কোটি কোটি গ্রাহকদের মেসেজ পাঠিয়ে অ্যালার্ট করল SBI

Last Updated:

এসএমএস -এর মাধ্যমে অ্যালার্ট পাঠাচ্ছে দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক এসবিআই ৷

#নয়াদিল্লি:  করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে মানুষকে বেশিরভাগ কাজ অনলাইনে করার পরামর্শ দেওয়া হচ্ছে যাতে সামাজিক দূরত্ব বজায় রাখা যায় ৷ কিন্তু তাতে বেড়েছে অন্য বিপদ ৷ লকডাউনের মধ্যে বেড়েই চলেছে অনলাইন ফ্রডের ঘটনা ৷ এর জেরে সরকার ও ব্যাঙ্কের তরফে তাদের গ্রাহকদের অ্যালার্ট করা হচ্ছে বারেবারে ৷ এসএমএস -এর মাধ্যমে ইনকাম ট্যাক্স রিফান্ড সংক্রান্ত মেসেজ নিয়ে গ্রাহকদের সতর্ক করেছে ব্যাঙ্ক ৷
ট্যুইট করে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে আয়কর বিভাগের নামে যদি কোনও মেসেজ এসে থাকে আইটি রিটার্ন সংক্রান্ত এবং তাতে যদি কোনও প্রোসেস ফলো করতে বলা হয় সেটি থেকে সাবধান থাকবেন ৷ কারণ ওটা ফ্রড মেসেজ ৷ গ্রাহকদের সতর্ক করে বলা হয়েছে এরকম কোনও মেসেজ পাঠানো লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না ৷ এবং সেখানে ব্যাঙ্ক সংক্রান্ত কোনও তথ্য যাতে শেয়ার না করেন সেই বিষয়েও সাবধান করা হয়েছে ৷
advertisement
ব্যাঙ্কের পাশাপাশি আয়কর বিভাগের তরফেও গ্রাহকদের আইটি রিটার্ন সংক্রান্ত ই-মেল ও মেসেজ সম্বন্ধে সতর্ক করা হয়েছে ৷ এরকম কোনও লিঙ্ক যেখানে রিফান্ডের আশ্বাস দেওয়া হয়েছে তাতে ক্লিক না করতে বলা হয়েছে ৷
advertisement
করোনা সঙ্কটের জেরে সরকারের তরফে আয়কর বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যাতে শীঘ্রই করদাতাদের তাদের রিফান্ড দিয়ে দেয় ৷ এরপর থেকেই আইটি-র তরফে করদাতাদের মেল পাঠানো হচ্ছিল ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কোটি কোটি গ্রাহকদের মেসেজ পাঠিয়ে অ্যালার্ট করল SBI
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement