাই নয় নির্ধারিত সীমার বেশি টাকা রাখলে মোটা টাকা জরিমানা হতে পারে ৷

#নয়াদিল্লি: অবৈধ ক্যাশ লেনদেনের উপর লাগাম টানার জন্য কেন্দ্র সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়ে থাকে ৷ নগদ টাকা লেনদেনের সীমা সংশোধন করা হয়েছে ৷ এর পাশাপাশি এক বা একের বেশি ব্যাঙ্কে একটি অর্থবর্ষে বড় অঙ্কের ক্যাশ জমা করার জন্য প্যান ও আধার কার্ড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ অর্থাৎ এবার থেকে বড় অঙ্কের টাকা জমা করার সময় প্যান ও আধার কার্ড থাকা বাধ্যতামূলক ৷ শুধু তাই নয় নির্ধারিত সীমার বেশি টাকা রাখলে মোটা টাকা জরিমানা হতে পারে ৷
নয়া নিয়ম অনুযায়ী, ব্যাঙ্কে ২০ লক্ষ টাকার বেশি জমা রাখলে বা তুললে প্যান ও আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক ৷ ১০ মে ২০২২, সরকারের তরফে একটি নোটিফিকেশন জারি করে এই নিয়ম লাগু করে দেওয়া হয়েছে ৷ CBDT আয়কর নিয়ম অনুযায়ী, এই নতুন নিয়ম তৈরি করেছে ৷ কোনও ব্যক্তি যদি ব্যাঙ্কিং সংস্থা বা ডাকঘরে এক বা একাধিক অ্যাকাউন্টে একটি অর্থবর্ষে মোট ২০ লক্ষ টাকার বা তার বেশি অঙ্কের টাকা জমা করলে তাদের জন্য প্যান ও আধার কার্ড থাকা বাধ্যতামূলক ৷
advertisement
advertisement
যাঁদের কাছে প্যান নম্বর নেই তাঁরা কী করবেন ?
প্যান না থাকলে একদিনে ৫০,০০০ টাকার লেনদেন বা এক অর্থবর্ষে ২০ লক্ষ টাকার বেশি লেনদেনের কমপক্ষে সাতদিন আগে প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে ৷
সরকার একদিনে ২ লক্ষ টাকার বেশি ক্যাশ লেনদেন না করারই পরামর্শ দিয়ে থাকে ৷ এই নিয়ম উলঙ্ঘন করলে মোটা টাকা জরিমানা দিতে হতে পারে ৷
advertisement
হেলথ ইনস্যুরেন্সের জন্য ক্যাশ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়ে থাকে ৷
সম্পতি লেনদেনের ক্ষেত্রে অধিকতম ২০,০০০ টাকার লেনদেনের অনুমতি দেওয়া হয়ে থাকে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
News Rules: ব্যাঙ্কে বড় অঙ্কের টাকা জমা থাকলে জেনে রাখুন এই নয়া নিয়ম, না হলে পড়তে হবে সমস্যায়
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement