Bank Closed: আজই সেরে নিন ব্যাঙ্কের জরুরি কাজ, আগামিকাল থেকে ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

Last Updated:

Bank Closed: টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷

#নয়াদিল্লি: ব্যাঙ্ক সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে শীঘ্রই সেরে নিন ৷ চলতি মাসের শেষ সপ্তাহে লাগাতার চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা ৷ বিভিন্ন কর্মচারী সংগঠনের (Various Employees Unions Strike) তরফে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ৷ দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্কের তরফে এই তথ্য দেওয়া হয়েছে ৷ ব্যাঙ্ক ইউনিয়নের ধর্মঘটের জেরে ব্যাঙ্কিং পরিষেবার উপরে প্রভাব পড়তে চলেছে ৷ ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যার মুখে পড়তে হতে পারে সাধারণ মানুষকে ৷ বর্তমানে একাধিক পরিষেবা অনলাইন ব্যাঙ্কিংয়ে পাওয়া গেলেও বেশ কিছু কাজ থাকে যা ব্যাঙ্কে গিয়েই করতে হবে ৷
ব্যাঙ্ক ইউনিয়নের তরফে ২৮ ও ২৯ মার্চ (সোমবার ও মঙ্গলবার) ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ৷ তার আগে ২৬ ও ২৭ শনিবার (মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে) ও রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ ফলে টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷
advertisement
advertisement
IBA এর তরফে জানানো হয়েছে, ব্যাঙ্কের বেসরকারিকরণের প্রতিবাদে ও অন্যান্য একাধিক দাবি জানিয়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ৷ অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA), ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া (BEFI) এবং অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন (AIBOA) নোটিস জারি করে দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের বিষয়ে জানিয়েছে ৷ স্বাভাবিক ভাবেই ধর্মঘটের জেরে ব্যাঙ্কের কাজ কিছুটা হলেও প্রভাবিত হতে চলেছে ৷
advertisement
এপ্রিলে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
এপ্রিলে ব্যাঙ্কের একাধিক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ তাই ব্যাঙ্ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ থাকলে মার্চ মাসেই সেটা মিটিয়ে নিন ৷ আগামী মাসে প্রায় ১৫ দিন ছুটি থাকবে ব্যাঙ্কের ৷ আরবিআই-এর তরফে এপ্রিল ২০২২ এর জন্য ব্যাঙ্কের ছুটির লিস্ট জারি করে দেওয়া হয়েছে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Closed: আজই সেরে নিন ব্যাঙ্কের জরুরি কাজ, আগামিকাল থেকে ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement