Petrol and Diesel Price: সরকারের বড় সিদ্ধান্ত-সস্তা হতে পারে পেট্রোল ও ডিজেল
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Petrol and Diesel Price: দেশে উৎপাদিত হওয়া তেলের রফতানি কমানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
#নয়াদিল্লি: দেশের বাজারে পেট্রোল-ডিজেল ও জ্বালানির দাম কমানোর জন্য সরকারের বড় সিদ্ধান্ত ৷ এই উৎপাদনের রফতানিতে এবার থেকে সংস্থাগুলিকে দিতে হবে বেশি ট্যাক্স ৷ রিফাইন করা পেট্রোল ও ডিজেলের রফতানি কমানোর উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
সরকারের তরফে জারি নোটিফিকেশন অনুযায়ী, ১ জুলাই থেকে পেট্রোল, ডিজেল ও অ্যাভিয়েশন টরবাইন ফুয়েল (ATF) এক্সপোর্ট করলে দিতে হবে বেশি ট্যাক্স ৷ সরকারের তরফে পেট্রোল ও এটিএফ রফতানির ক্ষেত্রে ৬ টাকা প্রতি লিটার এক্সপোর্ট ট্যাক্স দিতে হবে ৷ ডিজেল রফতানির ক্ষেত্রে প্রতি লিটারে দিতে হবে ১৩ টাকা ট্যাক্স ৷
advertisement
advertisement
দেশে উৎপাদিত ক্রুড অয়েল বাইরে রফতানি করা হলে সংস্থাগুলিকে প্রতি টনে ২৩২৩০ টাকা অতিরিক্ত ট্যাক্স দিতে হবে ৷ গ্লোবাল মার্কেটে অশোধিত তেলের বাড়তে থাকা দামের জেরে দেশে উৎপাদিত হওয়া তেলের রফতানি কমানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
advertisement
সরকার জানিয়েছে, এক্সপোর্টে ফোকাস করা নতুন রিফাইনারিগুলিকে নতুন ট্যাক্স থেকে ছাড় দেওয়া হবে কিন্তু উৎপাদনের ৩০ শতাংশ ডিজেল দেশের বাজারে বিক্রি করতে হবে ৷ অন্যদিকে, ছোট উৎপাদনকারীরা যাদের গত অর্থবর্ষে মোট উৎপাদন ২০ লক্ষ ব্যারেল থেকে কম তাদের নতুন নিয়ম থেকে ছাড় দেওয়া হবে ৷ দেশে উৎপাদন বাড়ানোর জেরে গত বছরের তুলনায় বেশি তেল উৎপাদনকারী সংস্থাগুলিকে অতিরিক্ত উৎপাদনের উপরে সম্প্রতি ডিজেলের রফতানি বেড়েই চলেছে ৷ এর উপরে লাগাম টানা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে ৷ ম্যাঙ্গালোর ও চেন্নাই অবস্থিত রিফাইনারিগুলির দেশের মধ্যে সরবরাহ ৮ শতাংশ কমে গিয়েছে ৷ এর পাশাপাশি ওএনজিসি ও বেদান্ত -তে ৫ শতাংশ পতন দেখা গিয়েছিল ৷ এর জেরে দেশের বাজারে জ্বালানির সাপ্লাইের উপর প্রভাব পড়েছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 01, 2022 2:51 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol and Diesel Price: সরকারের বড় সিদ্ধান্ত-সস্তা হতে পারে পেট্রোল ও ডিজেল