১০ বছরে পা দিল প্রধানমন্ত্রী Jan Dhan Yojana স্কিম, অ্যাকাউন্ট খোলা হয়েছে ৫২ কোটিরও বেশি, সুবিধাগুলো দেখুন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
আর্থিক প্রকল্পগুলির সুবিধা সরাসরি জনগণের কাছে পৌঁছে দিতেই প্রধানমন্ত্রী জন-ধন যোজনা স্কিম চালু করা হয়েছিল।
নয়াদিল্লি: দশ বছরে পা দিল প্রধানমন্ত্রী জন-ধন যোজনা স্কিম। ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর ১৫ অগাস্ট লালকেল্লা থেকে এই স্কিমের ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদি। দেশ জুড়ে স্কিম চালু হয় ২০১৪ সালের ২৮ অগাস্ট।
আর্থিক প্রকল্পগুলির সুবিধা সরাসরি জনগণের কাছে পৌঁছে দিতেই প্রধানমন্ত্রী জন-ধন যোজনা স্কিম চালু করা হয়েছিল। করোনা মহামারীর সময়ে নাগরিকদের আর্থিক সহায়তা বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই প্রকল্প। পিএম কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে মনরেগার টাকাও জন-ধন যোজনা স্কিমের মাধ্যমে সুবিধাভোগীর অ্যাকাউন্টে পাঠানো হয়।
advertisement
advertisement
প্রকল্পের দশম বর্ষ উদযাপনে বিশেষ ক্যুইজের আয়োজন করেছে কেন্দ্রীয় সরকার। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্কিম সংক্রান্ত প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে প্রশ্নমালা। যে কোনও ভারতীয় নাগরিক এই ক্যুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন।
২৮ অগাস্ট বুধবার সারাদিন নমো অ্যাপে লাইভ থাকবে ক্যুইজের প্রশ্ন। প্রতিযোগিরা ‘জন-ধন ১০/১০ চ্যালেঞ্জ’- অংশ নিতে পারবেন। স্কিম সম্পর্কিত ১০টি সহজ প্রশ্নের উত্তর দিতে হবে। বিজেতাকে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাক্ষরিত একটি বই।
advertisement
Today, we mark a momentous occasion— #10YearsOfJanDhan. Congratulations to all the beneficiaries and compliments to all those who worked to make this scheme a success. Jan Dhan Yojana has been paramount in boosting financial inclusion and giving dignity to crores of people,… pic.twitter.com/VgC7wMcZE8
— Narendra Modi (@narendramodi) August 28, 2024
advertisement
২০১৪ সালে ক্ষমতায় আসার পর সাধারণ মানুষকে আনুষ্ঠানিক ব্যাঙ্কিং ব্যবস্থার আওতায় নিয়ে আস্তে চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই লক্ষ্যেই চালু হয় জন-ধন স্কিম। দরিদ্র নাগরিকরা এই স্কিমে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলতে পারেন। বিভিন্ন সামাজিক নিরাপত্তা প্রকল্পের টাকা সেই অ্যাকাউন্টের মাধ্যমেই সুবিধাভোগীকে পাঠানো হয়।
আরও পড়ুন: Post Office Recurring Deposit-এ ১০ বছরে পাওয়া যেতে পারে ২৫ লাখ টাকা, জানুন ক্যালকুলেটর অনুযায়ী হিসেব
advertisement
সরকারি তথ্য অনুযায়ী, জন-ধন যোজনা স্কিমে আজ পর্যন্ত ৫২.৩৯ কোটিরও বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে। শুধু তাই নয়, সুবিধাভোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। সাধারণ সেভিংস অ্যাকাউন্টের মতোই জন-ধন যোজনা স্কিমে খোলা অ্যাকাউন্টে জমা পরিমাণের উপর সুদ দেওয়া হয়। সঙ্গে মেলে অতিরিক্ত কিছু সুবিধা। এগুলোই স্ট্যান্ডার্ড সেভিংস অ্যাকাউন্টের থেকে জন-ধন স্কিমে খোলা অ্যাকাউন্টকে আলাদা করে দিয়েছে।
advertisement
জন-ধন অ্যাকাউন্ট হোল্ডাররা ১ লক্ষ টাকার দুর্ঘটনাজনিত বিমা কভারেজ এবং ৩০ হাজার টাকার জীবন বিমা কভার পান। সাধারণ সেভিংস অ্যাকাউন্টের মতো এতে ন্যূনতম ব্যালেন্স রাখার প্রয়োজন নেই। শুধু তাই নয়, সুবিধাভোগীরা এতে ৩০ হাজার টাকা পর্যন্ত ওভারড্রাফটের সুবিধাও পান।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 28, 2024 6:54 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১০ বছরে পা দিল প্রধানমন্ত্রী Jan Dhan Yojana স্কিম, অ্যাকাউন্ট খোলা হয়েছে ৫২ কোটিরও বেশি, সুবিধাগুলো দেখুন