RIL AGM 2024: আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এজিএম; এর থেকে কী কী আশা করছেন বিনিয়োগকারীরা?

Last Updated:

Reliance Industries Limited Annual General Meeting 2024: বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এজিএম
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এজিএম
বৃহস্পতিবার অর্থাৎ ২৯ অগাস্ট ২০২৪ তারিখে অনুষ্ঠিত হতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৭-তম অ্যানুয়াল জেনারেল মিটিং (এজিএম)। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি। ভারতের বৃহত্তম এই শিল্পসংস্থা কীভাবে উদীয়মান সুযোগগুলিকে পুঁজি করে উন্নতির পরিকল্পনা করছে, তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন প্রায় ৩.৫ মিলিয়ন শেয়ারহোল্ডার।
জেএম ফিনান্সিয়ালের মতে, শেয়ারহোল্ডাররা রিলায়েন্সের ডিজিটাল এবং রিটেল ইউনিটগুলির সম্ভাব্য সর্বজনীন তালিকার জন্য টাইমলাইন খুঁটিয়ে দেখবেন। সেই সঙ্গে নতুন শক্তি প্রকল্পগুলির অগ্রগতির আপডেটও পর্যালোচনা করা হবে।
advertisement
advertisement
বিনিয়োগকারীরা রিলায়েন্স জিও অথবা রিলায়েন্স রিটেলের প্রারম্ভিক পাবলিক অফারিং সংক্রান্ত যে কোনও নির্দিষ্ট পরিকল্পনা কিংবা তারিখের জন্য গভীর ভাবে পর্যবেক্ষণ করবেন। ২০১৯-এর এজিএমে ম্যানেজমেন্টের তরফে উভয় ব্যবসার পরিকল্পনা পাঁচ বছরের মধ্যে লিস্ট করার পরিকল্পনার কথা ঘোষণা করেছিল।
সেই সময় থেকে এই সমস্ত লিস্টিংয়ের ঘোষণার একটি সময়সীমার জন্য বিনিয়োগকারীরা অধীরে আগ্রহে অপেক্ষা করে আসছেন। গ্লোবাল ব্রোকারেজ ফার্ম জেফারিজের অ্যানালিস্টদের মতে, ২০২৫-এ সর্বজনীন হতে পারে জিও। যার আনুমানিক মূল্য হবে ১১২ বিলিয়ন ডলার।
advertisement
O2C ব্যবসায় কৌশলগত শেয়ার বিক্রয়:
জেএম ফিনান্সিয়াল সার্ভিসেসের মতে, রিলায়েন্সের অয়েল-টু-কেমিক্যালস (O2C) সেগমেন্টে কোনও সম্ভাব্য কৌশলগত শেয়ার বিক্রয়ের উপরেও নজর রাখবেন বিনিয়োগকারীরা। সেই সঙ্গে এই ধরনের বিক্রয়ের ক্ষেত্রে সম্ভাব্য ক্রেতা, লেনদেনের মূল্য এবং কৌশলগত উপযোগিতা সংক্রান্ত সমস্ত তথ্য গভীর ভাবে পর্যবেক্ষণ করা হবে।
নতুন এনার্জি প্রকল্পগুলির অগ্রগতি:
নতুন এনার্জি সেক্টরে চলমান প্রকল্পগুলি সংক্রান্ত আপডেটের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভাবে আগ্রহ থাকবে। প্রজেক্ট কমিশনিং এবং এই উদ্যোগগুলি থেকে সম্ভাব্য উপার্জনের মূল্যায়নের জন্য নির্দিষ্ট সময়সীমার সন্ধান করবেন বিনিয়োগকারীরা। অর্থবর্ষ ২৪-এ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিজেদের সৌর উৎপাদন ব্যবসার ক্ষেত্রে ১ বিলিয়ন ডলার মূলধন বরাদ্দ করেছে। এই অগ্রগতি সংক্রান্ত বিষয়ে আরও গভীর অন্তর্দৃষ্টি প্রদান করবে এই এজিএম।
advertisement
জামনগরে একটি বড় গ্রিন এনার্জি কমপ্লেক্স তৈরি করছে রিলায়েন্স। থাকবে সোলার পিভি, এনার্জি স্টোরেজ, ইলেক্ট্রোলাইজার, ফুয়েল সেল এবং পাওয়ার ইলেকট্রনিক্স-সহ গিগা ফ্যাক্টরি। যদিও বিশ্লেষকদের মতে, এটি এগোচ্ছে খুবই ধীর গতিতে। প্রথম তিন বছরে প্রাথমিক ভাবে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ছিল। সেই তুলনায় মাত্র ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে।
advertisement
5G মানিটাইজেশন প্ল্যান:
এই এজিএম-এ জিও-র 5G নেটওয়ার্ক মানিটাইজেশন কৌশলগুলির জন্য ধারণা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে থাকবে রাজস্ব বৃদ্ধির জন্য 5G প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনা, সম্ভাব্য পার্টনারশিপ। এর পাশাপাশি কীভাবে রোলআউট সামগ্রিক আর্থিক কর্মক্ষমতা প্রভাবিত করতে পারে, সেটাও এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে।
advertisement
রিলায়েন্স জিও-র 5G রোলআউটে গতি আসছে। ফলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্টকের অ্যাপিল বাড়ানোর জন্য এজিএম-এ সাবস্ক্রাইবার গ্রোথ, রাজস্ব কৌশল এবং আন্তর্জাতিক সম্প্রসারণ পরিকল্পনা সংক্রান্ত আপেডট আশা করছেন বিশ্লেষকরা।
উত্তরাধিকার পরিকল্পনা:
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের উত্তরাধিকার পরিকল্পনা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংক্রান্ত বিষয়ের উপরেও নজর থাকছে। লিডারশিপ ট্রানজিশন বা নেতৃত্বপ্রদানের রূপান্তর, মূল নিযুক্তি এবং কীভাবে সংস্থার দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির সঙ্গে উত্তরাধিকার কৌশলের মেলবন্ধন ঘটানো হবে, সেদিকেও তাকিয়ে রয়েছেন বিনিয়োগকারীরা। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি ২০২২ সালে উত্তরাধিকার পরিকল্পনার ব্লুপ্রিন্ট প্রকাশ্যে এনেছিলেন। যেখানে জানা গিয়েছিল যে, রিটেল পরিচালনা করবেন কন্যা ইশা। বড় ছেলে আকাশ দেখবেন জিও এবং ছোট ছেলে অনন্ত দেখবেন এনার্জি ব্যবসা।
advertisement
গত বছরের এজিএম-এ মুকেশ আম্বানি ঘোষণা করেছিলেন যে, আগামী ৫ বছরের জন্য সংস্থার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে আসীন থাকবেন তিনিই। চলতি বছরে লিডারশিপ ট্রানজিশনের আপডেটের উপর গভীর ভাবে নজর রাখছেন বিনিয়োগকারীরা।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RIL AGM 2024: আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এজিএম; এর থেকে কী কী আশা করছেন বিনিয়োগকারীরা?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement