News Rules: ব্যাঙ্কে বড় অঙ্কের টাকা জমা থাকলে জেনে রাখুন এই নয়া নিয়ম, না হলে পড়তে হবে সমস্যায়
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
New Rules: শুধু তাই নয় নির্ধারিত সীমার বেশি টাকা রাখলে মোটা টাকা জরিমানা হতে পারে ৷
#নয়াদিল্লি: অবৈধ ক্যাশ লেনদেনের উপর লাগাম টানার জন্য কেন্দ্র সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়ে থাকে ৷ নগদ টাকা লেনদেনের সীমা সংশোধন করা হয়েছে ৷ এর পাশাপাশি এক বা একের বেশি ব্যাঙ্কে একটি অর্থবর্ষে বড় অঙ্কের ক্যাশ জমা করার জন্য প্যান ও আধার কার্ড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ অর্থাৎ এবার থেকে বড় অঙ্কের টাকা জমা করার সময় প্যান ও আধার কার্ড থাকা বাধ্যতামূলক ৷ শুধু তাই নয় নির্ধারিত সীমার বেশি টাকা রাখলে মোটা টাকা জরিমানা হতে পারে ৷
নয়া নিয়ম অনুযায়ী, ব্যাঙ্কে ২০ লক্ষ টাকার বেশি জমা রাখলে বা তুললে প্যান ও আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক ৷ ১০ মে ২০২২, সরকারের তরফে একটি নোটিফিকেশন জারি করে এই নিয়ম লাগু করে দেওয়া হয়েছে ৷ CBDT আয়কর নিয়ম অনুযায়ী, এই নতুন নিয়ম তৈরি করেছে ৷ কোনও ব্যক্তি যদি ব্যাঙ্কিং সংস্থা বা ডাকঘরে এক বা একাধিক অ্যাকাউন্টে একটি অর্থবর্ষে মোট ২০ লক্ষ টাকার বা তার বেশি অঙ্কের টাকা জমা করলে তাদের জন্য প্যান ও আধার কার্ড থাকা বাধ্যতামূলক ৷
advertisement
advertisement
যাঁদের কাছে প্যান নম্বর নেই তাঁরা কী করবেন ?
প্যান না থাকলে একদিনে ৫০,০০০ টাকার লেনদেন বা এক অর্থবর্ষে ২০ লক্ষ টাকার বেশি লেনদেনের কমপক্ষে সাতদিন আগে প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে ৷
সরকার একদিনে ২ লক্ষ টাকার বেশি ক্যাশ লেনদেন না করারই পরামর্শ দিয়ে থাকে ৷ এই নিয়ম উলঙ্ঘন করলে মোটা টাকা জরিমানা দিতে হতে পারে ৷
advertisement
হেলথ ইনস্যুরেন্সের জন্য ক্যাশ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়ে থাকে ৷
সম্পতি লেনদেনের ক্ষেত্রে অধিকতম ২০,০০০ টাকার লেনদেনের অনুমতি দেওয়া হয়ে থাকে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 19, 2022 5:03 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
News Rules: ব্যাঙ্কে বড় অঙ্কের টাকা জমা থাকলে জেনে রাখুন এই নয়া নিয়ম, না হলে পড়তে হবে সমস্যায়