EPFO: ঝুঁকির মুখে চাকুরিজীবীরা! ইপিএফ-এ জমা টাকার ২০ শতাংশ শেয়ার বাজারে বিনিয়োগ করা হতে পারে
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
EPFO: সূত্রের খবর আগামী ২৯ ও ৩০ জুলাই ইপিএফও-র কেন্দ্রীয় অছি পরিষদের বৈঠক রয়েছে। সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
#নয়াদিল্লি: এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডে জমা হওয়া মোট টাকার কুড়ি শতাংশ শেয়ার বাজারে বিনিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারে কেন্দ্র। সূত্রের খবর আগামী ২৯ ও ৩০ জুলাই ইপিএফও-র কেন্দ্রীয় অছি পরিষদের বৈঠক রয়েছে। সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। চাকুরিরত সাধারণ মানুষের সঞ্চিত অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ কতটা নিরাপদ, সে ব্যাপারে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষত এলআইসি-র আইপিও মুখ থুবড়ে পড়ায় সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। কিন্তু পাল্টা যুক্তিও দিচ্ছে আর্থিক মহল। তাদের বক্তব্য শেয়ার বাজারে রিটার্ন বেশি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এতে তহবিল বাড়ানো অনেক সহজ হবে।
বছর সাতেক আগে, অর্থাৎ ২০১৫ সালের অগাস্ট মাসের প্রথম ইপিএফ-এর পুঁজি শেয়ারবাজারে খাটানো শুরু হয়। এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের মাধ্যমে তখন টাকা খাটানো শুরু হয়েছিল। তখন স্থির হয়েছিল সর্বোচ্চ ৫% টাকা শেয়ার বাজারে ঘোরানো হবে। ঋণপত্রে রিটার্নের সম্ভাবনা কম, এই যুক্তিতেই ধাপে ধাপে সেই লগ্নির পরিমাণ বাড়তে থাকে। ক্রমে তা ৫ শতাংশ থেকে বেড়ে ১৫ শতাংশ হয়। এই কারণেই সরকার চাইছে, পুরনো পদ্ধতিতে রিটার্নের আশা ছেড়ে সংস্কারের পথে হাঁটতে, এমনটাই মত সংশ্লিষ্ট মহলের।
advertisement
advertisement
ইপিএফ-এর টাকা শেয়ারে লগ্নির পক্ষে পরিসংখ্যানও দিচ্ছেন আর্থিক বিশেষজ্ঞরা। তাঁরা দেখাচ্ছেন ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবর্ষে শেয়ারে রাখার এপিএফ-এর টাকা অনেকটাই বেড়েছে। রিটার্ন এসছে ১৪.৭৩ শতাংশ এবং ১৬.২৭ শতাংশ। তাঁদের বক্তব্য এই রিটার্ন ঋণপত্র থেকে পাওয়া সম্ভব নয়। সেই কারণেই সামান্য ঝুঁকি নেওয়া। ট্রেড ইউনিয়নগুলি অবশ্য আশঙ্কা করছে, এ ভাবে আর্থিক ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে লক্ষ লক্ষ চাকুরিজীবীকে।
advertisement
প্রসঙ্গত এ ব্যাপারে ইপিএফও অ্যাডভাইসারি বডি ফিনান্স অডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিটি সমর্থন জানিয়েছে। তাদের মতামত রাখা হবে ইপিএফও-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টির সামনে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি জানাচ্ছেন অছি পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাশ হলেই কুড়ি শতাংশ অর্থ শেয়ার বিনিয়োগ করা যাবে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এর বিরুদ্ধে পথে নামতে পারে কিছু বাম ট্রেড ইউনিয়ন।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 19, 2022 6:04 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
EPFO: ঝুঁকির মুখে চাকুরিজীবীরা! ইপিএফ-এ জমা টাকার ২০ শতাংশ শেয়ার বাজারে বিনিয়োগ করা হতে পারে