New Business Idea: গোবর থেকে ব্যাগ, চপ্পল বানিয়ে বছরে ৩৬ লাখ! জেনে নিন কীভাবে!

Last Updated:

New Business Idea: এক কেজি গোবর থেকে দশটি চপ্পল তৈরি করা সম্ভব। আর এই চপ্পল যদি বৃষ্টিতে ভিজেও যায়, তাহলেও সমস্যা নেই।

#নয়াদিল্লি: ঘুঁটে পোড়ে গোবর হাসে। এ তো প্রাচীন প্রবাদ। কিন্তু গোবর থেকে ব্যবহার্য পণ্য বানিয়ে লক্ষাধিক টাকা আয় করে বেকার যুবক-যুবতীরাও যে হাসতে পারেন তার সন্ধান দিয়েছেন রীতেশ আগরওয়াল। শুধু সন্ধান দিয়েছেন বললে ভুল হবে, গোবর থেকে তৈরি পণ্যকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন তিনি।
ছত্তিসগঢ়ের রাজধানী রায়পুরের গোকুল নগরের বাসিন্দা রীতেশ আগরওয়াল। ২০০৩ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। অনেক কোম্পানিতে চাকরি করলেও কোনওটাতেই মন টেঁকেনি। রীতেশের নিজের কথায়, ‘দেখতাম রাস্তাঘাটে গোরু-বাছর ঘুরে প্লাস্টিক খেয়ে মারা যায়। অনেক গোরু আবার দুর্ঘটনার শিকারও হয়। তাই আমি ২০১৫ সালে একটি গোশালার সঙ্গে যুক্ত হই’।
advertisement
advertisement
ব্যস, তারপরই রীতেশের মাথায় আসে এই ব্যবসার আইডিয়া। গোবর থেকে ব্যাগ, মানিব্যাগ, প্রদীপ, ইট, এমনকী চপ্পলও তৈরি করেছেন রীতেশ। এখানেই শেষ নয়। সম্প্রতি বাজেট পেশ করেছেন ছত্তিসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Baghel)। বাজেটের নথিপত্র যে ব্যাগে নিয়ে বিধানসভায় গিয়েছিলেন সেটা ছিল গোবরের তৈরি। সেই ব্যাগ নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। পরে জানা যায়, মাত্র ১০ দিনে গোবর থেকে ওই ব্যাগটা তৈরি করে রীতেশের দল। এরপরই ভাইরাল হয়ে যান রীতেশ আগরওয়াল।
advertisement
রীতেশ জানিয়েছেন, এক কেজি গোবর থেকে দশটি চপ্পল তৈরি করা সম্ভব। আর এই চপ্পল যদি বৃষ্টিতে ভিজেও যায়, তাহলেও সমস্যা নেই। রোদে শুকিয়ে তা পুনরায় ব্যবহার করা যাবে। হোলি উপলক্ষ্যে গোবর থেকে পরিবেশবান্ধব আবির এবং রঙও তৈরি করেছেন রীতেশ। এই সমস্ত বিক্রি করে প্রতি মাসে প্রায় ৩ লক্ষ টাকা আয় করেন তিনি।পাশাপাশি তাঁর হাত ধরে অনেকের কর্মসংস্থানও হয়েছে। গোবর থেকে এই সমস্ত পণ্য তৈরি করতে ‘এক পহেল’ নামে একটি কোম্পানি খুলেছেন রীতেশ। সেখানে ২৩ জন কাজ করেন।
advertisement
বর্তমান পরিস্থিতিতে প্লাস্টিক দূষণ কমাতে সবার চেষ্টা করা উচিত। যে কারণে রীতেশরা গোবর থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করে পরিবেশ থেকে প্লাস্টিক দূর করার চেষ্টা করছেন। গোশালায় কাজ করার সময়, রীতেশ গরু সম্পর্কিত অন্যান্য প্রকল্পেও কাজ করার সুযোগ পান। ২০১৮-১৯ সালে, ছত্তিশগড় সরকার ‘গৌঠান’ মডেল শুরু করেছিল। রীতেশও এই মডেলের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি রাজস্থানের রাজধানী জয়পুর ও হিমাচল প্রদেশে গোবর থেকে বিভিন্ন জিনিস তৈরির প্রশিক্ষণও নিয়েছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: গোবর থেকে ব্যাগ, চপ্পল বানিয়ে বছরে ৩৬ লাখ! জেনে নিন কীভাবে!
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement