Unified Pension Scheme: অবসরে মিলবে লাম্পসাম টাকা, জেনে নিন UPS স্কিমে আপনি ৬টি বিশেষ কী সুবিধা পাবেন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Unified Pension Scheme: যে সমস্ত কর্মচারী ২০২৪-এ চাকরিতে যোগ দিয়েছেন বা ১ এপ্রিল ২০২৫-এর মধ্যে অবসর নেবেন, তাঁরাও এই বিকল্প বেছে নেওয়ার সুযোগ পাবেন।
advertisement
advertisement
advertisement
যদি একজন কর্মচারী ন্যূনতম ২৫ বছর কাজ করে থাকেন, তাহলে অবসর গ্রহণের ঠিক আগের ১২ মাসের গড় মূল বেতনের অন্তত ৫০ শতাংশ পেনশন হিসেবে পাবেন। এর সঙ্গে যে হারে মহার্ঘ ভাতা দেওয়া হয়, সেই হারে ডিয়ারনেস রিলিফ (ডিআর)-ও মিলবে। ইউপিএস-এও, অবসরপ্রাপ্ত কর্মচারীরা চাকরিরত কর্মচারীদের মতো মুদ্রাস্ফীতি সূচকের সুবিধা পাবেন।
advertisement
advertisement
advertisement
কমপক্ষে দশ বছর চাকরি করার পর যদি কেউ চাকরি ছেড়ে দেন, তাহলে তিনি ন্যূনতম ১০ হাজার টাকা পেনশন পাবেন। একইভাবে যাঁরা বেশি বছর চাকরি করবেন, তাঁদের পেনশনের হারও বেশি হবে। বলে রাখা ভাল, ইউপিএস চালু হলেও এনপিএস তুলে দিচ্ছে না সরকার। কর্মীরা পছন্দমতো যে কোনও পেনশন সিস্টেম বেছে নিতে পারেন। তবে শুধুমাত্র একবারই এনপিএস থেকে ইউপিএস বেছে নেওয়ার বিকল্প পাওয়া যাবে।