Business Idea: কাঁঠাল নয়, পাতা বেচেই কপাল ফিরল আনোয়ার আলির! অভিনব ‘বিজনেস আইডিয়া’ তাক লাগাচ্ছে গোটা জেলায়
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
North 24 Parganas Business Idea: ফেলে দেওয়া কাঁঠাল পাতাই এখন লক্ষ্মীলাভের উৎস! উত্তর ২৪ পরগনার আনোয়ার আলি দেখালেন উপার্জনের এক অভাবনীয় দিশা। কাঁঠাল নয়, শুধু পাতা বিক্রি করেই কীভাবে অঢেল লাভ করা সম্ভব? জানুন এই সফল উদ্যোক্তার ব্যবসায়িক মডেল সম্পর্কে।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: কাঁঠাল নয়, কাঁঠাল পাতাই আজ আনোয়ার আলীর জীবিকা। অশোকনগর, হাবরা-সহ বিস্তীর্ণ এলাকায় ঘুরে ঘুরে কাঁঠাল গাছের পাতা সংগ্রহ করে সংসার চালান তিনি। গ্রামবাংলার এই ব্যতিক্রমী ব্যবসাই এখন তাঁর আয়ের প্রধান ভরসা।
প্রতিদিন ভোর থেকেই ভ্যানে নিয়ে বিভিন্ন গ্রাম ও পাড়ায় পৌঁছে যান পরিমলবাবু। প্রতিদিন কম বেশি ১০ থেকে ১৫ কিলোমিটার ঘুরতে হয়। এরপর গাছের মালিকদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে সংগ্রহ করা হয় কাঁঠাল পাতা। পরে সেই পাতা একত্র করে বাজারে নিয়ে গিয়ে তুলনামূলক চড়া দামে বিক্রি করা হয়। মূলত খাসি বা ছাগলের খাদ্য হিসেবে এই কাঁঠাল পাতার চাহিদা যথেষ্ট বেশি।
advertisement
advertisement
আনোয়ার আলী জানান, কাঁঠাল পাতায় পুষ্টিগুণ থাকায় ছাগল পালকদের কাছে এর কদর সবসময়ই থাকে। বিশেষ করে সবুজ ঘাসের জোগান কম থাকলে এই পাতাই হয়ে ওঠে বিকল্প খাদ্য। তাই সারা বছরই এর চাহিদা বজায় থাকে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আর এসবের কারণে অবহেলিত এই কাঁঠাল পাতাই আনোয়ার আলীর রোজগারের উৎস হয়ে উঠেছে। অল্প পুঁজি, পরিশ্রম আর নিয়মিত যোগাযোগ- এই তিনের জোরেই তিনি পরিবার চালাচ্ছেন সচ্ছলভাবে। গ্রামাঞ্চলের এমন ছোট কিন্তু টিকে থাকার মতো উদ্যোগ আজও বহু মানুষের জীবনে স্বনির্ভরতার পথ দেখায়। কাঁঠাল পাতা সংগ্রহে ৭০০- ৮০০ টাকা খরচ পড়লেও, লাভ হয় দ্বিগুণ। ২৬ বছর ধরে তাই পাতা বিক্রি করেই ঈশ্বরী গাছার বাসিন্দা আনোয়ার আলী পরিবারের মুখে ফোটাচ্ছেন হাসি।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 28, 2026 3:27 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: কাঁঠাল নয়, পাতা বেচেই কপাল ফিরল আনোয়ার আলির! অভিনব ‘বিজনেস আইডিয়া’ তাক লাগাচ্ছে গোটা জেলায়










