Petrol and Diesel Price: সরকারের বড় সিদ্ধান্ত-সস্তা হতে পারে পেট্রোল ও ডিজেল

Last Updated:

Petrol and Diesel Price: দেশে উৎপাদিত হওয়া তেলের রফতানি কমানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

#নয়াদিল্লি: দেশের বাজারে পেট্রোল-ডিজেল ও জ্বালানির দাম কমানোর জন্য সরকারের বড় সিদ্ধান্ত ৷ এই উৎপাদনের রফতানিতে এবার থেকে সংস্থাগুলিকে দিতে হবে বেশি ট্যাক্স ৷ রিফাইন করা পেট্রোল ও ডিজেলের রফতানি কমানোর উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
সরকারের তরফে জারি নোটিফিকেশন অনুযায়ী, ১ জুলাই থেকে পেট্রোল, ডিজেল ও অ্যাভিয়েশন টরবাইন ফুয়েল (ATF) এক্সপোর্ট করলে দিতে হবে বেশি ট্যাক্স ৷ সরকারের তরফে পেট্রোল ও এটিএফ রফতানির ক্ষেত্রে ৬ টাকা প্রতি লিটার এক্সপোর্ট ট্যাক্স দিতে হবে ৷ ডিজেল রফতানির ক্ষেত্রে প্রতি লিটারে দিতে হবে ১৩ টাকা ট্যাক্স ৷
advertisement
advertisement
দেশে উৎপাদিত ক্রুড অয়েল বাইরে রফতানি করা হলে সংস্থাগুলিকে প্রতি টনে ২৩২৩০ টাকা  অতিরিক্ত ট্যাক্স দিতে হবে ৷ গ্লোবাল মার্কেটে অশোধিত তেলের বাড়তে থাকা দামের জেরে দেশে উৎপাদিত হওয়া তেলের রফতানি কমানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
advertisement
সরকার জানিয়েছে, এক্সপোর্টে ফোকাস করা নতুন রিফাইনারিগুলিকে নতুন ট্যাক্স থেকে ছাড় দেওয়া হবে কিন্তু উৎপাদনের ৩০ শতাংশ ডিজেল দেশের বাজারে বিক্রি করতে হবে ৷ অন্যদিকে, ছোট উৎপাদনকারীরা যাদের গত অর্থবর্ষে মোট উৎপাদন ২০ লক্ষ ব্যারেল থেকে কম তাদের নতুন নিয়ম থেকে ছাড় দেওয়া হবে ৷ দেশে উৎপাদন বাড়ানোর জেরে গত বছরের তুলনায় বেশি তেল উৎপাদনকারী সংস্থাগুলিকে অতিরিক্ত উৎপাদনের উপরে সম্প্রতি ডিজেলের রফতানি বেড়েই চলেছে ৷ এর উপরে লাগাম টানা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে ৷ ম্যাঙ্গালোর ও চেন্নাই অবস্থিত রিফাইনারিগুলির দেশের মধ্যে সরবরাহ ৮ শতাংশ কমে গিয়েছে ৷ এর পাশাপাশি ওএনজিসি ও বেদান্ত -তে ৫ শতাংশ পতন দেখা গিয়েছিল ৷ এর জেরে দেশের বাজারে জ্বালানির সাপ্লাইের উপর প্রভাব পড়েছে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol and Diesel Price: সরকারের বড় সিদ্ধান্ত-সস্তা হতে পারে পেট্রোল ও ডিজেল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement