1st July Rule change : আজ থেকে বদলাচ্ছে ৫টি বড় নিয়ম, জেনে নিন না হলে পড়তে হবে সমস্যায়
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
1st July Rule change : ১ জুলাই থেকে ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত ১০০০ টাকার জরিমানা দিয়ে প্যান ও আধার লিঙ্ক করতে হবে ৷
#নয়াদিল্লি: আজ থেকে নতুন মাস শুরু হওয়ার সঙ্গেই একাধিক নতুন নিয়ম লাগু হতে চলেছে ৷ এর প্রভাব সরাসরি পড়তে চলেছে আপনার পকেটে ৷ এর মধ্যে আয়কর নিয়ম, টিডিএস ও শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত নিয়ম সামিল রয়েছে ৷
আধার প্যান লিঙ্ক (Aadhaar-Pan Link)
করদাতাদের জন্য এই কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ এখনও পর্যন্ত আধার ও প্যান লিঙ্ক না করিয়ে থাকলে দিতে হবে দ্বিগুণ জরিমানা ৷ আধারের সঙ্গে লিঙ্ক না করলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে এবং আয়কর রিটার্ন দিতে পারবে না ৷ ১ জুলাই থেকে ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত ১০০০ টাকার জরিমানা দিয়ে প্যান ও আধার লিঙ্ক করতে হবে ৷
advertisement
advertisement
ক্রিপ্টোকারেন্সিতে টিডিএস লাগু
ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগকারীদের এদিন থেকে ট্যাক্স সংক্রান্ত বড় নিয়ম লাগু হয়ে গিয়েছে ৷ এখন ক্রিপ্টো বিনিয়োগকারীদের যে কোনও ট্রানজাকশনে ১ শতাংশ টিডিএস দিতে হবে ৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল লাভ হোক বা লোকসান সমস্ত ট্রানজাকশনে দিতে হবে ১ শতাংশ টিডিএস ৷
advertisement
প্রপার্টি ট্যাক্সে ছাড়
দিল্লি সরকার প্রপার্টি ট্যাক্স জমা দেওয়া জন্য উৎসাহিত করার জন্য ছাড় দিচ্ছিল যার সময় ৩০ জুন শেষ হয়ে গিয়েছে ৷ ১ জুলাই থেকে প্রপার্টি ট্যাক্স জমা করলে আর ১৫ শতাংশ ছাড় আর দেওয়া হবে না ৷
advertisement
ডক্টর, ইউটিউবারের উপর টিডিএস লাগু করা হবে
১ জুলাই থেকে চিকিৎসক ও ইনফ্লুয়েন্সার্সের জন্য টিডিএস-এর নয়া নিয়ম লাগু হয়ে গিয়েছে ৷ এবার চিকিৎসকরা সংস্থা থেকে পাওয়া ফ্রি গিফ্টের উপর ট্যাক্স দিতে হবে ৷ একই ভাবে ইউটিউবারদেরও সংস্থার তরফে পাওয়া টাকায় টিডিএস দিতে হবে ৷ অন্যদিকে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সংস্থার তরফে পাওয়া মোবাইল, গাড়ি ইত্যাদির উপর ১০ শতাংশ ট্যাক্স দিতে হবে ৷
advertisement
ডিম্যাট হয়ে যাবে বন্ধ
শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য খোলা ডিম্যাট অ্যাকাউন্টের কেওয়াইসি না করা থাকলে ১ জুলাই থেকে সমস্যায় পড়তে হবে ৷ কেওয়াইসি ছাড়া অ্যাকাউন্ট ১০ দিনের মধ্যে বন্ধ করে দেওয়া হবে ৷ অর্থাৎ কেওয়াইসি না থাকলে শেয়ার বাজারে ট্রেডিং করতে পারবেন না ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 01, 2022 11:54 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
1st July Rule change : আজ থেকে বদলাচ্ছে ৫টি বড় নিয়ম, জেনে নিন না হলে পড়তে হবে সমস্যায়