Money Making Tips: পাট চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন কৃষকরা! একর প্রতি লাখ লাখ টাকা বাড়তি লাভ

Last Updated:

Money Making Tips: বছরের এই মরসুমে পাট চাষ করা বেশ অনেকটাই লাভজনক বলে প্রমাণিত। তবে সঠিক পদ্ধতি এবং বেশ কিছু নিয়ম মেনে এই পাট চাষ করতে হবে। 

+
তিতা

তিতা পাট

কোচবিহার: বর্তমান সময়ে বহু কৃষক বাড়তি লাভের আশায় পাট চাষ করে থাকেন। বছরের এই মরসুমে এই চাষ করা বেশ অনেকটাই লাভজনক বলে প্রমাণিত। তবে সঠিক পদ্ধতি এবং বেশ কিছু নিয়ম মেনে এই পাট চাষ করতে হবে। তবেই এই চাষ থেকে অধিক মাত্রায় লাভ পেতে পারবেন যেকোনো কৃষক। পাট চাষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো পাটের প্রজাতি। মূলত দু ধরনের পাট দেখতে পাওয়া যায়। একটি তিতা পাট, অন্যটি মিষ্টি পাট। এর মধ্যে তিতা পাট চাষ করা লাভজনক।
দীর্ঘ সময় ধরে পাট চাষ করা এক চাষি মহম্মদ সইদুল হক জানান, “একটা সময় তাঁর বাবা পাট চাষ করতেন। বর্তমান সময় তিনি এই চাষ করেন দীর্ঘ সময় ধরে। এই চাষের ক্ষেত্রে জমিতে জল সেচ দিতে হয় মাত্র দু’বার। চাষের শুরুর দিকে একবার দিতে হয়, আরেকবার দিতে হয় শেষের দিকে। এছাড়া মরসুমে যে বৃষ্টিপাত হয় তাতেই কাজ হয়। তবে জমিতে বেশি কীটনাশক প্রয়োগ করা যায় না। বেশি কীটনাশক প্রয়োগ করলে পাটের ছাল পাতলা হয়ে যায়। জমিতে সার প্রয়োগ করতে হয় পর্যাপ্ত পরিমাণ।”
advertisement
আরও পড়ুন: বাংলাদেশ সীমান্তে জ*ঙ্গি সন্দেহে গ্রেফতার! চার বছর ধরে ভারতে বসে কী করছিল সেলিম? জেরায় চাঞ্চল্যকর দাবি
চাষি মহম্মদ সইদুল হক আরোও জানান, “তিতা পাট চাষে লাভ আসবে অনেকটা বেশি। তবে এক বিঘা জমিতে এই চাষ করতে খরচ হয় আনুমানিক ১৫০০০ টাকার মতন। তবে লাভ আসে দ্বিগুণের বেশি। তাই এই মরসুমে জেলার কৃষকেরা পাট চাষ করে বেশি লাভবান হতে পারবেন সহজে।” কৃষি অভিজ্ঞ ব্যক্তি অমল রায় জানান, “মিষ্টি পাট মূলত খাবারের জন্য চাষ করা হয়। আর তিতা পাট চাষ করা হয় সম্পূর্ণ বাণিজ্যিক উদ্দেশ্যে। আর এই তিতা পাট চাষ করা অনেকটাই লাভজনক। জেলায় বর্তমানে এই চাষ বাড়ছে।”
advertisement
advertisement
আরও পড়ুন: ভারত-পাক সংঘর্ষের স্মৃতি আজও রয়েছে এই জেলায়! দেখতে ছুটে আসে বহু মানুষ
বর্তমান সময়ে যে সমস্ত কৃষকেরা অধিক লাভের আশায় চাষাবাদ করতে চাইছেন। তাঁদের অবশ্যই উচিত তিতা পাট চাষের মাধ্যমে অধিক পরিমাণ লাভের মুখ দেখা। তবে চাষের আগে অবশ্যই কৃষি দফতরের কৃষি অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করা ভাল। এতে অনেকটা সুবিধা পাবেন চাষিরা।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: পাট চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন কৃষকরা! একর প্রতি লাখ লাখ টাকা বাড়তি লাভ
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement