অনেক কমেই ঘরে আনতে পারেন এই পোর্টেবল এসি! দেখে নিন বাজারসেরা কয়েকটা মডেল

Last Updated:

পোর্টেবল এসি তো আছেই হাতের কাছে- কাজে কুলারের চেয়ে সেরা আর দাম? স্লিট বা উইন্ডোর চেয়ে ঢের ঢের কম, নেমে যায় হাজার দশেকের মধ্যেই।

কলকাতা: যার যা স্বভাব, তার পক্ষে তেমনটাই স্বাভাবিক। তার উপরে আমরাই আবার এসো হে... এসো এসো বলে ডেকে এনেছি তাকে নেচে-গেয়ে। এবার বৈশাখ যদি তার প্রখর তপন তাপে ওষ্ঠাগত করে তোলে, তাহলে কি দোষ দেওয়া যায় তাকে?
তেমনই দোষ দেওয়া যায় উপার্জনের বিষয়টাকেও। ওটা বেশি হলে এখনই একটা এসি কিনে ফেলা যেত, এই ভেবে আফসোস করেও লাভ নেই। পোর্টেবল এসি তো আছেই হাতের কাছে- কাজে কুলারের চেয়ে সেরা আর দাম? স্লিট বা উইন্ডোর চেয়ে ঢের ঢের কম, নেমে যায় হাজার দশেকের মধ্যেই।
এবার তাহলে বাজারসেরা কিছু মডেলের হালহকিকত জেনে নিলে হয় না?
advertisement
advertisement
Nordic Hygge AirChill Personal Air Conditioner
ত্রিস্তরীয় কুলিং সিস্টেম আর জোরালো ফ্যান অনায়াসে ৩০ ফুট অব্দি দূরত্বে ঠান্ডা হাওয়া ছড়িয়ে দেয়। বাজার বিশেষজ্ঞদের মতামত- কম খরচে সুপার কুলিং চাইলে এর বিল্প নেই। দাম পড়বে ১৪২৯৫ টাকা।
advertisement
CEROBEAR, Rechargeable Portable Air
এর দাম ১০৭৯৫ টাকা। ফোর ইন ওয়ান অ্যারেমাথেরাপি মিস্টিক ফ্যান, ১২০ ডিগ্রি অসিলেটিং সিস্টেম শীতলতা আর সুবাস ছড়িয়ে দেবে ঘরের প্রতি কোণেই।
Generic Portable Air Conditioner
এটারও দাম দশ হাজারের উপরে- স্পষ্টাস্পষ্টি বললে ১০৭৫৮ টাকা। ফোর ইন ওয়ান ইভাপোরেটিভ কুলিং সিস্টেম, দুরকমের কুল মিস্ট সেটিংস, ৮ ঘণ্টার টাইমরার আর লাইটলাইট- বিশেষ করে রাতে এই গরমে শান্তির ঘুম পেতে এর চেয়ে ভাল কিছু হয় না।
advertisement
Air Choice Portable Air Conditioner Fan
দাম পড়ছে ৯৬৩৯ টাকা। এর বিল্ট ইন আইসবক্স একদিকে যেমন পছন্দের পানীয় বা জল ঠান্ডা রাখবে, তেমনই ঘরেও ছড়াবে হিমশীতল হাওয়া। তিন রকমের স্পিড সেটিংস থেকে বেছে নেওয়া যায় পছন্দমতো ঠান্ডার অপশন, ইউএসবি পোর্ট মোবাইলে বা কমপিউটারে গুঁজেও মেশিনটা চার্জ দেওয়া যায়।
advertisement
VeRosky Portable Air Conditioners
এর দাম আরও কম- ৮৯৮১ টাকা। এরও ফিচার আগেরটার মতোই, তবে এটা অনেক বেশি এনার্জি এফিসিয়েন্ট- বিদ্যুৎ বাঁচিয়ে ঘর ঠান্ডা করবে একেবারে বাজেটে।
Pang Pang Portable Air Conditioner
৮৩৩১ টাকায় কী কী সুবিধা দিচ্ছে এই পোর্টেবল এসি? কোল্ড উইন্ড, ন্যাচারাল ব্রিজ, কুল মিস্ট আর এয়ার কুলিং ফ্যান- এই চার রকমের কুলিং এফেক্ট থেকে যে কোনও একটা বেছে নিজেকে রাখা যায় সামার-কুল।
advertisement
Bonwa Personal Air Conditioners Portable AC Mini
মাত্র ৮০০০ টাকায় এটাও একটা ঘর ঠান্ডা করতে খারাপ কিছু নয়- থ্রি স্পিড ফ্যান, বিল্ট ইন হিউমিডিফায়ার, শরীর জুড়ানোর সব রকমের বন্দোবস্তই এতে মজুত। শুধু ঠিক করতে হবে কোন মডেলটা কেনা যায়- আর কী!
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
অনেক কমেই ঘরে আনতে পারেন এই পোর্টেবল এসি! দেখে নিন বাজারসেরা কয়েকটা মডেল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement