Petrol Diesel Prices Today : আরও বাড়ল দাম, মাথায় হাত আমজনতার! দেখে নিন আপনার শহরে পেট্রোল-ডিজেলের লেটেস্ট রেট

Last Updated:

Petrol Diesel Prices Today : পেট্রোল ও ডিজেলের প্রতিদিনের দাম এসএমএস-এর মাধ্যমে সহজেই জানতে পারবেন ৷

#নয়াদিল্লি: শনিবার ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের ৷ এই নিয়ে চলতি সপ্তাহে সরকারি তেল সংস্থাগুলির তরফে চতুর্থবার দাম বাড়ানো হল জ্বালানির ৷ এদিন চার মহানগর-সহ প্রায় সমস্ত শহরে পেট্রোলের দাম ৮০ পয়সা প্রতি লিটারে বৃদ্ধি করা হয়েছে ৷
৮০ পয়সা করে চলতি সপ্তাহে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে প্রায় ৩.২০ টাকা বেড়ে গিয়েছে ৷ গত মাসে পাঁচ রাজ্যে চলতে থাকা বিধানসভা নির্বাচনের কারণে ১৩৭ দিন তেল সংস্থাগুলি জ্বালানির দামে কোনও বদল করেনি ৷ অথচ এই সময় ক্রুডের দাম প্রায় ৪৫ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছিল ৷ এদিন রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ৯৮.৬১ টাকা প্রতি লিটার এবং ডিজেল ৮৯.৮৭ টাকা প্রতি লিটারে ৷
advertisement
advertisement
চার মহানগরে পেট্রোল-ডিজেলের দাম
  • দিল্লি- পেট্রোল ৯৮.৬১ টাকা, ডিজেল ৮৯.৮৭ টাকা
  • মু্ম্বই- পেট্রোল ১১৩.৩৫ টাকা, ডিজেল ৯৭.৫৫ টাকা
  • চেন্নাই- পেট্রোল ১০৪.৪৩ টাকা, ডিজেল ৯৪.৪৭ টাকা
  • কলকাতা- পেট্রোল ১০৮.০১ টাকা, ডিজেল ৯৩.০১ টাকা
advertisement
প্রতিদিন সকাল ৬টায় জারি করা হয় পেট্রোল ও ডিজেলের দাম
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন, ভ্যাট ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
advertisement
পেট্রোল ও ডিজেলের প্রতিদিনের দাম এসএমএস-এর মাধ্যমে সহজেই জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে এসএমএস পাঠিয়ে পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন ৷ এইচপিসিএল উপভোক্তারা HPPrice লিখে 9222201122 নম্বরে মেসেজ পাঠিয়ে দাম জানতে পারবেন ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Prices Today : আরও বাড়ল দাম, মাথায় হাত আমজনতার! দেখে নিন আপনার শহরে পেট্রোল-ডিজেলের লেটেস্ট রেট
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement