#নয়াদিল্লি: আপনার কী এর মধ্যে ট্রেনে করে কোথাও যাত্রা করার পরিকল্পনা রয়েছে ৷ তাহলে বাড়ি থেকে বেরোনর আগে অবশ্যই ট্রেনের স্টেটাস চেক করে নিন ৷ বাতিল হওয়া, রিশিডিউল ও ডায়ভার্ট ট্রেনের লিস্টে দেখে নিন আপনার ট্রেন তাতে সামিল আছে কিনা ৷ ভারতীয় রেলের তরফে ২৫ মার্চ প্রায় ২৭৯টি ট্রেন বাতিল (Trains Cancelled) করা হয়েছে ৷
রেলের তরফে ৪৯টি ট্রেন আংশিক রূপে বাতিল করা হয়েছে (partially canceled) ৷ ট্রেন লাইন রক্ষণাবেক্ষণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ বাতিল হওয়া ট্রেনের মধ্যে বেশিরভাগ ট্রেন বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অসম, পশ্চিমবঙ্গ, ওড়িশা, মহারাষ্ট্র ও কর্নাটকের ৷
আও পড়ুন: ৫২ হাজার টাকা পেরিয়ে গেল সোনার দাম, দেখে নিন কত বাড়ল ১০ গ্রাম গোল্ডের রেট
যে ট্রেনগুলি ২৫ মার্চ বাতিল করা হয়েছে -
00111, 00971, 01811, 01812, 01812, 01819, 01820, 01887, 01888, 91889, 01890, 03042, 03411, 03412, 03461, 03468, 03529, 03530, 03578, 03591, 03592, 03051, 03052, 03057, 03068, 03085, 03086, 03087, 03091, 03094, 84871, 04872, 05019, 05020, 05331, 05332 05334, 05363, 05364, 05366, 85701, 05702, 85717, 05718, 05758, 05751, 86545, 06546, 06595, 06596, 06919, 06920, 07329, 07330, 07331, 07347, 07348, 07367, 07368, 07377, 07797, 87798, 07906, 07907, 08303, 08304, 08437, eb438, 09118, 09113, 09440, 09444, 10101, 10102, 11301, 11302, 11311, 11312, 11807, 11808, 11901, 11902, 15709, 15710, 15777, 15778, 15811, 15812, 17303, 17304, 17320, 17325, 17326, 17391, 17392, 17435, 17436, 18413, 18414, 20948, 20949, 22883, 31191, 31311, 31312, 31411, 31412, 31414, 31511, 31512, 31514, 31612, 31712, 31721, 31741, 31811, 31812, 31911, 31912, 32211, 32212, 32213, 33311, 33512, 33514, 33651, 33711, 33712, 33811, 33812, 33813, 33814, 33815, 34111, 34112, 34114, 34352, 34411, 34412, 34511, 34513, 34711, 34712, 34713, 34714, 34715, 34717, 34791, 34811, 34812, 34813, 34814, 34815, 34882, 34914, 34935, 34937, 34981, 36833, 36834, 36811, 36812, 36813, 36814, 36854, 37211, 37212, 37213, 37214, 37216, 37246, 37253, 37305, 37306, 37387, 37308, 37309, 37312, 37314, 37316, 37319, 37327, 37330, 37335, 37338, 37343, 37348, 37354, 37371, 37385, 37386, 37391, 37394, 37411, 37412, 37415, 37416, 37521, 37522, 37611, 37614, 37657, 37658, 37731, 37732, 37741, 37742, 37743, 37781, 37782, 37783, 37785, 37786, 37811, 37812, 37814, 37912, 38302, 38304, 38306, 38402, 38404, 38408, 38702, 38703, 38704, 38801, 38801, 38802, 38803,52965, 52965, 52966
আরও পড়ুন: গোবর থেকে ব্যাগ, চপ্পল বানিয়ে বছরে ৩৬ লাখ! জেনে নিন কীভাবে!
যে ট্রেন আংশিক ভাবে বাতিল করা হয়েছে -
05509 সহরসা-জামালপুর, 05562 লোকমান্য তিলক-জয়নগর, 05727 কাটিহার-রাধিকাপুর, 12488 আনন্দবিহার টার্মিনাল- যোগবানী, 12856 ইতাবরি-বিলাসপুর 04913, বলবল-গাজিয়াবাদ, 11013 লোকমান্য তিলক- কোয়েম্বটুর, 11014 কোয়েম্বটুর-লোকমান্য তিলক, 12596 আনন্দবিহার টার্মিনাল-গোরখপুর, 15273রাক্সউল-আনন্দবিহার টার্মিনাল, 15274 আনন্দবিহার টার্মিনাল- রাক্সউল, 16591 হুবলি-মাইসর, 16592 মাইসর-হুবলি এবং 19568 ট্রেন সামিল রয়েছে ৷
আরও পড়ুন: চলতি সপ্তাহে তৃতীয়বার বিপুল দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, আপনার শহরে কত হল ?
কীভাবে চেক করবেন ট্রেনের স্টেটাস (How to check train status)
রেল যাত্রীদের সুবিধার জন্যে বাতিল হওয়া ট্রেনের লিস্ট রেলের ওয়েবসাইটে (Indian Railway Website) দিতে হবে ৷ এর পাশাপাশি NTES app এ সমস্ত তথ্য পেয়ে যাবেন ৷ যে কোনও ট্রেনের স্টেটাস জানার জন্য রেলের ওয়েবসাইটে https://enquiry.indianrail.gov.in/mntes যেতে হবে ৷ এখানে ট্রেনের নম্বর দিয়ে স্টেটাস জানতে পারবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।