Petrol Diesel Prices Hike : চলতি সপ্তাহে তৃতীয়বার বিপুল দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, আপনার শহরে কত টাকায় মিলছে জ্বালানি
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Petrol Diesel Prices Hike : প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷
শুক্রবার নিয়ে চলতি সপ্তাহে তৃতীয়বার দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের ৷ সরকারি তেল সংস্থাগুলি দেশের চার মহানগরে-সহ সমস্ত শহরে ৮০ পয়সা দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের ৷ তিনদিনে পেট্রোলের দাম প্রতি লিটারে ২.৪০ টাকা বাড়ানো হয়েছে ৷ এর আগে প্রায় ১৩৭ দিন পর্যন্ত সংস্থার তেলের দামে কোনও বদল করা হয়নি ৷ অথচ এই সময় ক্রুডের দাম প্রায় ৪৫ শতাংশ বেড়ে গিয়েছে ৷
advertisement
advertisement
advertisement
advertisement
পেট্রোল ও ডিজেলের প্রতিদিনের দাম এসএমএস-এর মাধ্যমে সহজেই জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে এসএমএস পাঠিয়ে পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন ৷ এইচপিসিএল উপভোক্তারা HPPrice লিখে 9222201122 নম্বরে মেসেজ পাঠিয়ে দাম জানতে পারবেন ৷