1st July Rule change : আজ থেকে বদলাচ্ছে ৫টি বড় নিয়ম, জেনে নিন না হলে পড়তে হবে সমস্যায়

Last Updated:

1st July Rule change : ১ জুলাই থেকে ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত ১০০০ টাকার জরিমানা দিয়ে প্যান ও আধার লিঙ্ক করতে হবে ৷

#নয়াদিল্লি: আজ থেকে নতুন মাস শুরু হওয়ার সঙ্গেই একাধিক নতুন নিয়ম লাগু হতে চলেছে ৷ এর প্রভাব সরাসরি পড়তে চলেছে আপনার পকেটে ৷ এর মধ্যে আয়কর নিয়ম, টিডিএস ও শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত নিয়ম সামিল রয়েছে ৷
আধার প্যান লিঙ্ক (Aadhaar-Pan Link)
করদাতাদের জন্য এই কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ এখনও পর্যন্ত আধার ও প্যান লিঙ্ক না করিয়ে থাকলে দিতে হবে দ্বিগুণ জরিমানা ৷ আধারের সঙ্গে লিঙ্ক না করলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে এবং আয়কর রিটার্ন দিতে পারবে না ৷ ১ জুলাই থেকে ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত ১০০০ টাকার জরিমানা দিয়ে প্যান ও আধার লিঙ্ক করতে হবে ৷
advertisement
advertisement
ক্রিপ্টোকারেন্সিতে টিডিএস লাগু
ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগকারীদের এদিন থেকে ট্যাক্স সংক্রান্ত বড় নিয়ম লাগু হয়ে গিয়েছে ৷ এখন ক্রিপ্টো বিনিয়োগকারীদের যে কোনও ট্রানজাকশনে ১ শতাংশ টিডিএস দিতে হবে ৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল লাভ হোক বা লোকসান সমস্ত ট্রানজাকশনে দিতে হবে ১ শতাংশ টিডিএস ৷
advertisement
প্রপার্টি ট্যাক্সে ছাড়
দিল্লি সরকার প্রপার্টি ট্যাক্স জমা দেওয়া জন্য উৎসাহিত করার জন্য ছাড় দিচ্ছিল যার সময় ৩০ জুন শেষ হয়ে গিয়েছে ৷ ১ জুলাই থেকে প্রপার্টি ট্যাক্স জমা করলে আর ১৫ শতাংশ ছাড় আর দেওয়া হবে না ৷
advertisement
ডক্টর, ইউটিউবারের উপর টিডিএস লাগু করা হবে
১ জুলাই থেকে চিকিৎসক ও ইনফ্লুয়েন্সার্সের জন্য টিডিএস-এর নয়া নিয়ম লাগু হয়ে গিয়েছে ৷ এবার চিকিৎসকরা সংস্থা থেকে পাওয়া ফ্রি গিফ্টের উপর ট্যাক্স দিতে হবে ৷ একই ভাবে ইউটিউবারদেরও সংস্থার তরফে পাওয়া টাকায় টিডিএস দিতে হবে ৷ অন্যদিকে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সংস্থার তরফে পাওয়া মোবাইল, গাড়ি ইত্যাদির উপর ১০ শতাংশ ট্যাক্স দিতে হবে ৷
advertisement
ডিম্যাট হয়ে যাবে বন্ধ
শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য খোলা ডিম্যাট অ্যাকাউন্টের কেওয়াইসি না করা থাকলে ১ জুলাই থেকে সমস্যায় পড়তে হবে ৷ কেওয়াইসি ছাড়া অ্যাকাউন্ট ১০ দিনের মধ্যে বন্ধ করে দেওয়া হবে ৷ অর্থাৎ কেওয়াইসি না থাকলে শেয়ার বাজারে ট্রেডিং করতে পারবেন না ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
1st July Rule change : আজ থেকে বদলাচ্ছে ৫টি বড় নিয়ম, জেনে নিন না হলে পড়তে হবে সমস্যায়
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement