#নয়াদিল্লি: করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে মানুষকে বেশিরভাগ কাজ অনলাইনে করার পরামর্শ দেওয়া হচ্ছে যাতে সামাজিক দূরত্ব বজায় রাখা যায় ৷ কিন্তু তাতে বেড়েছে অন্য বিপদ ৷ লকডাউনের মধ্যে বেড়েই চলেছে অনলাইন ফ্রডের ঘটনা ৷ এর জেরে সরকার ও ব্যাঙ্কের তরফে তাদের গ্রাহকদের অ্যালার্ট করা হচ্ছে বারেবারে ৷ এসএমএস -এর মাধ্যমে ইনকাম ট্যাক্স রিফান্ড সংক্রান্ত মেসেজ নিয়ে গ্রাহকদের সতর্ক করেছে ব্যাঙ্ক ৷
ট্যুইট করে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে আয়কর বিভাগের নামে যদি কোনও মেসেজ এসে থাকে আইটি রিটার্ন সংক্রান্ত এবং তাতে যদি কোনও প্রোসেস ফলো করতে বলা হয় সেটি থেকে সাবধান থাকবেন ৷ কারণ ওটা ফ্রড মেসেজ ৷ গ্রাহকদের সতর্ক করে বলা হয়েছে এরকম কোনও মেসেজ পাঠানো লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না ৷ এবং সেখানে ব্যাঙ্ক সংক্রান্ত কোনও তথ্য যাতে শেয়ার না করেন সেই বিষয়েও সাবধান করা হয়েছে ৷
ব্যাঙ্কের পাশাপাশি আয়কর বিভাগের তরফেও গ্রাহকদের আইটি রিটার্ন সংক্রান্ত ই-মেল ও মেসেজ সম্বন্ধে সতর্ক করা হয়েছে ৷ এরকম কোনও লিঙ্ক যেখানে রিফান্ডের আশ্বাস দেওয়া হয়েছে তাতে ক্লিক না করতে বলা হয়েছে ৷
করোনা সঙ্কটের জেরে সরকারের তরফে আয়কর বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যাতে শীঘ্রই করদাতাদের তাদের রিফান্ড দিয়ে দেয় ৷ এরপর থেকেই আইটি-র তরফে করদাতাদের মেল পাঠানো হচ্ছিল ৷
Taxpayers Beware! Please do not click on any fake link which promises to give refund. These are phishing messages and are not sent by the Income Tax Department. Please read the details carefully here https://t.co/90VSq32w0K #StaySafe #IndiaFightsCorona #StayAtHome#BeAware pic.twitter.com/gfF2RZDTpu
— Income Tax India (@IncomeTaxIndia) May 3, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Online Fraud, SBI, State Bank Of India